ভারতের সংবিধান, আইন ও শাসব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য | Part - 4
ভারতীয় রাজনীতি প্রশ্ন উত্তর
- ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন – ভারতের রাষ্ট্রপতি ।
-
ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার – সুপ্রিমকোর্ট ।
-
অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় – প্রত্যেক পাঁচ বছর অন্তর ।
-
যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয়, তবে পরবর্তী ধাপ কী হবে – লোকসভা, রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে ।
- ভারতীয় সংবিধানে কোন আর্টিকেল - এ গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে – আর্টিকেল ৪০ ।
- ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় – ১৯৬৬ থেকে ১৯৬৯ সালে ।
- ‘বাক স্বাধীনতা’ হল একটি – মৌলিক অধিকার ।
- ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন – লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যের দ্বারা ।
- ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে – ৪৪ নং ধারা ।
- পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল কোনটি নিশ্চিত করা – গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ।
-
নীতি আয়োগ তৈরি হয়েছে – Union Cabinet -এ প্রস্তাব পাসের দ্বারা ।
- ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে – ৪০ নং ধারা ।
- ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে – ১৯ নং ধারা ।
- কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে সেটি হল – অর্থ কমিশন ।
- ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার ‘অস্পৃশ্যতা’র অবলুপ্তি ঘটানো হয়েছে – ১৭ নং ধারা ।
- ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা – তিন-স্তরীয় ।
- ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে – ১ নং ধারা ।
- ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে – ১২ নং ধারা ।
- পার্লামেন্টে তাঁর সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না – ভারতের রাষ্ট্রপতি ।
- ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছে – বিহার ।
- রাজ্যসভার চেয়ারম্যান হলেন – ভারতের উপরাষ্ট্রপতি ।
- আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত – ৪৭ ।
- ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে – লোকসভা ।
- ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে – ২৮০ ধারা ।
- গণপরিষদের সভাপতি কে ছিলেন – রাজেন্দ্র প্রসাদ ।
- পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য কোনটি অপরিহার্য নয় – অর্থমন্ত্রীর অনুমোদন ।
-
ভোটদানের নূন্যতম বয়স ভারতে ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয় কোন দশকে – ১৯৮০ এর দশকে ।
- আইন-শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত – রাজ্য তালিকা ।