জৈব রসায়নের ৫০টি প্রশ্ন ও উত্তর – Organic Chemistry
জৈব রসায়নের ৫০টি প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো জৈব রসায়নের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ( Important Question-Answers on Organic Chemistry in Bengali ) | আরো দেখে নাও : অ্যাসিড ও ক্ষার – প্রশ্ন ও উত্তর 1. PVC উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়? – কোনোটিই নয় – ইথিলিন – মিথেন – অ্যাসিটিলিন 2. কার্বনের যোজ্যতার সমচতুস্তলকীয় মডেলের … জৈব রসায়নের ৫০টি প্রশ্ন ও উত্তর – Organic Chemistry Read More »
জৈব রসায়নের ৫০টি প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো জৈব রসায়নের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ( Important Question-Answers on Organic Chemistry in Bengali ) |
আরো দেখে নাও : রক্ত ও সংবহন তন্ত্র – প্রশ্ন ও উত্তর
1. PVC উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়?
– কোনোটিই নয়
– ইথিলিন
– মিথেন
– অ্যাসিটিলিন
2. কার্বনের যোজ্যতার সমচতুস্তলকীয় মডেলের প্রস্তাবনা করেন?
– বার্জেলিয়াস ও লেমরি
– ভোলার ও রাদারফোর্ড
– ভ্যান্ট-হফ ও লা-বেল
– কোলবে ও বার্থেলো
3. 170°C উষ্ণতায় নির্জল ইথানলের সাথে গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় কোন যৌগ?
– অ্যাসিটিক অ্যাসিড
– এস্টার যৌগ
– ইথিলিন
– মিথেন
4. অর্থো এবং প্যারা-নাইট্রোফেনল আলাদা করার উপায়?
– কেলাসন
– পরিস্রাবণ
– স্টিম পাতন
– ঊর্ধ্বপাতন
5. C4H8 সংকেত বিশিষ্ট অ্যালকাইনে সমযোজী বন্ধনের সংখ্যা?
– 0টি
– 8টি
– 1টি
– 2টি
6. সমগোণীয় শ্রেণির যৌগগুলির মধ্যে যে বৈশিষ্ট্য দেখা যায় তা হলো ?
– একই কার্যকরী মূলক
– একই আনবিক ওজন
– সমাবয়বতা
– ক্যাটিনেশন
7. কোক ওভেন গ্যাসের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়?
– ইথেন
– মিথেন
– ইথিলিন
– অ্যাসিটিলিন
8. কোল গ্যাসে সবচেয়ে কম কোন গ্যাসটি পাওয়া যায়?
– মিথেন
– অ্যাসিটিলিন
– ইথিলিন
– ইথেন
9. ফেনলের রাসায়নিক নাম হলো?
– মিউরিয়েটিক অ্যাসিড
– কার্বনিক অ্যাসিড
– স্যালিসাইলিক অ্যাসিড
– কার্বলিক অ্যাসিড
10. সমগনীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয়?
– 16
– 10
– 14
– 12
11. জৈব যৌগগুলি দ্রবীভূত হয় সাধারণত?
– যে কোনো জলীয় দ্রাবকে
– নন-পোলার দ্রাবকে
– পোলার দ্রাবকে
– শুধুমাত্র জলে
12. একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর 42 সেটি হল?
– একটি অ্যালকাইন
– একটি অ্যালকেন
– এদের কোনোটিই নয়
– একটি অ্যালকিন
13. প্যারাফিন কার অপর নাম?
– অ্যালকিন
– কোনোটিই নয়
– অ্যালকেন
– অ্যালকাইন
14. তিন কার্বন পরমানুর বিশিষ্ট অ্যালকাইন গ্রুপে হাইড্রোজেন পরমানুর সংখ্যা কত?
– 5টি
– 6টি
– 2টি
– 4টি
15. নীচের কোন ক্ষেত্রে অ্যাসিটিলিন ব্যবহৃত হয়?
