সিন্ধু সভ্যতার কিছু উল্লেখযোগ্য স্থান, তার বৈশিষ্ট্য এবং প্রাপ্ত নিদর্শন (Indus Valley Civilization)
সিন্ধু সভ্যতার কিছু উল্লেখযোগ্য স্থান, তার বৈশিষ্ট্য এবং প্রাপ্ত নিদর্শন
▣ সিন্ধু সভ্যতার কিছু উল্লেখযোগ্য স্থান, তার বৈশিষ্ট্য এবং প্রাপ্ত নিদর্শন :
হরপ্পা সভ্যতা বর্তমানে 100টির বেশি শহর আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে মূল/প্রধান আটটি কেন্দ্র হল- (1) হরপ্পা, (2) মহেঞ্জোদারো,
- (3) গারনেরিয়ালা, (4) রাখিগাড়ি, (5) কালীবঙ্গান, (6) রংপুর, (7) লোথাল, (8) ধোলাভীরা। হরপ্পা সভ্যতায় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বণিকেরা 'পণি' নামে পরিচিত ছিল।
1) হরপ্পা ::
- তাম্র নির্মিত আয়না।
- খেলনা রথ, তামা নির্মিত (copper chariot).
- সভ্যতার ছয়টি স্তর আবিষ্কৃত হয়েছে।
- ছয়টি সারিবদ্ধ শস্যাগার দেখা যায়। এছাড়া দুর্গের বাইরেও শস্যাগার পাওয়া গেছে। শস্যাগারটি আবিষ্কৃত হয় দয়ারাম সাহানী ও এম.এস.ভাটসের তত্ত্বাবধানে 1921 1929 সালে। কিন্তু পরবর্তীকালে, মিডৌ, রাইট, জে. এম. কেনোয়ার তার গঠন আকৃতি ও ব্যবহারের পদ্ধতি নিয়ে গবেষণা করে, ঐ কক্ষটি আদৌ শস্যাগার ছিল কিনা- তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
- কবরস্থানে Cemetrey culture পাওয়া যায়, two red stone idols of a dancing girl & naked bust of male, femal genitalia.
2) মহেঞ্জোদারো ::
- বৃহৎ স্নানাগার (great bath) মূলত ধর্মীয় কারনে সর্বসাধারণের ব্যবহারের জন্য নির্মিত।
- বৃহৎ শস্যাগার (largest granary).
- ব্রোঞ্চ নির্মিত নৃত্যরত নারীমূর্তি (Dancing girl).
- দাড়ি সমন্বিত যোগীপুরুষের মূর্তি (Beard man) স্টিয়াটাইট প্রস্তর নির্মিত।
- শীলে মাতৃমূর্তির ছবি দেখা যায়। (Plant growing from her Womb)
- তাঁতে বোনা বস্ত্র খণ্ডের সন্ধান মিলেছে। (Weaven Cotton)
- বিখ্যাত ষাঁড়ের ছাপযুক্ত শিল। (Bull Sheal)
- প্রশাসনিক ভবনের অস্তিত্ব। (Assembly Hall)
- সভ্যতার নয়টি স্তর আবিষ্কৃত হয়েছে।
- মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ
3) কালিবঙ্গান - শব্দটি এসেছে কালো চুড়ির থেকে (Black Bangles)
a) কর্ষিত জমি ও ধানের তুষের (Rice husk) অস্তিত্ব পাওয়া গেছে। কাঠের লাঙল ব্যবহৃত হত।
b) সরলরেখার ন্যায় 7টি অগ্নিবেদি (Fire alters) এর অস্তিত্ব ও কাঠের তৈরী
পয়-প্রণালী ব্যবস্থা। ( wooden drainage system),
(c) উটের হাড়ের খোঁজ পাওয়া গেছে।
d) Lower Town ও প্রাচীর বেষ্টিত ছিল।
e) Decorative bricks used in flooring only at this site.
