GI Reasoing Quiz For All Competitive Exam Part - 8 | জেনারেল ইন্টেলিজেন্স রীজনিং কুইজ পর্ব - ৮

এই পোস্টটি সাধারণত সরকারি চাকরির পরীক্ষা গুলোতে আসা রিজনিং টেস্ট GI Reasoing Quiz For All Competitive Exam Part - 8| জেনারেল ইন্টেলিজেন্স রীজনিং কুইজ পর্ব - ৮ পোস্টটি করা হয়েছে। এই পোস্টটিতে ২০টি প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা বিনামূল্যে এই টেস্টটি দিতে পারবে।

1. Mirror: Reflection : : Water: ?

Conduction
Immersion
Evaporation
Refraction

2. রিংকী, প্রিয়া ও বীণার থেকে বয়সে ছোট। বীণা, সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট। কে বয়সে সবথেকে বড়?

রিংকী
প্রিয়া
বীণা
অনির্ণেয়

3. আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পর কী বার হবে?

শনিবার
শুক্রবার
রবিবার
বুধবার

4. নীচের বর্ণমালায় কতগুলি ‘L’ আছে যার পূর্বে R এবং ঠিক পরে T আছে?

ZQSTLRMNQNRTUVXRLTALTQLT

2
3
1
0

5. Atom: Molecule Cell : ?

Matter
Tissue
Organ
Organism

6. যদি A-র ভাই F হয়; C, A-র কন্যা হয়; K, F-এর বোন হয় এবং J , C-এর ভাই হয়; তবে J-এর কাকা কে?

K
A
F
C

7. নীচের সিরিজটির শূন্যস্থানগুলি পর পর কোন বর্ণমালাগুলি দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে?

ab_bca_ab_bc_ca

ccab
bcca
caca
cbab

8. যদি AB মানে 25, BC মানে 57 এবং BD মানে 58 হয়, তবে CADB=?

7285
2578
8752
5827

9. নীচের কোনটি অন্যদের থেকে আলাদা?

F
N
W
A

10. কোনো সাংকেতিক ভাষায় 'DISTANCE কে লেখা IDTUBECN এবং DOCUMENT কে লেখা হয় হয় ODDVNTNF। তাহলে ওই সাংকেতির ভাষায় ' THURSDAY ' কিভাবে লেখা হবে?

DTVSTEYA
HTVSTYAD
HTVSTYDA
HTTQRYAD

11. যদি Q' মানে 'যোগ', 'J' মানে 'গুণ', 'T' মানে 'বিয়োগ' এবং 'K' মানে 'ভাগ' হয়, তবে, 30 K 2 Q 3 J 6 T 5 = ?

18
103
31
28

12. A. দক্ষিণদিকে 2 কিমি হাঁটার পর ডানদিকে ঘোরে এবং 5 কিমি হাঁটে। এরপর বাঁদিকে ঘুরে 3 কিমি হাঁটে এবং পুনরায় বাঁদিকে ঘুরে 5 কিমি হাঁটে। A তার যাত্রা শুরু জায়গা থেকে কোন দিকে আছে?

পশ্চিম
দক্ষিণ
পূর্ব
দক্ষিণ- পূর্ব

13. A,P, R,X,S এবং Z একটি সারিতে বসে আছে। S এবং Z কেন্দ্রে এবং A ও P দুধারে বসে আছে। R, A-র বাঁ দিকে বসলে, P-এর ডানদিকে কে বসেছে?

A
Z
X
S

14. প্রশ্নবোধক (?) স্থানে কী বসবে? M, N, O, L, R, I, V, ?

H
S
E
K

15. নীচের কোন ছবিটি টেনিসপ্রেমী, ক্রিকেটার ও ছাত্রদের সম্পর্ক নির্দেশ করবে?

নীচের কোন ছবিটি টেনিসপ্রেমী, ক্রিকেটার ও ছাত্রদের সম্পর্ক নির্দেশ করবে?
A
B
C
D

16. যদি HEMA = 27 হয়, তবে VELU = ?

42
54
56
60

17. যদি ARUL = 52 হয়, তবে BINA = = ?

30
42
25
26

18. যদি EXAMINATION = 125 হয়, তবে HANDWORK=?

96
98
250
521

19. প্রশ্নবোধক (?) স্থানে কী বসবে?

প্রশ্নবোধক (?) স্থানে কী বসবে?
22
8
32
14

20. যদি GO = 32 ও SHE = 49 হয়, তবে SOME = ?

62
60
56
66