২৫০+ বাংলায় চলিত বাগধারা ও অর্থ তালিকা | Bangla Bagdhara PDF Download

নমস্কার সকলকে, আজকের পোস্টটি খুব মজাদার । এই রকম সচরাচর দেখা যায় না। এই পোস্টটির উপযোগিতা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্যই না সকল রকম জ্ঞান বৃদ্ধি তে খুবই উপযোগী। আজকের এই পোষ্ট টি পড়লে বুঝতে পারবেন বেশিরভাগ বাঙালিরাই এই ধরনের কিছু কিছু বাগধারা বলে থাকেন যদি আপনি এরকম শব্দ ব্যবহার করতে চান তাহলে পোস্ট ও পি ডি এফ টি ভালো করে পড়তে পারেন।

২৫০+ বাংলায় চলিত বাগধারা ও অর্থ তালিকা |  Bangla Bagdhara PDF Download
২৫০+ বাংলায় চলিত বাগধারা ও অর্থ তালিকা | AskMore.In

নং

বাগধারা

অর্থ

1

অ আ ক খ

সাধারণ জ্ঞান

2

অকাল কুষ্মাণ্ড

অপদার্থ, অকেজো

3

অকূল পাথার

ভীষণ বিপদ

4

অক্কা পাওয়া

মারা যাওয়া

5

অগস্ত্য যাত্রা

চির দিনের জন্য প্রস্থান, শেষ বিদায়

6

অগাধ জলের মাছ

সুচতুর ব্যক্তি

7

অচল পয়সা

অকেজো হয়ে পড়া, মূল্যহীন

8

অর্ধচন্দ্র

গলা ধাক্কা

9

অন্ধের যষ্ঠি

একমাত্র অবলম্বন

10

অন্ধের নড়ি

একমাত্র অবলম্বন

11

অন্ধি-সন্ধি

গোপন তথ্য

12

অগ্নিশর্মা

নিরতিশয় ক্রুদ্ধ

13

অগ্নিপরীক্ষা

কঠিন পরীক্ষা

14

অগ্নিশর্মা

ক্ষিপ্ত

15

অন্তরটিপুনি

অলক্ষে অন্যের হৃদয়ে আঘাত দেয়া

16

অগাধ জলের মাছ

খুব চালাক

17

অতি চালাকের গলায় দড়ি

বেশি চাতুর্যর পরিণাম

18

অতি লোভে তাঁতি নষ্ট

লোভে ক্ষতি

19

অদৃষ্টের পরিহাস

ভাগ্যের বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতা

20

অর্ধচন্দ্র দেওয়া

গলা ধাক্কা দিয়ে দেয়া

21

অষ্টরম্ভা

ফাঁকি

22

অথৈ জলে পড়া

ভীষণ বিপদে পড়া

23

অন্ধকারে ঢিল মারা

আন্দাজে কাজ করা

24

অমৃতে অরুচি

দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা

25

অনুরোধে ঢেঁকি গেলা

অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া

26

অল্পবিদ্যা ভয়ংকরী

সামান্য বিদ্যার অহংকার

27

অনধিকার চর্চা

সীমার বাইরে পদক্ষেপ

28

অরণ্যে রোদন

নিষ্ফল আবেদন

29

অহিনকুল সম্বন্ধ

ভীষণ শত্রুতা, ভীষণ বৈরীভাব

30

অন্ধকার দেখা

দিশেহারা হয়ে পড়া

31

অমাবস্যার চাঁদ

অদর্শনীয় বস্তু, দুর্লভ বস্তু

32

আকাশ কুসুম

অসম্ভব কল্পনা

33

আকাশ পাতাল

প্রভেদ, প্রচুর ব্যবধান

34

আকাশ থেকে পড়া

অপ্রত্যাশিত

35

আকাশ ভেঙে পড়া

ভীষণ বিপদে পড়া

36

আকাশের চাঁদ

আকাঙ্ক্ষিত বস্তু

37

আকাশে তোলা

অতিরিক্ত প্রশংসা করা

38

আকাশের চাঁদ হাতে পাওয়া

