Railway Group D Mock Test Bengali Part - 3

Railway Group D Mock Test বাংলায় দিতে আমাদের ওয়েবসাইটকে প্রতিনিয়ত follow করুন।

1. পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়?

কঠিন
তরল
বায়বীয়
প্লাজমা

2. ভারতীয় সংবিধানের ব্যাখ্যা কর্তা কে?

প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
সুপ্রিমকোর্ট
স্পিকার

3. উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর পর্যন্ত?

4. সম্প্রতি কোথায় আপেল উৎসবের সূচনা করলো কেন্দ্রীয় কৃষি মন্ত্রক ?

জম্মু-কাশ্মীর
হিমাচল প্রদেশ
মণিপুর
আসাম

5. অব্যক্ত গ্রন্থটির রচয়িতা -

প্রফুল্লচন্দ্র রায়
সৈয়দ মুজতবা আলী
সত্যেন্দ্রনাথ বসু
জগদীশচন্দ্র বসু

6. কোন শহরকে দক্ষিণের কাশি বলা হয়?

শিলিগুড়ি
দুর্গাপুর
কেরালা
মাদুরাই

7. আয়োডিনের অভাবে কি রোগ হয়?

রিকেট
রাতকানা
বেরিবেরি
গলগন্ড

8. পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায় ?

ছত্রাক
শ্যাওলা
খামির
লাইকেন

9. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কাজুবাদাম রপ্তানি করে?

কেরল
উত্তর প্রদেশ
তেলেঙ্গানা
গুজরাট

10. ডুয়ার্স শব্দের অর্থ কি?

বাইরে
উচুঁ অংশ
বিস্তর মাঠ
দরজা

11. অপরাজিতা দেবী করা ছদ্মনাম?

চারুচন্দ্র চক্রবর্তী
রাধারানী দেবী
গৌরকিশোর ঘোষ
সুনীল গঙ্গোপাধ্যায়

12. দুটি সংখ্যার অনুপাত 4:5, এবং তাদের গ.সা.গু. 5 সংখ্যা দুটির সমষ্টি কত ?

45
36
65
27

13. প্রতিবছর কবে World Hearing Day হিসেবে পালন করা হয়?

১ লা জুলাই
২ রা মার্চ
৩ রা মার্চ
৪ ঠা মার্চ

14. L কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে ?

35
28
8
12

15. আরবসাগরের রাণী নামে পরিচিত -

কোচি
কলকাতা
কহিমা
চণ্ডীগড়

16. World Vegan Day পালন করা হয় কোন তারিখে ?

1 ডিসেম্বর
1 অক্টোবর
1 নভেম্বর
1 সেপ্টেম্বর

17. গীত রহস্য গ্ৰন্থটি কার রচিত?

হুমায়ূন
বাল গঙ্গাধর তিলক
শাজাহান
পাণিনি

18. অরুন জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

নিউ দিল্লী
চেন্নাইয়ে
ব্যাঙ্গালুরু
কলকাতা

19. নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়?

সুরকোটাডা
লোথাল
ধোলাভিরা
বানওয়ালি

20. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় ?

২১ শে জানুয়ারী
২১ শে ফেব্রুয়ারি
২১ শে মার্চ
২১ শে এপ্রিল