WBCS Executive (Prelims + Mains) Mock Test Ep – 1

✓ আগত WBCS এর পরীক্ষার প্রস্তুতির জন্য কুইজ টেস্ট, পিডিএফ, নোটস বিনামূল্যে পেতে আমাদের ওয়েবসাইট - AskMore.In এ ও আমাদের টেলিগ্রাম চ্যানেল @askmore_in এ কে প্রতি নিয়ত ফলো করুন । By – AskMore.In Team

1. পারদ ছাড়া অপর তরল ধাতু হল-

গ্যালিয়াম
রেডিয়াম
জার্মেনিয়াম
প্যালাডিয়ান

2. বৈদ্যুতিক হিটারের কয়েল কি দিয়ে তৈরি?

ব্রাস
কোবাল্ট
নাইক্রোম
কপার

3. ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি?

কচ্ছ
উত্তর দিনাজপুর
মাহে
থানে

4. ভারতের বর্তমানে সবচেয়ে জনবহুল জেলা কোনটি?

হাওড়া
উত্তর 24 পরগনা
পাটনা
এন.সি.আর

5. রামগঙ্গা পরিকল্পনা কোন রাজ্যে সাথে জড়িত –

পশ্চিমবঙ্গ
ঝাড়খন্ড
বিহার
উত্তরাখণ্ড

6. নিম্নলিখিত কোন শহরটি উৎসবের শহর নামে পরিচিত?

কলকাতা
শ্রীনগর
মাদুরাই
বেনারস

7. 'নতুন জাতীয় শিক্ষানীতি 2020' কোন শিক্ষানীতিকে প্রতিস্থাপন করল?

জাতীয় শিক্ষানীতি 1991
জাতীয় শিক্ষানীতি 1998
জাতীয় শিক্ষানীতি 1986
জাতীয় শিক্ষানীতি 1968

8. 'বন্দিপুর জাতীয় উদ্যান' কোন রাজ্যে অবস্থিত?

কর্ণাটক
কেরালা
তামিলনাড়ু
রাজস্থান

9. কাটুম কুটুম এর আবিষ্কর্তা কে ?

রবীন্দ্রনাথ ঠাকুর
হরিচাঁদ ঠাকুর
গগনেন্দ্রনাথ ঠাকুর
অবনীন্দ্রনাথ ঠাকুর

10. আলেয়া কোন গ্যাসের জন্য হয়?

মিথেন
অ্যামোনিয়া
হাইড্রোজেন
হিলিয়াম

11. কোন সম্রাট কবিরাজ নামে খ্যাত?

অশোক
কনিষ্ক
সমুদ্র গুপ্ত
এদের কেউই নন

12. আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয়?

২৫ এপ্রিল
২ ফেব্রুয়ারি
২২ সেপ্টেম্বর
২২ মে

13. ভোরঘাট পাস কোথায় অবস্থিত?

কর্নাটকে
সিকিমে
মহারাষ্ট্রে
কেরলে

14. ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে?

রঘুরাম রাজন
উর্জিত প্যাটেল
শক্তিকান্ত দাস
এদের কেউই নন

15. উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়?

রায়গঞ্জ
শিলিগুড়ি
ইসলামপুর
বালুরঘাট