WBCS 2022 Online Mocktest In Bengali EP – 3

নমস্কার সকলকে, WBCS 2022 Online Mocktest In Bengali EP – 3 এই মক টেস্ট টি শুধু মাত্র wbcs এর জন্য বাছাই করা প্রশ্ন দেওয়া হয়েছে । তোমরা যারা wbcs এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই মক টেস্ট। সুতরাং দেরি না করে তোমরা এই মক টেস্ট টি দিয়ে কমেন্টে জানিও কত স্কোর করলে ১৫ টা প্রশ্ন মধ্যে।

1. ভারতের প্রথম মহিলা প্রতিবন্ধী এভারেস্ট বিজয়ী কে ?

বাচেন্দ্রী পাল
সুষমা চাওয়াল
অরুনিমা সিনহা
সোনালী ব্যানার্জি

2. গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত –

ইংল্যান্ড
ভারত
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড

3. কোন প্রাণীর তিনটি হৃদপিণ্ড রয়েছে –

অক্টোপাস
তিমি
হাঙ্গর বানর
প্রাকৃত

4. ভারতের একটি পূর্ববর্তী নদীর নাম কী ?

গােদাবরী নদী
গঙ্গা নদী
কৃষ্ণা নদী
মহানদী

5. ঋকবেদ কোন ভাষায় রচিত হয়েছিল –

পালি
অবহট্ট
সংস্কৃত
প্রাকৃত

6. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়

১৯৭৫
১৯৫৫
১৯৩৫
১৯৬৮

7. শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত –

কৃষ্ণ
কাবেরী
গোদাবরী
মহানদী

8. চিপস প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়

হাইড্রোজেন
অক্সিজেন
হিলিয়াম
নাইট্রোজেন

9. সূর্যের চারদিকে বুধের একবার পরিক্রমণ করতে কত সময় লাগে –

৮৮ দিন
১৫৬ দিন
৩৭৫ দিন
২২৪ দিন

10. সীমান্ত গান্ধী কাকে বলা হয় –

মার্টিন লুথার কিং
মহাত্মা গান্ধী
নেলসন ম্যান্ডেলা
খান আবদুল গফফর খান

11. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে

মেদিনীপুর
বাঁকুড়া
বীরভূম
পুরুলিয়া

12. ভারত ভারতীয়দের জন্য উক্তিটি কার

ভগৎ সিং
স্বামী দয়ানন্দ সরস্বতী
রঞ্জিত সিং
মহাত্মা গান্ধী

13. ভাতে কোন উপাদান অধিকমাত্রায় রয়েছে

কার্বোহাইড্রেট
ফ্যাট
ভিটামিন
প্রোটিন

14. দ্বিতীয় অশোক নামে কে পরিচিত

চন্দ্রগুপ্ত
কনিষ্ক
বিন্দুসার
অজাতশত্রু

15. অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন

এডিসন
বয়েল
স্টিফেনসন
আলেকজান্ডার ফ্লেমিং

16. মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোথায় থাকে

মাথায়
হাতে
কানে
নাকে

17. ডিনামাইট কে আবিষ্কার করেন

জন ওয়াকার
আলফ্রেড নোবেল
জন হ্যারিসন
মাইকেল ফ্যারাডে

18. কোন ভিটামিনের অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ হয়

ভিটামিন বি
ভিটামিন এ
ভিটামিন সি
ভিটামিন ডি

19. আলেয়া কোন গ্যাসের জন্য হয়?

মিথেন
অ্যামোনিয়া
হাইড্রোজেন
হিলিয়াম

20. মানব ত্বকের রং কালো হয় কোন উপাদান অধিক থাকায় অ্যাসিড

রেটিনোল
নিয়াসিনামাইড
মেলানিন
অ্যাসিটিক