কলকাতা পুলিশ কনস্টেবল মকটেস্ট পর্ব - 1

1. তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত?

দামোদর
কুলিক
মহানন্দা
ময়ূরাক্ষী

2. কৌলিন্য প্রথা কে প্রচলন করেন?

বিজয় সেন
লক্ষণ সেন
তানসেন
বল্লাল সেন

3. সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি হয় কোন আলোতে?

নীল আলোতে
সাদা আলোতে
লাল আলোতে
সবগুলোই

4. ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প হল?

মহানন্দা ভ্যালি কর্পোরেশন
হুগলি ভ্যালি কর্পোরেশন
দামোদর ভ্যালি কর্পোরেশন
রূপনারায়ণ ভ্যালি কর্পোরেশন

5. জলপাইগুড়ির টেমস বলা হয় কোন নদী কে?

তিস্তা নদী
মহানন্দা নদী
কুলিক নদী
করলা নদী

6. হৃদপিন্ডের উপরের আবরণীকে কি বলে?

মায়োকার্ডিয়াম
পেরিকার্ডিয়াম
এন্ডোকার্ডিয়াম
মেসোকার্ডিয়াম

7. Ballabhpur Wildlife Sanctuary পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

বীরভূম
বাঁকুড়া
পুরুলিয়া
দার্জিলিং

8. পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়?

বীরভূম
পুরুলিয়া
বাঁকুড়া
দার্জিলিং

9. তুঙ্গ ভদ্রা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?

কর্ণাটক
উত্তর প্রদেশ
সিকিম
তামিলনাড়ু

10. প্রতি 1° দ্রাঘিমার সময়ের পার্থক্য কত?

১ মিনিট
৪ মিনিট
৭ মিনিট
৯ মিনিট

11. নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত?

কালিম্পং
পুরুলিয়া
আলিপুরদুয়ার
হুগলি

12. পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত?

বাঁকুড়া
পুরুলিয়া
বীরভূম
হুগলি

13. গয়টার নিচের কোনটির অভাবে হয়?

ভিটামিন A
ভিটামিন D
আয়োডিন
কোনটিই নয়

14. কংসাবতী বাঁধ কোন জেলায় অবস্থিত?

হুগলি জেলায়
পুরুলিয়া জেলায়
বাঁকুড়া জেলায়
কোচবিহার জেলায়

15. কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কোথায় অবস্থিত?

মুম্বাই
পাটনা
শিলিগুড়ি
কলকাতা