দুর্লভ বস্তু প্রাপ্তি

39

আকাট মূর্খ

জ্ঞানহীন

40

আক্কেল সেলামি

নির্বুদ্ধিতার দণ্ড

41

আক্কেল গুড়ুম

হতবুদ্ধি, স্তম্ভিত

42

আক্কেল দাঁত

বুদ্ধির পরিপক্বতা

43

আখের গোছানো

স্বার্থ হাসিল করা

44

আগুন নিয়ে খেলা

বিপদের ঝুঁকি নিয়ে কাজ করা

45

আগুনে ঘি ঢালা

রাগ বাড়ানো

46

আঙুল ফুলে কলাগাছ

অপ্রত্যাশিত ধনলাভ, হঠাৎ বড়লোক

47

আঠার আনা

সমূহ সম্ভাবনা

48

আদায় কাঁচকলায়

তিক্ত সম্পর্ক, শত্রুতা

49

আহ্লাদে আটখানা

খুব খুশি

50

আঙুল ফুলে কলাগাছ

হঠাৎ বড়লোক

51

আদা জল খেয়ে লাগা

উঠে পরে লাগা, প্রাণপণ চেষ্টা করা

52

আধাঁর ঘরের মানিক

অতি প্রিয় বস্তু

53

আঁতে ঘা

মনকষ্ট

54

আমড়া কাঠের ঢেঁকি

অপদার্থ

55

আমতা আমতা করা

ইতস্তত করা, দ্বিধা করা

56

আটকপালে

হতভাগ্য

57

আঠার মাসের বছর

দীর্ঘসূত্রিতা

58

আলালের ঘরের দুলাল

অতি আদরে নষ্ট পুত্র

59

আষাঢ়ে গল্প

আজগুবি কেচ্ছা, আজগুবি গল্প

60

আপন পায়ে কুড়াল মারা

নিজের অনিষ্ট করা

61

ইতর বিশেষ

পার্থক্য

62

ইঁদুর কপালে

নিতান্ত মন্দভাগ্য

63

ইঁচড়ে পাকা

অকালপক্ব

64

ইলশে গুঁড়ি

গুড়ি গুড়ি বৃষ্টি

65

উত্তম মধ্যম

প্রহার

66

উড়নচন্ডী

অমিতব্যয়ী

67

উভয় সংকট

দুই দিকেই বিপদ

68

উলু বনে মুক্ত ছড়ানো

অপাত্রে/অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান

69

উড়ো চিঠি

বেনামি পত্র

70

উড়ে এসে জুড়ে বসা

অনধিকারীর অধিকার

71

উজানে কৈ

সহজলভ্য

72

উঠতে বসতে

সব সময়

73

উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে

একের দোষ অন্যের ঘাড়ে চাপানো

74

ঊনপাঁজুড়ে

হতভাগ্য/ দুর্বল

75

ঊনপঞ্চাশ বায়ু

পাগলামি

76

এক ক্ষুরে মাথা মুড়ানো

একই স্বভাবের, একই দলভুক্ত

77

এক চোখা

পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট

78

এক মাঘে শীত যায় না

বিপদ একবারই আসে না, বার বার আসে

79

এক নজরে

অতি অল্প সময়ের জন্য

80

একাদশে বৃহস্পতি

সৌভাগ্যের বিষয়

81

এক বনে দুই বাঘ

প্রবল প্রতিদ্বন্দ্বী

82

এক ঢিলে দুই পাখি মারা

এক সাথে দুই কাজ সমাধা করা

83

এক কথার মানুষ

যার কথায় নড়চড় হয় না

84

একাই একশ

অসাধারণ কর্মকুশল

85

এলাহি কাণ্ড

বিরাট আয়োজন

86

এলোপাতাড়ি

বিশৃঙ্খলা

87

এসপার ওসপার

মীমাংসা

88

ওজন বুঝে চলা

অবস্থা বুঝে চলা/ আত্মসম্মান রক্ষা করা

89

ওষুধ পড়া

প্রভাপ পড়া

90

ওষুধে ধরা

প্রার্থিত ফল পাওয়া

91

কচুকাটা করা

নির্মমভাবে ধ্বংস করা

92

কচু পোড়া

