পশ্চিমবঙ্গের ভূগোল পর্ব - ২ – প্রশ্ন ও উত্তর | Geography of West Bengal Part 2 - Questions and Answers
পশ্চিমবঙ্গের ভূগোল – প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো পশ্চিমবঙ্গের ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । ( পশ্চিমবঙ্গের ভূগোল – প্রশ্ন ও উত্তর, West Bengal Geography Questions and Answers in Bengali ) 1. রাঢ় অঞ্চলের গড় বৃষ্টিপাত কত? – 140 সেমি – 120 সেমি – 80 সেমি – 180 সেমি 2. পুরুলিয়া জেলার আদ্রা কেন … পশ্চিমবঙ্গের ভূগোল – প্রশ্ন ও উত্তর Read More »
পশ্চিমবঙ্গের ভূগোল – প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো পশ্চিমবঙ্গের ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । ( পশ্চিমবঙ্গের ভূগোল – প্রশ্ন ও উত্তর, West Bengal Geography Questions and Answers in Bengali )
1. রাঢ় অঞ্চলের গড় বৃষ্টিপাত কত?
– 140 সেমি
– 120 সেমি
– 80 সেমি
– 180 সেমি
2. পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত?
– মৎস্য শিল্প
– জেলা সদর
– রেল জংশন
– স্বাস্থ্যকর স্থান
3. বালুরঘাট কোন জেলার সদরদপ্তর?
– উত্তর চব্বিশ পরগনা
– দক্ষিণ দিনাজপুর
– উত্তর দিনাজপুর
– কোচবিহার
4. পশ্চিমবঙ্গের মহানদীর বামতীরে ঢেউ খেলানো সমভূমি কী নামে পরিচিত?
– তরাই
– বারিন্দ
– ভাবর
– রূঢ়
5. বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়?
– হাওড়া
– কলকাতা
– নবদ্বীপ
– কামারপুকুর
6. পশ্চিমবঙ্গের কোন নদীকে ‘ ত্রাসের নদী ‘ বলা হয়
– জলঢাকা
– তিস্তা
– তোর্সা
– দামোদর
7. পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন মহকুমা নেই?
– দার্জিলিং
– কলকাতা
– হুগলি
– নদীয়া
8. পশ্চিমবঙ্গের কোন স্থানে টেলিফোনের তার নির্মাণ করা হয়?
– রিষড়া
– রুপনারায়ণপুর
– বজবজ
– হাওড়া
9. দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত?
– জলঙ্গী
– হলদি
– ময়ূরাক্ষী
– রূপনারায়ণ
10. পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকর হয়েছে?
– হলদিয়া
– ফলতা
– কাকদ্বীপ
– রায়চক
11. বীরভূমের মামা ভাগ্নে কী ধরনের পাহাড়?
– কোনোটাই নয়
– ক্ষয়জাত
– সঞ্চয়জাত
– তরঙ্গায়িত
12. পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিলোমিটার?
– 623
– 320
– 980
– 221
13. পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম বিল ‘ ডানকুনি বিল ‘ কোন জেলায় অবস্থিত?
– পূর্ব বর্ধমান
– বাঁকুড়া
– হুগলি
– নদীয়া
14. পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও বীরভূম জেলায় কোন ধরনের মৃত্তিকা পাওয়া যায়?
– রেগুর মৃত্তিকা
– ল্যাটেরাইট মৃত্তিকা
– কৃষ্ণ মৃত্তিকা
– পলি মৃত্তিকা
15. পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা চাষ হয়?
– দার্জিলিং
– মংপুতে
– আলিপুরদুয়ার
– শিলিগুড়ি
16. পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
– ফালটু
– দার্জিলিং
– বক্সদুয়ার
– মিরিক
17. পশ্চিমবঙ্গের কোন স্থান থেকে উলফ্রাম উত্তোলিত হয়?
– ডুয়ার্স
– রানিগঞ্জ
– ঝিলিমিলি
– মহম্মদ বাজার
18. কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দেন –
– লর্ড ডালহৌসি
– লর্ড কর্ণওয়ালিস
– ওয়ারেন হেস্টিংস
– রবার্ট ক্লাইভ
19. দূরবিনদারা পর্বত শ্রেণীর সর্বোচ্চশৃঙ্গ কোনটি ?
– সান্দাকফু
– ঋষিলা
– সিঞ্চুলা
– রেনিগাঙ্গো
20. পশ্চিমবঙ্গের কোন বিভাগটি সবচেয়ে ছোট?
– বর্ধমান বিভাগ
– কলকাতা বিভাগ
– হাওড়া বিভাগ
– জলপাইগুড়ি বিভাগ
21. পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাষ্ট্রকে বলা হয় “Land of Thunder Dragon ” ?
– নেপাল
– ভূটান
– মায়ানমার
– পাকিস্তান
22. লেপচা ভাষায় কোন শহরের নামের অর্থ ‘ বেতের লাঠি ‘ বা ‘ ছোট অর্কিড ‘ ?
– দার্জিলিং
– মিরিক
– কার্শিয়ং
– কালিম্পং
23. ‘ মল্লরাজার দলমাদল কামান ‘ কোথায় দেখতে পাওয়া যায়?
– কোচবিহার
– বিষ্ণুপুর
– নদীয়া
– মেদিনীপুর
24. পশ্চিমবঙ্গের কোন জেলায় মাদুর বিখ্যাত?
– নদীয়া
– মালদা
– বাঁকুড়া
– পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
25. কোন দ্বীপে কপিল মুনির আশ্রম অবস্থিত?
– সাগরদ্বীপ
– কাকদ্বীপ
– সজনেখালি
– ফেজারগঞ্জ
26. দামোদর নদের একটি শাখা কী নামে রূপনারায়ণের সাথে মিশেছে –
– জলঢাকা
– রূপসা
– মুণ্ডেশ্বরী
– কপালেশ্বরী
27. বরাকর কোন নদীর উপনদী?
– ময়ূরাক্ষী
– অজয়
– দামোদর
– মহানদী
28. ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত?
– বাঁকুড়া
– বীরভূম
– নদীয়া
– পুরুলিয়া
29. পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলের নাম কী?
– চোপড়া
– ত্রিবেণী
– গনগনি
– বানপুর
30. পশ্চিমবঙ্গের কোন জেলায় তপশিলী জাতির (SC) মানুষের সংখ্যা সর্বাধিক?
– দক্ষিণ চব্বিশ পরগনা
– মালদা
– পশ্চিম বর্ধমান
– পুরুলিয়া