পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত কিছুটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। দেখে নাও – পশ্চিমবঙ্গের ভূগোল – প্রশ্ন ও উত্তর 1. পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয় ? – মেঘালয় – মনিপুর – আসাম – ত্রিপুরা 2. রাঢ় অঞ্চলের মাটির রং কি ? – লাল – হলুদ – কালো – সাদা … পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে প্রশ্ন ও উত্তর Read More »

পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে প্রশ্ন ও উত্তর
পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে প্রশ্ন ও উত্তর

দেওয়া রইলো পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত কিছুটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

1. পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয় ?
– মেঘালয়
– মনিপুর
– আসাম
– ত্রিপুরা

2. রাঢ় অঞ্চলের মাটির রং কি ?
– লাল
– হলুদ
– কালো
– সাদা

3. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ?
– পুরুলিয়া
– বীরভূম
– বাঁকুড়া
– নদীয়া

4. হলদি নদী কোন কোন নদীর মিলনে সৃষ্টি হয়েছে ?
– কংসাবতী ও কেলেঘাই
– কংসাবতী ও দারকেশ্বর
– কংসাবতী ও শিলাবতী
– কংসাবতী শিলাবতী ও দারকেশ্বর

5. কত সালে কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় ?
– ১৯৫৫
– ১৯৪৯
– ১৯৫৪
– ১৯৪৭

6. পশ্চিমবঙ্গের অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলে ?
– আঁধি
– আশ্বিনের ঝড়
– লু
– কালবৈশাখী

7. কংসাবতী নদীর অপর নাম কি ?
– কাঁসাই নদী
– গন্ধেশ্বরী নদী
– শিলাবতী নদী
– কুমারী নদী

8. বর্ষাকালে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ?
– বাঁকুড়া
– পুরুলিয়া
– বীরভূম
– দার্জিলিং

9. নয়াচর দ্বীপটি স্থানীয়ভাবে কি নামে পরিচিত ?
– অগ্নিমারিচর
– ভাঙ্গালো চর
– অগ্নিবাণীচর
– কোনটাই নয়

10. এভারেস্ট জয়ী প্রথম বাঙালি পুরুষ কে ?
– প্রেম দর্জি
– রাধানাথ শিকদার
– সত্যব্রত মজুমদার
– সত্যব্রত দাম

11. সান্দাকফুর উচ্চতা কত মিটার ?
– ৩৩৬০
– ৩৬৩০
– ৩৬০৩
– ৩৭২৩

12. দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
– ঋষিলা
– গোর্গাবুরু
– বাগমুন্ডি
– টাইগার হিল

13. কলকাতাকে কে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন ?
– ওয়ারেন হেস্টিংস
– লর্ড কর্নওয়ালিস
– রবার্ট ক্লাইভ
– লর্ড ডালহৌসি

14. পশ্চিমবঙ্গের ক্ষুদ্র জনগোষ্ঠী কোনটি ?
– মান্ডি
– সাঁওতাল
– ভিল
– টোটো

15. শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত ?
– বীরভূম
– দার্জিলিং
– পুরুলিয়া
– বাঁকুড়া

16. বীরভূমের মামা ভাগ্নে পাহাড় কি ধরনের ?
– তরঙ্গায়িত
– সঞ্চয়জাত
– ক্ষয়জাত
– কোনোটিই নয়

17. ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম ?
– ঝাড়খন্ড 
– উড়িষ্যা
– অসাম
– বিহার

18. এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা কে ?
– শিপ্রা দাস
– মোনি মুলেপতি
– কুঙ্গা ভুটিয়া
– শিপ্রা মজুমদার

19. হিমালয় পর্বতের পাদদেশের পশ্চিমাংশ কি নামে পরিচিত ?
– তরাই অঞ্চল
– ডুয়ার্স অঞ্চল
– রাঢ় অঞ্চল
– স্টেপ অঞ্চল

20. কোন দ্বীপে কপিল মুনির আশ্রম অবস্থিত ?
– ফ্রেজারগঞ্জ
– কাকদ্বীপ
– সাগরদ্বীপ
– সজনেখালি

21. আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় কোন দেশের সমান ?
– ভিয়েতনাম
– হাঙ্গেরি
– ডেনমার্ক
– সুইজারল্যান্ড

22. গরুমারা কি ?
– একটি অভয়ারণ্য
– বাঘের একটি প্রজাতি
– একটি ম্যানগ্রোভ গাছ
– সুন্দরবনের একটি উপজাতি সম্প্রদায়