১২০০০ শূন্যপদ পূরণে বড় সিদ্ধান্ত সরকারের | ১টিই লিখিত পরীক্ষা হবে পুলিশে

১২০০০ শূন্যপদ পূরণে বড় সিদ্ধান্ত সরকারের | ১টিই লিখিত পরীক্ষা হবে পুলিশে

১২০০০ শূন্যপদ পূরণে বড় সিদ্ধান্ত সরকারের | ১টিই লিখিত পরীক্ষা হবে পুলিশে
১২০০০ শূন্যপদ পূরণে বড় সিদ্ধান্ত সরকারের | ১টিই লিখিত পরীক্ষা হবে পুলিশে

বিভিন্ন সংবামাধ্যমে থেকে পাওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ এর দুটি পরীক্ষা দেওয়ার পরিবর্তে, যারা রাজ্য পুলিশ কনস্টেবল হতে চান তারা এখন মাত্র একটি পরীক্ষা দিতে পারবেন। এই একটি পরীক্ষার মাধ্যমে 12,000 কনস্টেবল নিয়োগের পরিকল্পনা করছে সরকার। খুব শীঘ্রই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত ঘোষণা করবে।

আপাতত পশ্চিমবঙ্গে পুলিশে নিয়োগ করা হত ৪টি ধাপে। ২টি লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতার পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে চাকরী পেতেন প্রার্থীরা। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হত। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে নেওয়া হয় শারীরিক দক্ষতার পরীক্ষা অর্থাৎ ১৬০০ মিটার দৌড় হত সময় থাকতো ৬:৩০ মিনিট। তারপর ফের একটি চূড়ান্ত/Main লিখিত পরীক্ষা নেওয়া হত। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে ডাক আসে ইন্টারভিউয় এর জন্য।

পশ্চিমবঙ্গে মহিলা কনস্টেবল নিয়োগের জন্যেও এই ৪টি ধাপে পরীক্ষা নেওয়া হয়। তবে একটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, শুধুমাত্র কনস্টেবল নিয়োগে শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। দুটির বদলে হঠাৎ করে একটি পরীক্ষার মাধ্যমে সরকার নিয়োগ কেন করতে চাইছে কনস্টেবল পদে ? বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সরকার চাইছে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে, ও ফালতু খরচ এর ফলে বাঁচবে অনেকটা সময়। তাই সরকারের পরিকল্পনা একটি পরীক্ষা নেওয়া হবে দুটি পরীক্ষার বদলে । 

বর্তমানে মহিলা কনস্টেবল পদে নিয়োগ করা হয়েছিল তার মূল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ১১ এপ্রিল। ১০ই সেপ্টেম্বর নেওয়া হয়েছিল প্রাথমিক লিখিত পরীক্ষা। এরপর নেওয়া হয় শারীরিক দক্ষতার পরীক্ষা। চূড়ান্ত লিখিত পরীক্ষা আয়োজিত হবে আগামী ২১শে জানুয়ারি। তারপর রয়েছে ইন্টারভিউ। এছাড়াও প্রশিক্ষণ পর্ব চলতে সময় লাগে বেশ কিছুদিন। সবমিলিয়ে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।

এছাড়াও রাজ্য সরকার রাজ্যে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে আরও একটি পরিবর্তন আনার কথা ভাবনা চিন্তা করছে। সরকারের পরিকল্পনা ১২০০০ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একটি রিজার্ভ তালিকা তৈরি করা হবে। যদি শেষ মুহূর্তে ট্রেনিং এ কোনও প্রার্থী যোগদান না করেন, তাহলে সেই রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে।

❑ Official Website :: Click Here To View