রক্ত ও সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর | Blood and Circulatory System - Questions and Answers

রক্ত ও সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর রক্ত ও সংবহনতন্ত্র ৫০টি প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো । দেখে নাও : জীবনবিজ্ঞান অধ্যায় : কোষ ও কোষের গঠন – প্রশ্ন ও উত্তর 1. কোন প্রাণীটির দেহে ভেনাস হৃদপিন্ড উপস্থিত? – টিকটিকি – পায়রা – হাঙ্গর – সোনাব্যাঙ 2. ১৯৩৯ খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ব্লাডব্যাংক স্থাপন করেন?  – ড: … জীবনবিজ্ঞান অধ্যায় : রক্ত ও সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর Read More »

রক্ত ও সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর | Blood and Circulatory System - Questions and Answers
রক্ত ও সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর | Blood and Circulatory System - Questions and Answers

রক্ত ও সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর

রক্ত ও সংবহনতন্ত্র ৫০টি প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো ।

1. কোন প্রাণীটির দেহে ভেনাস হৃদপিন্ড উপস্থিত?
– টিকটিকি
– পায়রা
– হাঙ্গর
– সোনাব্যাঙ

2. ১৯৩৯ খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ব্লাডব্যাংক স্থাপন করেন? 
– ড: উপেন্দ্রনাথ চৌধুরী
– রোনাল্ড রস
– ড: নীলরতন সরকার
– ড: বিধানচন্দ্র রায়

3. যেসব ব্যক্তির লোহিত কণিকায় Rh অ্যান্টিজেন থাকে তাদের বলে?
– Rh পজেটিভ
– Rh ফ্যাক্টর
– কোনোটিই নয়
– Rh নেগেটিভ

4. শ্বেতকণিকা যে কোষ থেকে উৎপন্ন হয় তা হলো? 
– লিম্ফোব্লাস্ট
– মনোব্লাস্ট
– মায়েলোব্লাস্ট
– সবগুলি

5. মানুষের স্বাভাবিক রক্ত?
– আম্লিক
– পরিবর্তনশীল
– প্রশমিত
– ক্ষারীয়

6. হৃদপিন্ডের সংরক্ষিত পেসমেকার হলো?
– SA নোড
– পেরিকার্ডিয়াম
– AV নোড
– কারোনারি সাইনাস

7. প্রতি মাইক্রোলিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা 4000 এর চেয়ে হ্রাস পেলে তাকে বলে?
– লিউকোপেনিয়া
– পারপিউরা
– পলিসাইথেমিয়া
– লিউকোমিয়া

8. কোন শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে?
– ইওসিনোফিল
– মনোসাইট
– বেসোফিল
– নিউট্রোফিল

9. রক্ত তঞ্চনে সাহায্যকারী উৎসেচকটি হল?
– থ্রমবোকাইনেজ
– গ্যালাকটোজ
– ফাইব্রিন
– থ্রমবিন

10. মানবদেহের কোন কোষকে HIV ধ্বংস করে?
– T-লিম্ফোসাইট
– লোহিত রক্তকণিকা
– B-লিম্ফোসাইট
– অনুচক্রিকা

11. রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়ার জন্য কি রোগ হয়?
– লিউকোমিয়া
– লিউকোপিনিয়া
– পারপিউরা
– অ্যানিমিয়া

12. রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চনকে বলা হয়?
– ডেড স্পেস
– হোমিওস্টেসিস
– হার্ট ফেলিওর
– থ্রম্বোসিস

13. দেহতরলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে বলে?
– ডিসপোনিয়া
– হাইপারক্যাপনিয়া
– হাইপোক্যাপনিয়া
– হাইপারপনিয়া

14. জন্মের পর লাল অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট কোশ থেকে উৎপন্ন হয়?
– RBC
– অনুচক্রিকা
– WBC
– রক্তরস

15. লসিকা রক্তে ফিরে আসে?
– জালকের মাধ্যমে
– শিরার মাধ্যমে
– ধমনীর মাধ্যমে
– লসিকাবাহের মাধ্যমে

16. নিচের কোনটিতে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়?
– পালমোনারি শিরা
– করোনারি শিরা
– সিস্টেমিক শিরা
– পোর্টাল শিরা

17. রক্তের একটি NPN পদার্থ হল?
– ইউরিয়া
– বিলিরুবিন
– প্রোটিন
– বিলিভার্ডিন

18. কোনো অ্যান্টিজেন থাকে না?
– O বিভাগের রক্তে
– B বিভাগের রক্তে
– A বিভাগের রক্তে
– AB বিভাগের রক্তে

19. হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি উপস্থিতি লক্ষ্য করা যায়?
– Mg++
– Fe+++
– Mn++
– Fe++

20. হৃদচক্রের স্থিতিকাল কত?
– 1.2sec
– 1.5sec
– 0.8sec
– 0.5sec

21. কোনটি মানবদেহে রক্তের শ্রেনীকে নির্দেশ করে না?
– MN
– Rh
– ABO
– pH

22. নিম্নের কোনটি হৃদপিণ্ডের অংশ নয়?
– মাইট্রাল ভালভ
– অ্যাওর্টা
– কর্ডিটেনডিনি
– ট্রাইকাসপিড ভালভ