– পাকা ফল সংরক্ষণে
– ওয়েসট্রন নামক দ্রাবক প্রস্তুতিতে
– ফর্মালডিহাইডের শিল্পোউৎপাদনে
– মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে
16. মার্শ গ্যাস নামে পরিচিত কোন জৈব গ্যাস?
– ইথেন
– মিথেন
– ইথিলিন
– অ্যাসিটিলিন
17. প্রথম অবিস্কৃত জৈব যৌগের নাম কী?
– ইউরিয়া
– মিথেন
– ইথেন
– অ্যাসিটিক অ্যাসিড
18. ফর্মালিন-এ ফরম্যালডিহাইডের শতকরা পরিমাণ?
– 8%
– 52%
– 60%
– 40%
19. ক্লোরোফর্ম তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়?
– ইথেন
– ইথিলিন
– মিথেন
– অ্যাসিটিলিন
20. অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত?
– 2000°C
– 5000°C
– 3500°C
– 3000°C
21. প্রদত্ত কোনটি জৈব যৌগ?
– সবগুলোই
– NH4SCN
– NaHCO3
– কোনোটিই নয়
– CO(NH2)2
22. কার্বাইড গ্যাস বাতিতে কোনটি ব্যবহৃত হয়?
– অ্যাসিটিলিন
– CNG
– ইথিলিন
– ইথেন
23. ক্লোরোফর্ম প্রস্তুতিতে কোন্ অ্যালকোহলটি ব্যবহৃত হয়?
– মিথাইল অ্যালকোহল
– আইসোপ্রোপাইল অ্যালকোহল
– প্রোপাইল আলকোহল
– ইথাইল অ্যালকোহল
24. কোনটির স্ফুটনাঙ্ক সর্বাধিক?
– 0.1 মোলার সুক্রোজ
– 0.1 মোলার সাধারণ লবণ
– 0.1 মোলার ইউরিয়া
– 0.1 মোলার গ্লুকোজ
25. কার্বন যে সমস্ত জৈব যৌগের মূল উপাদান তা প্রমান করেন?
– লেমেরি
– ল্যাভয়সিয়ে
– ভোলার
– কোলবে
26. মাখন(Butter) থেকে প্রাপ্ত জৈব যৌগ হলো?
– মিথেন
– ফরমিক অ্যাসিড
– বিউটেন
– অ্যাসিটিক অ্যাসিড
27. মিথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম কী?
– ফরমিক অ্যাসিড
– হাইড্রোক্লোরিক অ্যাসিড
– অক্সালিক অ্যাসিড
– অ্যাসিটিক অ্যাসিড
28. টেফলনের মনোমারের নাম কি?
– ভিনাইল অ্যাসিটেট
– অ্যাক্রিলো নাইট্রাইল
– টেট্রাফ্লুরো ইথিলিন
– স্টাইরিন
29. C6H6O আণবিক সংকেত বিশিষ্ট একটি জৈব যৌগে ধাতব Na রোগ করলে H2 গ্যাস উৎপন্ন হয়, যৌগটি হবে
– ভিনিগার
– অ্যাসিটোন
– ইথানল
– ইথার
30. ফেনলের মধ্যে কোন কার্যকরী মূলকটি উপস্থিত?
– –OH
– –CHO
– –COOH
– –CO
31. কাঁদানে গ্যাস “ক্লোরোপিকরিন” প্রস্তুতিতে ক্লোরোফর্ম এর সাথে কোন অ্যাসিড মেশানো হয়?
– গাঢ় সালফিউরিক অ্যাসিড
– গাঢ় নাইট্রিক অ্যাসিড
– অ্যাসিটিক অ্যাসিড
– গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড
32. আলকাতরার আংশিক পাতনে উৎপন্ন নীচের পদার্থগুলির মধ্যে কোনটি আম্লিক?
– ফেনল
– অ্যানিলিন
– বেঞ্জিন
– টলুইন
33. সমআণবিক ওজনবিশিষ্ট ইথারের স্ফুটনাঙ্ক অ্যালকোহলের স্ফুটনাঙ্কের?
