৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট – ৫ | 40 general knowledge Q&A sets - 5

৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট ৪০ টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তরের সেট দেওয়া রইলো। দেখে নাও – ৫০টি General Awareness in Bangla MCQ – সেট ৮ 1. মাছ ও উভচরের মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণীর নাম ? – অর্কিওপটেরিকক্স – লাংফিস – a ও b উভয় – শিলাকান্ত মাছ 2. হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? – মৎস্য উৎপাদন বৃদ্ধি … ৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট – ৯ Read More »

৪০টি  সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট – ৫ | 40 general knowledge Q&A sets - 5
৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট – ৫ | 40 general knowledge Q&A sets - 5

৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট

৪০ টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তরের সেট দেওয়া রইলো।

1. মাছ ও উভচরের মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণীর নাম ?
– অর্কিওপটেরিকক্স
– লাংফিস
– a ও b উভয়
– শিলাকান্ত মাছ

2. হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত?
– মৎস্য উৎপাদন বৃদ্ধি
– দুগ্ধ উৎপাদন বৃদ্ধি
– আলু উৎপাদন বৃদ্ধি
– তৈল বীজ উৎপাদন বৃদ্ধি

3. অ্যাকোয়া ফরটিস কোন অ্যাসিডের পূর্ব নাম?
– নাইট্রিক অ্যাসিড
– সালফিউরিক অ্যাসিড
– সাইট্রিক অ্যাসিড
– অ্যাসিটিক অ্যাসিড

4. মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত?
– ৩১ জোড়া
– ১২ জোড়া
– ১২টি
– ১০ জোড়া

5. তড়িৎযোজী বন্ধনের অভিমুখ কেমন ?
– ডানদিকে
– উপরের দিকে
– নির্দিষ্ট দিক নেই
– বামদিকে

6.  স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব হলো – 
– 27 সেমি
– 25 সেমি
– 23 সেমি
– 30 সেমি

7. পাকস্থলীর অর্ধজীর্ণ খাদ্যবস্তুকে কি বলে ?
– কাইম
– কাইন
– লাইম
– বোলাস

8. কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে?
– ইথিলিন
– ফ্লোরিজেন
– অক্সিন
– থাইরক্সিন

9. বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে, কারণ –
– ঘর্ষণ শূন্য হয়ে যায়
– ঘর্ষণ কমে যায়
– কোনটি নয়
– ঘর্ষণ বেড়ে যায়

10. ভারতের প্রথম বিদ্রোহী নাটক কোনটি?
– নীলদর্পণ
– নবান্ন
– কারাগার
– আলমগীর

11. ভারত এর জাতীয় পতাকা ডাকটিকিট এ কবে স্থান পেয়েছে
– 1947
– 1948
– 1950
– 1949

12. বায়ুতে শব্দের বেগ কিসের উপর নির্ভরশীল নয় ?
– ঘনত্ব
– আদ্রতা
– উষ্ণতা
– চাপ

13. অ্যালভিওলাই কোথায় থাকে ?
– হৃদপিণ্ডে
– ডিম্বাশয়ে
– বৃক্কে
– ফুসফুসে

14. বালি যাত্রা উৎসব কি কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
– উড়িষ্যা
– অরুণাচল প্রদেশ
– বিহার
– পশ্চিমবঙ্গ

15. HCL কোন অবস্থায় অ্যাসিডধর্মী ?
– সমস্ত অবস্থায়
– জলীয় দ্রবণে
– কঠিন
– গ্যাসীয়

16. SO2 কি ধরনের অক্সাইড ?
– ক্ষারীয়
– আম্লিক
– উভধর্মী
– প্রশম

17. রৈখিক দ্রুতি = কৌণিক বেগ × _____ ?
– ভর
– চাপ
– ব্যাস
– ব্যাসার্ধ

18. নেপালিদের পবিত্র নদীর নাম কী?
– সানকোশি
– সেতি
– কালী গণ্ডক
– বর্ণালী

19. কোন প্রাণীর বৃক্ক জনন অঙ্গ হিসেবে কাজ করে?
– লেমুর
– গন্ডার
– জলহস্তী
– হাঙর

20. P তরঙ্গ কোনটি সাথে জড়িত?
– তেজস্ক্রিয়তা
– ভূমিকম্প
– নদীর গতি
– সমুদ্র স্রোত

21. বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়?
– ২৬ শে সেপ্টেম্বর
– ২৫শে সেপ্টেম্বর
– ২৮ শে সেপ্টেম্বর
– ২৭ শে সেপ্টেম্বর

22. গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায় ?
– ক্ষুদ্রান্ত্রে
– যকৃৎ
– বৃক্ক
– অগ্নাশয়

23. হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে?
– মোঃ কুতুব শাহ
– ইব্রাহিম কুতুব শাহ
– মহম্মদ কুলিকুতুব শাহ
– জামসিদ কুতুব শাহ

24. কোন দেশের পার্লামেন্টকে সোংডু বলে ?
– নেপাল
– আফগানিস্তান
– ভুটান
– মায়ানমার

25. সাঁওতাল বিদ্রোহ কবে ঘটেছিল?
– ১৮৫৫ সালে
– ১৮৭১ সালে
– ১৮৫৯ সালে
– ১৮৫৬ সালে

26. যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে?
– বাবর
– আকবর
– ঔরঙ্গজেব
– শাহজাহান

27. ইকতা প্রথা প্রচলন করেন কে
– বারবি
– ইলতুৎ মিস
– বলবন
– মাহমুদ ঘরি

28. রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে?
– আব্রাহাম লিংকন
– বার্ডেন পাওয়াল
– হেনরী ডুরান্ট
– ফ্লোরেন্স নাইটিঙ্গেল

29. ভারতের জাতীয় আয় প্রথম গণনা করেন কে?
– পি কে মহলানবিশ
– কেউ নন
– দাদাভাই নৌরজি
– ভি কে আর ভি রাও

30. ম্যাডোনা ছবিটি কে এঁকেছিলেন?
– রাফায়েল
– রেমব্রান্ট
– তিশান
– পাবলো পিকাসো

31. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি?
– ১৯৮৫-৯০
– ১৯৮০-৮৫
– ১৯৭০-৭৫
– ১৯৭৫-৮০

32. কোন ধরণের কয়লায় অন্তধূরম পাতনে কোক পাওয়া যায় ?
– অ্যানথ্রাসাইট
– লিগনাইট
– পিট

33. ভোলাটাইল মেমোরি কোনটি ?
– কোনটি নয়
– ROM
– RAM
– RAM & ROM উভয়

34. কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না?
– হিমোগ্লোবিন
– ফাইব্রিন
– হেপারিন
– থার্মপ্রস্টিন

35. মানবদেহে জ্বালানি হিসেবে কোনটি কাজ করে?
– ভিটামিন
– শর্করা
– জল
– প্রোটিন

36. ম্যালথাসীয় তত্ত্ব কী সম্পর্কীত?
– সরকারী আয় ব্যয়
– কৃষি উৎপাদন
– শিল্প উৎপাদন
– জনসংখ্যা

37. স্যান্ডউইচ দ্বীপ এর বর্তমান নাম কি?
– হাওয়াই
– ইন্দোনেশিয়া
– বালি
– মরিসাস

38. ক্লোরিনের যোজ্যতাকক্ষে কটি ইলেকট্রন আছে ?
– 9
– 8
– 7
– 6

39. আতশবাজিতে সবুজ রং উৎপন্ন করতে কোন পদার্থের ক্লোরাইড লবণ ব্যবহার করা হয়?
– বেরিয়াম
– স্ট্রনশিয়াম
– ক্যালসিয়াম
– সোডিয়াম

40. বর্তমানে লোকসভা সদস্য সংখ্যা কত
– 345
– 445
– 245
– 545

41. ওয়েরস্টেড কিসের একক?
– কম্পাঙ্ক
– আধান
– চৌম্বক তীব্রতা
– সান্দ্রতা

42. টাইটানিক সিনেমার পরিচালক কে?
– স্টিভেন স্পিলবার্গ
– জেমস ক্যামেরন
– এদের কেউ নন
– আইজেনস্টাইন

43. 1m = ____ fm ?
– 1010
– 1009
– 1012
– 1015