ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা ২০২১ | Attorney General of India

নমস্কার সকলকে, এই পোস্টটিতে কি আছে ? এতে থেকে কি কি জানবেন ? এই পোস্টটি ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা ২০২১ যেখানে তোমরা জানতে পারবে - অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত তথ্য, ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা । এই পোস্টটি পড়লে তোমাদের মধ্যে একটা ধারণা আসবে যে গুলো আগামী দিনের চাকরির পরীক্ষার জন্য অনেক উপযোগী হবে।

ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা ২০২১ | Attorney General of India
ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা ২০২১ – Attorney General of India

অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত তথ্য :

  •  অ্যাটর্নি জেনারেল হলেন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনি আধিকারিক।
  • ভারতীয় সংবিধানের ৭৬ নম্বর আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন।
  • ভারতের অ্যাটর্নি জেনারেল হতে গেলে সুপ্রিম কোর্টের বিচারপতির সমান যোগ্যতা থাকতে হবে
  • তিনি দেশের সমস্ত আদালতে উপস্থিত হতে পারেন এবং সংসদ ও তার কমিটির কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু তাঁর ভোট দেওয়ার অধিকার নেই।
  • ভারতের অ্যাটর্নি জেনারেল বেতনভুক্ত নন, রাষ্ট্রপতি স্থির করা একটি সাম্মানিক দক্ষিণা পান তিনি।
  • অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের বিচারপতির সমতুল দক্ষিণা পান।
  • ভারতে অ্যাটর্নি জেনারেল একটি রাজনৈতিক পদ। তাই সরকার বদল হলে তিনি ইস্তফা দেন এবং নতুন সরকার এই পদে তার দলের কাউকে নিয়োগ করেন।
  • অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করেন দুজন সলিসিটর জেনারেল এবং চারজন অতিরিক্ত সলিসিটর জেনারেল

অ্যাটর্নি জেনারেল কার্যপ্রক্রিয়া :

  • রাষ্ট্রপতি দ্বারা দায়িত্বপ্রাপ্ত সমস্ত আইনি বিষয়ে তিনি পরামর্শ দিয়ে থাকেন।
  • তিনি ভারত সরকার যুক্ত আছে এমন মামলাগুলিতে সুপ্রিমকোর্ট ও বিভিন্ন হাইকোর্টে হাজির হন।
  • আর্টিকেল ১৬৫ অনুসারে প্রত্যেক রাজ্যে আইনি উপদেশ দেওয়ার জন্য একজন করে অ্যাডভোকেট জেনারেল আছেন।

কে কে ভেনুগোপাল

ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা

ক্রম

অ্যাটর্নি জেনারেল

সময়কাল

এম. সি. শীতলবাদ

২৮ জানুয়ারি ১৯৫০ ১ মার্চ ১৯৬৩

সি.কে. দফতরি

২ মার্চ ১৯৬৩ ৩০ অক্টোবর ১৯৬৮

নীরেন দে

১ নভেম্বর ১৯৬৮ ৩১ মার্চ ১৯৭৭

এস.ভি. গুপ্তে

১ এপ্রিল ১৯৭৭ ৮ আগস্ট ১৯৭৯

এল.এন সিনহা

৯ আগস্ট ১৯৭৯ ৮ আগস্ট ১৯৮৩

কে. পরাশরন

৯ আগস্ট ১৯৮৩ ৮ ডিসেম্বর ১৯৮৯

সোলি সোরাবজি

৯ ডিসেম্বর ১৯৮৯ ২ ডিসেম্বর ১৯৯০

জি. রামাস্বামী

৩ ডিসেম্বর ১৯৯০ ২৩ নভেম্বর ১৯৯২

মিলন কে. ব্যানার্জি

২১ নভেম্বর ১৯৯২ ৮ জুলাই ১৯৯৬

১০

অশোক দেশাই

৯ জুলাই ১৯৯৬ ৬ এপ্রিল ১৯৯৮

১১

সোলি সোরাবজি

৭ এপ্রিল ১৯৯৮ ৪ জুন ২০০৪

১২

মিলন কে. ব্যানার্জি

৫ জুন ২০০৪ ৭ জুন ২০০৯

১৩

গুলাম এসাজি বাহনবতী

৮ জুন ২০০৯ ১১ জুন ২০১৪

১৪

মুকুল রোহাতগী

১২ জুন ২০১৪ ৩১ জুন ২০১৭

১৫

কে. কে. ভেনুগোপাল

১ জুলাই ২০১৭ বর্তমান

Note : ভারতের ১৫ তম এবং বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন কে কে ভেনুগোপাল।