– অনেক কম
– অনেক বেশি
– কোনোটিই নয়
– সমান
34. CH2=CHCl কোন যৌগের মনোমার?
– PTFE
– PVC
– পলি ভিনাইল অ্যাসিটেট
– পলি স্টাইরিন
35. কোনটি সাধারণ তাপমাত্রায় তরল নয়?
– বেঞ্জোয়িক অ্যাসিড
– সাইট্রিক অ্যাসিড
– অ্যাসিট্যালডিহাইড
– বিউটেন
36. কার্বন টেট্রা ক্লোরাইড প্রস্তুতিতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়?
– ইথেন
– ইথিলিন
– মিথেন
– বিউটেন
37. আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে কোন সমগনীয় শ্রেণীর সদস্যদের রাসায়নিক সক্রিয়তা?
– বৃদ্ধি পায়
– হ্রাস পায়
– কখনো বাড়ে ও কখনো কমে
– একই থাকে
38. কোল গ্যাসে আয়তন হিসাবে কত শতাংশ মিথেন থাকে?
– 80%
– 40%
– 60%
– 4%
39. ট্রাইক্লোরোমিথেন নামে পরিচিত কোন যৌগটি?
– ভিনিগার
– ফর্মালিন
– ক্লোরোফর্ম
– ক্লোরোপিকরিন
40. অ্যাসিটোনের সমাবয়ব যৌগটি হলো?
– ডাই মিথাইল ইথার
– প্রোপান্যাল
– ইথানল
– প্রোপানোয়িক অ্যাসিড
41. কত সালে প্রথম জৈব যৌগ আবিষ্কৃত হয়েছিল?
– 1902 সালে
– 1871 সালে
– 1820 সালে
– 1828 সালে
42. বার্জেলিয়াসের প্রাণশক্তি তত্ত্বের অসারতা প্রথম প্রমাণ করেন বিজ্ঞানী?
– ভোলার
– কোলবে
– লেমেরি
– ল্যাভয়সিয়ে
43. যে অণুর মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি কার্বন পরমাণুর দূরত্ব সবচেয়ে বেশি
– বেঞ্জিন
– ইথেন
– ইথিন
– ইথাইন
44. নিচের কোনটি LPG-এর মধ্যে থাকে না?
– C2H5SH
– C3H8
– C4H10
– C6H6
45. কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য নয়?
– ক্যাটিনেশন ধর্ম
– সমাবয়ব ধর্ম প্রর্দশন
– নিম্ন গলনাঙ্ক
– অদাহ্য প্রকৃতির
46. নীচের কোনটি মিথেনের উৎস নয়?
– প্রাকৃতিক গ্যাস
– কয়লাখনির গ্যাস
– সবগুলোই উৎস
– কোক ওভেন গ্যাস
– কোল গ্যাস
47. প্রকৃতিজাত পদার্থগুলিকে উৎস অনুসারে উদ্ভিদ, প্রাণীজ ও খনিজ এই তিন শ্রেণিতে ভাগ করেন কোন বিজ্ঞানী?
– ভোলার
– কোলবে
– লেমেরি
– ল্যাভয়সিয়ে
48. 300°C তাপমাত্রায় উত্তপ্ত কপারের উপর দিয়ে ইথাইল অ্যালকোহলের বাষ্প প্রবাহিত করলে উৎপন্ন হয়?
– অ্যাসিট্যালডিহাইড
– অ্যাসিটিলিন
– অ্যাসিটোন
– ইথেন
49. ইথিলিনে মোট বন্ধনের সংখ্যা কত?
– 2টি
– 5টি
– 4টি
– 6টি
50. ইথাইল অ্যালকোহল এবং ব্লিচিং পাউডারের বিক্রিয়ায় উৎপন্ন হয়?
– পাওয়ার অ্যালকোহল
– ক্লোরোপিকরিন
– ক্লোরোফর্ম
– মিথিলিন ক্লোরাইড