অখাদ্য

93

কচ্ছপের কামড়

যা সহজে ছাড়ে না

94

কলম পেষা

কেরানিগিরি

95

কলুর বলদ

এক টানা খাটুনি

96

কথার কথা

গুরুত্বহীন কথা

97

কাঁঠালের আমসত্ত্ব

অসম্ভব বস্তু

98

কাকতাল

আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা

99

কপাল ফেরা

সৌভাগ্য লাভ

100

কত ধানে কত চাল

হিসেব করে চলা

101

কড়ায় গণ্ডায়

পুরোপুরি

102

কান খাড়া করা

মনোযোগী হওয়া

103

কানকাটা

নির্লজ্জ

104

কান ভাঙানো

কুপরামর্শ দান

105

কান ভারি করা

কুপরামর্শ দান

106

কাপুড়ে বাবু

বাহ্যিক সাজ

107

কেউ কেটা

গণ্যমান্য

108

কেঁচো গণ্ডুষ

পুনরায় আরম্ভ

109

কেঁচো খুড়তে সাপ

বিপদজনক পরিস্থিতি

110

কই মাছের প্রাণ

যা সহজে মরে না

111

কুঁড়ের বাদশা

খুব অলস

112

কাক ভূষণ্ডী

দীর্ঘজীবী

113

কেতা দুরস্ত

পরিপাটি

114

কাছা আলগা

অসাবধান

115

কাঁচা পয়সা

নগদ উপার্জন

116

কূপমণ্ডুক

সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো

117

কেতা দুরস্ত

পরিপাটি

118

কাঠের পুতুল

নির্জীব, অসার

119

কথায় চিঁড়ে ভেজা

ফাঁকা বুলিতে কার্যসাধন

120

কান পাতলা

সহজেই বিশ্বাসপ্রবণ

121

কাছা ঢিলা

অসাবধান

122

কুল কাঠের আগুন

তীব্র জ্বালা

123

কেঁচো খুড়তে সাপ

সামান্য থেকে অসামান্য পরিস্থিতি

124

কেউ কেটা

সামান্য

125

কেঁচো গণ্ডুষ

পুনরায় আরম্ভ

126

কৈ মাছের প্রাণ

যা সহজে মরে না

127

খয়ের খাঁ

চাটুকার

128

খণ্ড প্রলয়

ভীষণ ব্যাপার

129

খাল কেটে কুমির আনা

বিপদ ডেকে আনা

130

গড্ডলিকা প্রবাহ

অন্ধ অনুকরণ

131

গদাই লস্করি চাল

অতি ধীর গতি, আলসেমি

132

গণেশ উল্টানো

উঠে যাওয়া, ফেল মারা

133

গলগ্রহ

পরের বোঝা স্বরূপ থাকা

134

গরজ বড় বালাই

প্রয়োজনে গুরুত্ব

135

গরমা গরম

টাটকা

136

গরিবের ঘোড়া রোগ

অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা

137

গুর খোঁজা

তন্ন তন্ন করে খোঁজা

138

গুরু মেরে জুতা দান

বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ

139

গাছে কাঁঠাল গোঁফে তেল

প্রাপ্তির আগেই আয়োজন

140

গা ঢাকা দেওয়া

আত্মগোপন

141

গায়ে কাঁটা দেওয়া

রোমাঞ্চিত হওয়া

142

গাছে তুলে মই কাড়া

সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা

143

গায়ে ফুঁ দিয়ে বেড়ানো

কোনো দায়িত্ব গ্রহণ না করা

144

গুরু মারা বিদ্যা

যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ

145

গোকুলের ষাঁড়

স্বেচ্ছাচারী লোক

146

গোঁয়ার গোবিন্দ

