GI & Reasoning Online Mock Test in Bengali Part - 1

GI & Reasoning Online Mock Test in Bengali Part - 1 | জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং মক টেস্ট পর্ব – ১

1. একটি নির্দিষ্ট নিয়ম মেনে নীচের টেবিলে সংখ্যাগুলি বসানো হয়েছে । '?' চিহ্নিত স্থানের সঠিক সংখ্যাটি কত হবে ?

একটি নির্দিষ্ট নিয়ম মেনে নীচের টেবিলে সংখ্যাগুলি বসানো হয়েছে । '?' চিহ্নিত স্থানের সঠিক সংখ্যাটি কত হবে ?
35
37
39
41

2. একটি ঘনকাকৃতি ছক্কার ঘুঁটির দুটি অবস্থান দেখানো হয়েছে । ঐ ঘুঁটির যে তলে 3 টি dot আছে ঠিক তার বিপরীত তলে কয়টি dot থাকবে ?

একটি ঘনকাকৃতি ছক্কার ঘুঁটির দুটি অবস্থান দেখানো হয়েছে । ঐ ঘুঁটির যে তলে 3 টি dot আছে ঠিক তার বিপরীত তলে কয়টি dot থাকবে ?
3
4
5
6

3. নীচের গুণের সংখ্যাটিতে '●‘ চিহ্নিত স্থানদুটিতে কোন কোন সংখ্যা বসবে ?

নীচের গুণের সংখ্যাটিতে '●‘ চিহ্নিত স্থানদুটিতে কোন কোন সংখ্যা বসবে ?
8,4
6,8
4,8
8,6

4. A ও B -এর আয়ের অনুপাত হল 3 : 2 এবং 5 : 3 হল তাদের ব্যয়ের অনুপাত । যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায়, তাহলে B -এর আয় হল—

3000 টাকা
4000 টাকা
600 টাকা
800 টাকা

5. লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো –

লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো –
0
8
125
216

6. কিতন কে দেখিয়ে নম্রতা বলল ও আমার বাবার একমাত্র ছেলের ছেলে কিতনের মা নম্রতার সাথে কীভাবে সম্পর্কিত?

কাকিমা
বৌদি
বোন
কোনটাই নয়

7. একজন ভদ্রমহিলা একজন ভদ্রলোকের ছবি দেখিয়ে বললেন এই ভদ্রলোকের স্ত্রী হলেন আমার শাশুড়ির একমাত্র পুত্র বধু তবে ভদ্রলোকটি ভদ্র মহিলার সাথে কীভাবে সম্পর্কিত ?

মা ছেলে
স্বামী-স্ত্রী
ভাই বোন
কোনটাই নয়

8. SUNDAY = 18 , MONSOON = 21 , YEAR = 12 তাহলে THURSDAY = কত ?

98
105
24
কোনটাই নয়

9. বেমানান কি নির্বাচন করুন

ANTIR
CUTKR
ADRO
TMAR

10. 4 জন বালক একটি সারিতে বসেছে। B, G - এর পাশে বসেছে, কিন্তু G, R এর পাশে বসে নি। যদি R,F- এর পাশে না বসে, তবে F এর পাশে কে বসেছে ?

G
B
B এবং G
কেউই না

11. 0, 7, 26, 63, 124, 215, ?

324
272
342
296

12. 6503 : 6003; 7615 : 7115; 8886 : ?

8136
8536
8386
8268

13. 5760, 960, ? ,48, 16, 8

120
160
192
240

14. আমি দক্ষিণ দিকে মুখ করে আছি । এবার আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 135° কোণে ঘুরলাম । তারপর আমি আবার সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে আবার 45° কোণ বরাবর ডানদিকে ঘুরলাম। এখন আমি কোন দিকে মুখ করে আছি ?

পূর্ব
পশ্চিম
উত্তর
দক্ষিণ

15. TU98 : UV97; JK93 : KL92; PQ73 : ?

73RS
72RS
RS73
QR72