23. লসিকা উৎপন্ন হয়?
– লসিকারস থেকে
– সিরাম থেকে
– কলারস থেকে
– রক্তরস থেকে

24. “ABO” পদ্ধতির আবিষ্কারক?
– ম্যালপিঘি
– ল্যান্ডস্টেইনার
– ল্যান্ডস্টেইনার ও উইনার
– উইলিয়াম হার্ভে

25. দেহে রক্তের পরিমাণ হ্রাস পেলে মূত্র উৎপাদন?
– বৃদ্ধি পাবে
– অপরিবর্তিত থাকবে
– হ্রাস পাবে
– বন্ধ হয়ে যাবে

26. হিস্টামিন ক্ষরিত হয়?
– RBC থেকে
– অণুচক্রিকা থেকে
– WBC থেকে
– লসিকা থেকে

27. মেরুদন্ডী প্রাণীদের হৃদপিন্ডের নিলয়ে অবস্থিত মাংসল খাঁজগুলিকে বলা হয়?
– থ্যালামাস
– কলামনিকার্নি
– কার্ডিটেনডরি
– জাইরাস

28. রক্ত তঞ্চনে সাহায্যকারী খনিজ মৌল হল?
– Ca++
– K+
– Fe++
– Mg++

29. জালক একস্তর যুক্ত?
– স্নায়ুকলা দ্বারা গঠিত
– পেশীকলা দ্বারা গঠিত
– আবরণীকলা দ্বারা গঠিত
– যোগকলা দ্বারা গঠিত

30. মানবদেহে কোন কোষে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না?
– লোহিত রক্তকণিকা
– স্নায়ু কোষ
– শ্বেত রক্তকণিকা
– পেশিকোষ

31. যে পক্রিয়ায় লোহিত রক্তকণিকা ভেঙে যায় তাকে বলে? 
– এগ্লুটিনেশন
– ফাইব্রিনোলাইসিস
– হেমারেজ
– হিমোলাইসিস

32. সারা দেহের অশুদ্ধ রক্ত গ্রহণ করে?
– ডান নিলয়
– ডান অলিন্দ
– বাম নিলয়
– বাম অলিন্দ

33. জল সংবহনতন্ত্র দেখা যায়?
– প্যারামিসিয়ামে
– তারামাছে
– শামুকে
– হাইড্রায়

34. রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হলো? 
– স্ফিগমোম্যানোমিটার
– স্পাইরোমিটার
– স্টেথোস্কোপ
– হিমোসাইটোমিটার

35. সর্বাধিক ব্যক্তির দেহে কোন শ্রেণীর রক্ত পাওয়া যায়?
– B
– AB
– O
– A

36. মানবদেহের দীর্ঘতম ধমনীর নাম হল?
– রেডিয়াল ধমনী
– পালমোনারি ধমনী
– ব্রাকিয়াল ধমনী
– অ্যাবডোমিনাল অ্যাওর্টা

37. ভ্রুণ অবস্থায় হৃদস্পন্দন হার মিনিটে কতবার হয়?
– 140-150 বার
– 130-140 বার
– 80-120 বার
– 72-80 বার

38. অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি থাকে?
– শ্বেত কণিকায়
– অনুচক্রিকায়
– লোহিত কণিকায়
– রক্তরসে

39. আগ্রাসী ধর্মের সাহায্যে রোগজীবাণু ধ্বংস করে যে শ্বেতকণিকা সেটি হলো? 
– নিউট্রোফিল
– মনোসাইট
– লিম্ফোসাইট
– নিউট্রোফিল ও মনোসাইট দুটিই

40. আরশোলার রক্তকে বলে?
– হিমোলিম্ফ
– হিমোমিলোসিক তরল
– হিমাল
– হিমোসিল

41. মুক্ত সংবহনে দেখা যায় না?
– হিমোসিল
– শিরা
– জালক
– ধমনী

42. সিস্টোলিক ও ডায়াস্টোলিক এবং পালস প্রেসারের স্বাভাবিক অনুপাত হল?
– 3:2:1
– 2:3:1
– 2:1:3
– 3:1:2

43. হৃদপিন্ডের স্বাভাবিক ওজন কত?
– 210-280 g
– 260-360 g
– 300-330 g
– 200-240 g

44. আরশোলা হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা?
– 12টি
– 4টি
– 2টি
– 13টি

45. কোন সূত্র হৃদপিন্ডের স্পন্দন হারের সঙ্গে রক্তচাপের বিপরীত সম্পর্ক উল্লেখ করে?
– উইনারের সূত্র
– ম্যারীর সূত্র
– ফিকের সূত্র
– ল্যান্ডস্টেইনারের সূত্র

46. লিম্ফোসাইটের গড় আয়ু কত?
– 12-15 দিন
– 8-12 দিন
– 3-10 দিন
– 1-3 দিন

47. রক্তচাপ মাপার যন্ত্রের নাম হল?
– ব্যারোমিটার
– ম্যানোমিটার
– স্ফিগমোম্যানোমিটার
– ফর্টিন ব্যারোমিটার

48. মানব হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়?
– ডান অলিন্দে
– বাম অলিন্দে
– ডান নিলয়ে
– বাম নিলয়ে

49. সবচেয়ে বড়ো রক্তকণিকাটি হল?
– বেসোফিল
– ইওসিনোফিল
– লিম্ফোসাইট
– মনোসাইট

50. নবজাতকের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ প্রতি 100mL এ কত?
– 3 গ্রাম
– 14.5 গ্রাম
– 23 গ্রাম
– 12-18 গ্রাম