নির্বোধ অথচ হঠকারী

147

গোল্লায় যাওয়া

নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া

148

গোবর গণেশ

মূর্খ

149

গোলক ধাঁধা

দিশেহারা

150

গোঁফ খেজুরে

নিতান্ত অলস

151

গোড়ায় গলদ

শুরুতে ভুল

152

গৌরচন্দ্রিকা

ভূমিকা

153

গৌরীসেনের টাকা

বেহিসাবী অর্থ

154

গুড়ে বালি

আশায় নৈরাশ্য

155

ঘর ভাঙানো

সংসার বিনষ্ট করা

156

ঘাটের মরা

অতি বৃদ্ধ

157

ঘোড়া রোগ

সাধ্যের অতিরিক্ত সাধ

158

ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া

মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা

159

ঘোড়ার ঘাস কাটা

অকাজে সময় নষ্ট করা

160

ঘোড়ার ডিম

অবাস্তব

161

ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো

নিজ খরচে পরের বেগার খাটা

162

ঘাটের মড়া

অতি বৃদ্ধ

163

ঘটিরাম

আনাড়ি হাকিম

164

চক্ষুদান করা

চুরি করা

165

চক্ষুলজ্জা

সংকোচ

166

চর্বিত চর্বণ

পুনরাবৃত্তি

167

চাঁদের হাট

আনন্দের প্রাচুর্য

168

চিনির বলদ

ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়

169

চোখের বালি

চক্ষুশূল

170

চোখের পর্দা

লজ্জা

171

চোখ কপালে তোলা

বিস্মিত হওয়া

172

চোখ টাটানো

ঈর্ষা করা

173

চোখে ধুলো দেওয়া

প্রতারণা করা

174

চোখের চামড়া

লজ্জা

175

চুনকালি দেওয়া

কলঙ্ক

176

চশমখোর

চক্ষুলজ্জাহীন

177

চোখের মণি

প্রিয়

178

চামচিকের লাথি

নগণ্য ব্যক্তির কটূক্তি

179

চিনির পুতুল

শ্রমকাতর

180

চুঁনোপুটি

নগণ্য

181

চুলোয় যাওয়া

ধ্বংস

182

চিনে/ছিনে জোঁক

নাছোড়বান্দা

183

ছ কড়া ন কড়া

সস্তা দর

184

ছা পোষা

অত্যন্ত গরিব

185

ছাই ফেলতে ভাঙা কুলা

সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি

186

ছেলের হাতের মোয়া

সামান্য বস্তু

187

ছুঁচো মেরে হাত গন্ধ করা

নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন

188

ছক্কা পাঞ্জা

বড় বড় কথা বলা

189

ছিঁচ কাদুনে

অল্পই কাঁদে এমন

190

ছিনিমিনি খেলা

নষ্ট করা

191

ছেলের হাতের মোয়া

সহজলভ্য বস্তু

192

জগাখিচুড়ি পাকানো

গোলমাল বাধানো

193

জিলাপির প্যাঁচ

কুটিলতা

194

জলে কুমির ডাঙায় বাঘ

উভয় সঙ্কট

195

ঝড়ো কাক

বিপর্যস্ত

196

ঝাঁকের কৈ

এক দলভুক্ত

197

ঝিকে মেরে বউকে বোঝানো

একজনের মাধ্যমে দিয়ে অন্যজনকে শিক্ষাদান

198

ঝোপ বুঝে কোপ মারা

সুযোগ মত কাজ করা

199

টনক নড়া

চৈতন্যোদয় হওয়া

200

টাকার কুমির

ধনী ব্যক্তি

201

টেকে গোঁজা

