WBP SI GK Mock Test in Bengali Part – 2

আগত পশ্চিমবঙ্গ পুলিশের Sub-inspector পরিক্ষা প্রস্তুতি যাচাই করতে WBP SI GK Mock Test in Bengali Part – 2 দেওয়া হলো।

1. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক?

গুরু মস্তিষ্ক
লঘু মস্তিষ্ক
মধ্য মস্তিষ্ক
সবগুলোই

2. Reserve Bank Of India- কে জাতীয়করণ করা হয়েছিল?

1935 সালে
1947 সালে
1949 সালে
1957 সালে

3. NASA এর বর্তমান চেয়ারম্যান কে?

দেবজানি ঘোষ
রেখা মেনন
BILL NELSON
এদের কেউই নন

4. পর্বতের রানী বলা হয় _?

পুনে
ক্যানিং
কোচি
মুসৌরি

5. ভারতের কোন রাজ‍্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত ?

মেঘালয়
মহারাষ্ট্র
ছত্রিশগড়
বিহার

6. জাবতি প্রথা চালু করেন __?

সম্রাট আকবর
সম্রাট বাবর
সম্রাট অশোক
এদের কেউই নন

7. লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

টেমস
বসুমতী
কাবেরি
আনাইমোদী

8. কোন দেশে প্রথম কাগজ শিল্প উৎপন্ন হয়?

জাপান
রাশিয়া
ভারত
চীন

9. কোন দেশকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয়?

ভারত
বাংলাদেশ
নেপাল
জাপান

10. বাড়ির কাছে আরশিনগর— কার লেখা?

রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
লালন ফকির

11. আগ্রা : যমুনা :: হরিদ্বার :?

ব্রম্মপুত্র
মহানদী
অলকানন্দা
গঙ্গা

12. ম্যানোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়?

চাপ
আদ্রতা
ঘনত্ব
দৈর্ঘ্য

13. ফতেপুর সিক্রিতে নিম্নের কোনটি অবস্থিত নয় ?

মতি মসজিদ
পাঁচ মহল
সেলিম চিস্তির সমাধি
মারিয়াম প্যালেস

14. বিজয় হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?

ক্রিকেট
হকি
টেবিল টেনিস
ব্যাডমিন্টন

15. নাগরিকত্ব আইন কত সালে পাশ হয়?

১৯৪৫ সালে
১৯৫০ সালে
১৯৫৫ সালে
১৯৬০ সালে

16. Indian Air Force Day কবে পালন করা হয়?

২ এপ্রিল
১৫ মে
২৮ ডিসেম্বর
৮ অক্টোবর

17. অ্যাম্ফিঅক্সাস এর রেচন অঙ্গের নাম কি?

সংকোচী গহ্বর
সোলোনোসাইট
রেনেট কোষ
কোনটিই নয়

18. বৌদ্ধ ধর্ম প্রচারে কোন ভাষার ব্যবহার করা হতো?

পালি
সাংস্কৃত
হিন্দি
বাংলা

19. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?

রাজগৃহে
বৈশালিতে
পাটলিপুত্রে
কাশ্মীরে

20. নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কাকে?

রঞ্জিত সিং
বিজয় সেন
বরাহ মিহির
এদের কেউই নন

21. হাইড্রোজেন গ্যাস কি রঙের শিখায় জ্বলে?

লালা
নীল
সাদা
সবুজ

22. কসাই নদী বলা হয় _?

গঙ্গা
অলকানন্দা
কংসাবতী
গোদাবরী

23. বিদেশে রাষ্ট্রদূত কে নিয়োগ করেন?

প্রধানমন্ত্রী
প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি
উপরাষ্ট্রপতি

24. উমাপতি ধর কার সভাকবি ছিল?

বিজয় সেন
লক্ষণ সেন
বিষ্ণু শর্মা
জাহাঙ্গীর

25. লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?

নিউইয়র্ক
প্যারিস
জেনেভা
দিল্লি