ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা ২০২১ | Attorney General of India
নমস্কার সকলকে, এই পোস্টটিতে কি আছে ? এতে থেকে কি কি জানবেন ? এই পোস্টটি ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা ২০২১ যেখানে তোমরা জানতে পারবে - অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত তথ্য, ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা । এই পোস্টটি পড়লে তোমাদের মধ্যে একটা ধারণা আসবে যে গুলো আগামী দিনের চাকরির পরীক্ষার জন্য অনেক উপযোগী হবে।
■ অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত তথ্য :
- অ্যাটর্নি জেনারেল হলেন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনি আধিকারিক।
- ভারতীয় সংবিধানের ৭৬ নম্বর আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন।
- ভারতের অ্যাটর্নি জেনারেল হতে গেলে সুপ্রিম কোর্টের বিচারপতির সমান যোগ্যতা থাকতে হবে
- তিনি দেশের সমস্ত আদালতে উপস্থিত হতে পারেন এবং সংসদ ও তার কমিটির কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু তাঁর ভোট দেওয়ার অধিকার নেই।
- ভারতের অ্যাটর্নি জেনারেল বেতনভুক্ত নন, রাষ্ট্রপতি স্থির করা একটি সাম্মানিক দক্ষিণা পান তিনি।
- অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের বিচারপতির সমতুল দক্ষিণা পান।
- ভারতে অ্যাটর্নি জেনারেল একটি রাজনৈতিক পদ। তাই সরকার বদল হলে তিনি ইস্তফা দেন এবং নতুন সরকার এই পদে তার দলের কাউকে নিয়োগ করেন।
- অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করেন দুজন সলিসিটর জেনারেল এবং চারজন অতিরিক্ত সলিসিটর জেনারেল
■ অ্যাটর্নি জেনারেল কার্যপ্রক্রিয়া :
- রাষ্ট্রপতি দ্বারা দায়িত্বপ্রাপ্ত সমস্ত আইনি বিষয়ে তিনি পরামর্শ দিয়ে থাকেন।
- তিনি ভারত সরকার যুক্ত আছে এমন মামলাগুলিতে সুপ্রিমকোর্ট ও বিভিন্ন হাইকোর্টে হাজির হন।
- আর্টিকেল ১৬৫ অনুসারে প্রত্যেক রাজ্যে আইনি উপদেশ দেওয়ার জন্য একজন করে অ্যাডভোকেট জেনারেল আছেন।
ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা
ক্রম |
অ্যাটর্নি জেনারেল |
সময়কাল |
১ |
এম. সি. শীতলবাদ |
২৮ জানুয়ারি ১৯৫০ – ১ মার্চ ১৯৬৩ |
২ |
সি.কে. দফতরি |
২ মার্চ ১৯৬৩ – ৩০ অক্টোবর ১৯৬৮ |
৩ |
নীরেন দে |
১ নভেম্বর ১৯৬৮ – ৩১ মার্চ ১৯৭৭ |
৪ |
এস.ভি. গুপ্তে |
১ এপ্রিল ১৯৭৭ – ৮ আগস্ট ১৯৭৯ |
৫ |
এল.এন সিনহা |
৯ আগস্ট ১৯৭৯ – ৮ আগস্ট ১৯৮৩ |
৬ |
কে. পরাশরন |
৯ আগস্ট ১৯৮৩ – ৮ ডিসেম্বর ১৯৮৯ |
৭ |
সোলি সোরাবজি |
৯ ডিসেম্বর ১৯৮৯ – ২ ডিসেম্বর ১৯৯০ |
৮ |
জি. রামাস্বামী |
৩ ডিসেম্বর ১৯৯০ – ২৩ নভেম্বর ১৯৯২ |
৯ |
মিলন কে. ব্যানার্জি |
২১ নভেম্বর ১৯৯২ – ৮ জুলাই ১৯৯৬ |
১০ |
অশোক দেশাই |
৯ জুলাই ১৯৯৬ – ৬ এপ্রিল ১৯৯৮ |
১১ |
সোলি সোরাবজি |
৭ এপ্রিল ১৯৯৮ – ৪ জুন ২০০৪ |
১২ |
মিলন কে. ব্যানার্জি |
৫ জুন ২০০৪ – ৭ জুন ২০০৯ |
১৩ |
গুলাম এসাজি বাহনবতী |
৮ জুন ২০০৯ – ১১ জুন ২০১৪ |
১৪ |
মুকুল রোহাতগী |
১২ জুন ২০১৪ – ৩১ জুন ২০১৭ |
১৫ |
কে. কে. ভেনুগোপাল |
১ জুলাই ২০১৭ – বর্তমান |
Note : ভারতের ১৫ তম এবং বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন কে কে ভেনুগোপাল।