আত্মসাৎ করা

202

টুপভুজঙ্গ

নেশায় বিভোর

203

ঠাঁট বজায় রাখা

অভাব চাপা রাখা

204

ঠোঁট কাটা

বেহায়া

205

ঠগ বাছতে গাঁ উজাড়

আদর্শহীনতার প্রাচুর্য

206

ঠুঁটো জগন্নাথ

অকর্মণ্য

207

ঠেলার নাম বাবাজি

চাপে পড়ে কাবু

208

ডুমুরের ফুল

দুর্লভ বস্তু

209

ডাকের সুন্দরী

খুবই সুন্দরী

210

ডুমুরের ফুল

দুর্লভ বস্তু

211

ডান হাতের ব্যাপার

খাওয়া

212

ডামাডোল

গণ্ডগোল

213

ঢাক ঢাক গুড় গুড়

গোপন রাখার চেষ্টা

214

ঢাকের কাঠি

মোসাহেব, চাটুকার

215

ঢাকের বাঁয়া

অপ্রয়োজনীয়

216

ঢেঁকির কচকচি

বিরক্তিকর কথা

217

ঢি ঢি পড়া

কলঙ্ক প্রচার হওয়া

218

ঢিমে তেতালা

মন্থর

219

তালকানা

বেতাল হওয়া

220

তাসের ঘর

ক্ষণস্থায়ী

221

তামার বিষ

অর্থের কু প্রভাব

222

তালপাতার সেপাই

ক্ষীণজীবী

223

তিলকে তাল করা

বাড়িয়ে বলা

224

তুলসী বনের বাঘ

ভণ্ড

225

তুলা ধুনা করা

দুর্দশাগ্রস্ত করা

226

তুষের আগুন

দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা

227

তীর্থের কাক

প্রতীক্ষারত

228

থ বনে যাওয়া

স্তম্ভিত হওয়া

229

থরহরি কম্প

ভীতির আতিশয্যে কাঁপা

230

দা-কুমড়া

ভীষণ শত্রুতা

231

দহরম মহরম

ঘনিষ্ঠ সম্পর্ক

232

দু মুখো সাপ

দু জনকে দু রকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী

233

দিনকে রাত করা

সত্যকে মিথ্যা করা

234

দুধে ভাতে থাকা

খেয়ে-পড়ে সুখে থাকা

235

দেঁতো হাসি

কৃত্তিম হাসি

236

দাদ নেওয়া

প্রতিশোধ নেয়া

237

দুকান কাটা

বেহায়া

238

দুধের মাছি

সু সময়ের বন্ধু

239

ধরাকে সরা জ্ঞান করা

সকলকে তুচ্ছ ভাবা

240

ধড়া-চূড়া

সাজপোশাক

241

ধরাকে সরা জ্ঞান করা

অহঙ্কারে সবকিছু তুচ্ছ মনে করা

242

ধর্মের ষাঁড়

যথেচ্ছাচারী

243

ধর্মের কল বাতাসে নড়ে

সত্য গোপন থাকে না

244

ধরি মাছ না ছুঁই পানি

কৌশলে কার্যাদ্ধার

245

ননীর পুতুল

শ্রমবিমুখ

246

নয় ছয়

অপচয়

247

নাটের গুরু

মূল নায়ক

248

নাড়ি নক্ষত্র

সব তথ্য

249

নিমক হারাম

অকৃতজ্ঞ

250

নিমরাজি

প্রায় রাজি

251

নামকাটা সেপাই

কর্মচ্যূত ব্যক্তি

252

নথ নাড়া

গর্ব করা

253

নেই আঁকড়া

একগুঁয়ে

254

নগদ নারায়ণ

কাঁচা টাকা/নগদ অর্থ

255

নেপোয় মারে দই

ধূর্ত লোকের ফল প্রাপ্তি

File Download ::

File Name: ২৫০+ বাংলায় চলিত বাগধারা ও অর্থ তালিকা
Subject: বাংলার ও সাহিত্য
File Type: PDF
No. of Pages: 10
Size: 775 KB
Download Link: 
[Click Here To Download]