4) লোথাল ::
a) চালের তুষ (Rice husk) যা ধান চাষের অস্তিত্ব প্রমাণ করে।
b) কৃত্রিম পোতাশ্রয় (Artificial dock yard)—বিশ্বের প্রাচীনতম বন্দর।
c) লোথাল শহরটি ছয়টি মূলমঞ্চের উপর স্থাপিত ছিল এবং প্রতিটি অংশ প্রাচীর দ্বারা ঘেরা ছিল।
d) জাহাজের ছবি যুক্ত শীল।
e) বিশ্বের মধ্যে প্রথম সমুদ্রের উপর বাঁধ দেওয়ার প্রয়াস (world Ist tidal pact)
f) কোন (Angle) পরিমাপ করার যন্ত্র ( 180°, 90° 45° পরিমাপ করা যেত)। বর্তমানের কম্পাস এর মত।
g) পুঁতি (Bead) তৈরীর কারখানা।
h) কালো ও লাল মৃৎপাত্র। যার গায়ে পঞ্চতন্ত্রের কাহিনীর ধুর্ত শিয়াল ও তৃষ্ণার্ত কাকের গল্প উৎকীর্ণ আছে।
i) ইরানীয় সীল ও টেরাকোটা নির্মিত ঘোড়া পাওয়া গেছে।
j) Evidence of Double burial (ছেলে ও মেয়েকে একসাথে কবর দেওয়া হত)।
5) চানহুদারো ::
a) এখানে তিনটি সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। (i) প্পা (Indus), (ii) জুকর (Jhukar) এবং (iii) জনগর (Jhangar)
b) একমাত্র শহর যেখানে কোনো দুর্গ বা নগর কেন্দ্র (Citadel)-এর অস্তিত্ব নেই।
c) বিভিন্ন রকমের কল কারখানা, যথা—শীল, খেলনা ও হাড়ের জিনিসপত্র তৈরীর কারখানার অস্তিত্ব রয়েছে।
d) কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছে।
e) Clay model of four-wheeler, bronze model of Roofed chariot পাওয়া গেছে।
6) কোটদিজি (Kotdiji) ::
a) মূলত প্রাক হরপ্পা সভ্যতা। এখানে পাথরের তৈরী বাড়িঘরের অস্তিত্ব রয়েছে।
b) ব্রোঞ্চ নির্মিত ষাঁড়ের মূর্তি পাওয়া গেছে।
7) রোপার ::
(a) এখানে প্রাক হরপ্পা ও হরপ্পা সভ্যতার অস্তিত্ব দেখা যায়।
b) পাথর দ্বারা বাড়িগুলি নির্মিত ছিল। যা হরপ্পা সভ্যতায় দেখা যায় না।
c) মানুষের কবরের মধ্যে কুকুরে অস্তিত্ব রয়েছে, যা হরপ্পা সভ্যতা দেখা যায়। না। এই বৈশিষ্ট্য প্রধানত নব্য প্রস্তরযুগে কাশ্মীরের বুরজাহোম এ দেখা যায়।
d) ধানের তুষ (Rice husk) পাওয়া গেছে। বানোয়ালি ও রোপার-এ হরপ্পা ও প্রাক হরপ্পা সভ্যতার অস্তিত্ব চোখে পড়ার মতো।
8) সুর কোটদা ::
a) ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে। (হরপ্পা সভ্যতার মধ্যে একমাত্র স্থান)
b) মেগালিথিক বা বৃহৎপ্রস্তর নির্মিত কবরস্থান দেখা গেছে।
9) সুটকোজেন্ডোর ::
a) ব্যাবিলনের সাথে বাণিজ্যিক সম্পর্ক।
10) দৈমাবাদ ::
a) তামার রথ (Copper Chariot) পাওয়া গেছে।
11) ধোলাভীরা ::
a) সিঁড়ির মত ধাপযুক্ত স্নানাগার (Staircase Bath) পাওয়া গেছে।
b) জল সংরক্ষণ এবং সেচ খাল নির্মাণ (Water Management & cannels).
c) বৃহৎ প্রস্তর সংস্কৃতি যুক্ত কবর। (Megalithic burials).
d) সব থেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র। এটি প্রাক ও পরিপূর্ণ হরপ্পা সভ্যতার অন্তর্গত ছিল।
e) শহরটি তিনটি ভাগে বিভক্ত। অন্যান্য শহরের মত দুইভাগে বিভক্ত নয়।
f) একমাত্র signboard-এর অস্তিত্ব পাওয়া যায়, যেখানে হরপ্পান শীলের দশটি চিহ্ন পাওয়া যায়।