WB Police SI Exam Special Online Mock Test in Bengali - 1

আগত পরীক্ষা গুলির প্রস্তুতি নিতে অব্যশই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং দৈনিক মক টেস্টে বিনামূল্যে অংশ গ্রহণ করুন WB Police SI Exam Special Online Mock Test in Bengali - 1

1. নিচের কোনটি স্কেলার রাশি নয় ?

দূরত্ব
দ্রুতি
সময়
বেগ

2. ক্যাবিনেট সেক্রেটারী রাজীব গৌবার কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করা হলো ?

১ বছর
২ বছর
৩ বছর
৪ বছর

3. দাক্ষিণাত্য মালভূমি কোন শিলায় গঠিত ?

গ্রানাইট
ব্যাসল্ট
নাইস
কোয়ার্টজাইট

4. পল্লী কবি নামে পরিচিত কে ?

জসীম উদ্দীন
সুকান্ত ভট্টাচার্য
বিজন ভট্টাচার্য
জয় গোস্বামী

5. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ?

ব্রহ্মপুত্র
ইয়াং-সি-কিয়াং
সিন্ধু
আমুর

6. কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায় ?

ভিটামিন এ
ভিটামিন বি
ভিটামিন সি
ভিটামিন ডি

7. নিচের কোন রাশির একক ভোল্ট ?

তড়িৎ আধান
তড়িৎ বিভব
তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য
তড়িৎ প্রবাহমাত্রা

8. পলাশীর যুদ্ধ কাব‍্যগ্ৰন্থটি কার লেখা ?

রাজশেখর বসু
নবীনচন্দ্র সেন
মানিক বন্দ্যোপাধ্যায়
সুকুমার সেন

9. ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত ?

যাদবপুর
পুসা
সিমলা
কানপুর

10. চন্ডীমঙ্গল কাব্যের কয়টি ভাগ ?

২ টি
৩ টি
৪ টি
৬ টি

11. সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্ৰহ কোনটি ?

বুধ
শুক্র
পৃথিবী
মঙ্গল

12. A Death In Shonagachhi শিরোনামে উপন্যাস লিখলেন কে ?

শশিধর জগদীশন
মৃণাল মণ্ডল
অনুরাধা রায়
রিজুলা দাস

13. কোন গ্ৰহকে বামন গ্ৰহ বলা হয় ?

মঙ্গল
বুধ
প্লুটো
শনি

14. কাংড়া বা নগরকোর্ট দুর্গ কে জয় করেছিলেন ?

আকবর
ঔরঙ্গজেব
জাহাঙ্গীর
হুমায়ুন

15. আকবরের আমলে টোডরমল কোন পদে ছিলেন ?

প্রধানমন্ত্রী
মনসবদার
সুবাদার
দেওয়ান

16. টোকিও অলিম্পিকে ভারত মোট কয়টি মেডেল জিতলো ?

৫টি
৬টি
৭টি
৮টি

17. World Line Day পালন করা হয় কবে ?

৫ই আগস্ট
১৫ই আগস্ট
১০ই আগস্ট
১১ই আগস্ট

18. ট্রানজিস্টার তৈরিতে কি ব্যবহার করা হয় ?

সিলিকন
অ্যালুমিনিয়াম
বোরণ
কোনোটিই নয়

19. পঞ্চতন্ত্র কার রচনা ?

কালিদাস
বিষ্ণুশর্মা
ভারবি
হর্ষবর্ধন

20. মানবদেহের সবচেয়ে ব্যস্ততম অঙ্গ হল -

চোখ
হৃদয়
জিহ্বা
কোনোটিই নয়

21. পশ্চিমবঙ্গে মোট কতগুলো মহকুমা আছে ?

১১০টি
১১৭টি
১২৩টি
১২৫টি

22. পি ভি সিন্ধু কোন রাজ্যের বাসিন্দা ?

তেলেঙ্গানা
হরিয়ানা
রাজস্থান
মণিপুর

23. কোনটির অভাবে ডায়াবেটিস রোগ হয় ?

ইনসুলিন
ভিটামিন B12
পেপসিন
সবকটি

24. নিচের কোন পলিস্যাকারাইডটি মানব তন্ত্রে পাচিত হয় না?

সেলুলোজ
অ্যামাইলোপেকটিন
গ্লাইকোজেন
কোনোটিই নয়

25. ভূগোল শব্দটিকে প্রথম কে ব‍্যবহার করেন ?

হামবোল্ট
অ্যারিস্টটল
এরাটোথেনিস
টলেমি