WBPSC Food SI Practice Set Part - 1| ফুড এস আই প্র্যাক্টিস সেট - ১

WBPSC Food SI Practice Set Part - 1| ফুড এস আই প্র্যাক্টিস সেট - ১

WBPSC Food SI Practice Set Part - 1| ফুড এস আই প্র্যাক্টিস সেট - ১

WBPSC Food SI Practice Set - 1


1. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকে ? [AskMore.In]

Ⓐ 32 নং ধারা

Ⓑ 226 নং ধারা

Ⓒ 370 নং ধারা

Ⓓ 375 নং ধারা


2. চেতক ঘোড়াটি নিম্নের কোন ব্যক্তির সাথে যুক্ত ?

[AskMore.In]

Ⓐ গৌতম বুদ্ধ

Ⓑ নেপোলিয়ান

Ⓒ রানা প্রতাপ

Ⓓ আলেকজান্ডার


3. ভারতের মেকিয়াভেলি নামে কে পরিচিত ?

[AskMore.In]

Ⓐ বরাহমিহির

Ⓑ জয়দেব

Ⓒ কৌটিল্য

Ⓓ আমীর খসরু


4. আলিনগরের সন্ধি কোন সালে সম্পন্ন হয় ?

[AskMore.In]

Ⓐ 1756

Ⓑ 1758

Ⓒ 1757

Ⓓ 1763


5. স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন ?

[AskMore.In]

Ⓐ লাল বাহাদুর শাস্ত্রী

Ⓑ জন মাথাই

Ⓒ জওহরলাল নেহরু

Ⓓ শানমুযম শেট্টি


6. পিচোলা হ্রদ কোথায় আছে ?

[AskMore.In]

Ⓐ জয়পুর

Ⓑ উদয়পুর

Ⓒ যোধপুর

Ⓓ বিকানের


7. তামার মুদ্রা জিতল এর প্রচলন কে করেন ?

[AskMore.In]

Ⓐ কুতুবউদ্দিন আইবক

Ⓑ ইলতুৎমিস

Ⓒ সুলতানা রাজিয়া

Ⓓ গিয়াসউদ্দিন বলবন


8. রেশমি ঝড় টি কোন সালে ভারত এবং বাংলাদেশে আঘাত হানে ?

[AskMore.In]

Ⓐ 2007 সালে

Ⓑ 2008 সালে

Ⓒ 2009 সালে

Ⓓ 2010 সালে


9. পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলা কে ?

[AskMore.In]

Ⓐ বাঁকুড়া

Ⓑ পুরুলিয়া

Ⓒ মুর্শিদাবাদ

Ⓓ বর্ধমান


10. বাবরের আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায় ? [AskMore.In]

Ⓐ কৃষ্ণদেব রায়

Ⓑ রামেশ্বর

Ⓒ নরসিংহ

Ⓓ বীরসিংহ


11. "P15" শৃঙ্গ কি নামে পরিচিত ?

[AskMore.In]

Ⓐ কারাকোরাম

Ⓑ নীলগিরি

Ⓒ কাঞ্চনজঙ্ঘা

Ⓓ মাউন্ট এভারেস্ট


12. গাড়ির পাশের আয়না কি প্রকারের ?

Ⓐ উত্তল

Ⓑ অবতল

Ⓒ সমতল

Ⓓ অসমতল


13. মাম্পস হয় নিম্নের কোন গ্রন্থিতে ?

[AskMore.In]

Ⓐ প্যারোটিড গ্রন্থি

Ⓑ সাবম্যান্ডিবুলার গ্রন্থি

Ⓒ সাবলিঙ্গুয়াল গ্রন্থি

Ⓓ সাবম্যম্যাক্সিলারি গ্রন্থি


14. বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয় ?

[AskMore.In]

Ⓐ বোম্বে

Ⓑ লাহোর

Ⓒ দিল্লী

Ⓓ কলকাতা


15. নিম্নের কে এন্টিসেপটিক আবিষ্কার করেন ?

[AskMore.In]

Ⓐ জোসেফ লিস্টার

Ⓑ লুইস পাস্তুর

Ⓒ রবার্ট কোচ

Ⓓ উপরের কেউ নয়


16. টেফলনের রাসায়নিক নাম কি ?

[AskMore.In]

Ⓐ পলিটেট্রাফ্লুরো ইথিলিন

Ⓑ পলিভিনাইল ক্লোরাইড

Ⓒ পলিভিনাইল ফ্লুরাইড

Ⓓ ডাইক্লোরোডাইফ্লুরো মিথেন


17. গ্লুকোমা রোগটি কোন অঙ্গের সাথে সম্পর্কিত ?

[AskMore.In]

Ⓐ নার্ভাস সিস্টেম

Ⓑ চোখ

Ⓒ পাকস্থলী

Ⓓ কিডনি


18. নিম্নের কোনটি ভারতের সর্বোচ্চ বাঁধ ?

[AskMore.In]

Ⓐ তেহরি বাঁধ

Ⓑ হিরাকুন্দ বাঁধ

Ⓒ ফারাক্কা বাঁধ

Ⓓ পং বাঁধ


19. কোন শহরে মিনাক্ষী সুন্দরেশ্বর মন্দির অবস্থিত ?

[AskMore.In]

Ⓐ রামেশ্বরম

Ⓑ মুসৌরি

Ⓒ মাদুরাই

Ⓓ কোয়েম্বাটুর


20. মৌলবী জিয়াউদ্দিন - ছদ্মনাম ছিল কোন বিপ্লবীর ?

[AskMore.In]

Ⓐ সুভাষচন্দ্র বসু

Ⓑ রাসবিহারী বসু

Ⓒ ঋষি অরবিন্দ

Ⓓ চিত্তরঞ্জন দাস


❑ Tags::  WBPSC Food SI Book PDF Download, Wbpsc food si practice set pdf download,Food SI Practice Set Book, Exam bangla food si practice set, Food si practice set 2023 pdf, Food SI Practice Set 1, 



 Note :: পিডিএফ ফাইলে উত্তর পত্র দেওয়া রয়েছে।

" পিডিএফ ফাইল টি নিচে দেওয়া হল "

File Details:
❑ PDF Name : WBPSC Food SI Practice Set Part - 1| ফুড এস আই প্র্যাক্টিস সেট - ১
❑ Subject : WB Exam Practice Set
❑ Size : 80kb
❑ No. of Pages : 5
❑ Download Link : Click Here To Download