জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – সেট ৯ | General Knowledge Questions and Answers - Set 9
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো ২০টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । দেখে নাও : ৫০টি সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর ২৫টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – সেট ২ 1. নিউজ প্রিন্টের জন্য কোন শহর বিখ্যাত? – নেপানগর – কুলু – আঙ্কেলেশ্বর – মুঙ্গের 2. কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? … জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – সেট ৯ Read More »
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো ২০টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর ।
1. নিউজ প্রিন্টের জন্য কোন শহর বিখ্যাত?
– নেপানগর ✓
– কুলু
– আঙ্কেলেশ্বর
– মুঙ্গের
2. কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
– শতদ্রু
– মহানদী ✓
– বিপাশা
– কাবেরী
3. উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে?
– কাবেরী
– মহানদী
– সবরমতী
– তাপ্তি ✓
4. রাউফ, হিকত কোন অঞ্চলের লোক নৃত্য?
– জম্মু ও কাশ্মীর ✓
– হরিয়ানা
– অন্ধ্রপ্রদেশ
– গুজরাট
5. রৌরকেল্লার লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত?
– দামোদর
– সুবর্ণরেখা
– ব্রাহ্মণী ✓
– বরাকর
6. মল্লভূমি কোন জেলার পূর্ব নাম?
– বীরভূম
– বাঁকুড়া ✓
– মালদহ
– কোচবিহার
7. নিউ দিল্লিতে অবস্থিত অরুণ জেটলি স্টেডিয়ামের পূর্ব নাম কী ছিল?
– ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম ✓
– যাদবেন্দ্র স্টেডিয়াম
– এম চিন্নাস্বামী স্টেডিয়াম
– ওয়াংখেড়ে স্টেডিয়াম
8. লুসাই পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
– নাগাল্যান্ড
– সিকিম
– মণিপুর
– মিজোরাম ✓
9. ভারতের গোলাপি বিপ্লবের জনক কাকে বলা হয়?
– দূর্গেশ প্যাটেল ✓
– বিশাল তিওয়ারি
– অরুণ কৃষ্ণাণ
– শ্যাম পিট্রোডা
10. মঙ্গোলিয়ার আইনসভার নাম কী?
– নেসেট
– উয়ান
– মজলিস
– থুরাল ✓
11. আন্নাকালী পাকড়াশী কার ছদ্মনাম?
– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
– মাণিক বন্দোপাধ্যায়
– রবীন্দ্রনাথ ঠাকুর ✓
12. ‘ কাটুম কুটুম ‘ , ‘শিকারী কালকেতু ‘ বিখ্যাত চিত্র গুলি অঙ্কন করেন –
– অবনীন্দ্রনাথ ঠাকুর ✓
– রামকিঙ্কর বেইজ
– নন্দলাল বসু
– যামিনী রায়
13. ব্লিজার্ড স্থানীয় বায়ু প্রবাহিত হয় –
– ক্যালিফোর্নিয়া
– উত্তর আমেরিকা
– কানাডা ✓
– সাইবেরিয়া
14. ইদুক্কি বাঁধ কোন রাজ্যে অবস্থিত?
– কেরালা ✓
– কর্ণাটক
– ওড়িশা
– তামিলনাড়ু
15. শিবাজী স্টেডিয়াম কোন খেলার জন্য বিখ্যাত?
– রাগবি
– ফুটবল
– ক্রিকেট
– হকি ✓
16. গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
– গুজরাট
– উত্তরাখন্ড ✓
– কর্ণাটক
– ওড়িশা
17. The God of Small Things বইটি কার লেখা?
– খুশবন্ত সিং
– অরুন্ধতী রায় ✓
– সলমন রুশদি
– ঝুম্পা লাহিড়ী
18. রাজ্যসভার আসন বন্টন কত নং তফশিলে রয়েছে?
– ৫ নং
– ১০ নং
– ৬ নং
– ৪ নং ✓
19. গণেশ চতুর্থী কোন রাজ্যের জনপ্রিয় উৎসব?
– বিহার
– গুজরাট
– মহারাষ্ট্র ✓
– ঝাড়খণ্ড
20. রোটাং পাস কোন রাজ্যে অবস্থিত?
– অসম
– অরুণাচল প্রদেশ
– সিকিম
– হিমাচল প্রদেশ ✓