WBPSC Food SI Practice Set - 5 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF
WBPSC Food SI Practice Set - 5 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF
1. মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি ?
Ⓐ পাকস্থলী
Ⓑ লালা গ্রন্থি
Ⓒ ক্ষুদ্রান্ত
Ⓓ যকৃত
2. আফ্রিকার কঙ্গো নদীর অপর নাম কি ?
Ⓐ জাইরে
Ⓑ মিসিসিপি
Ⓒ মাজুলি
Ⓓ মাথাভাঙ্গা
3. নীল নদ কোথায় পতিত হয়েছে ?
Ⓐ আরব সাগরে
Ⓑ ভূমধ্যসাগরে
Ⓒ লোহিত সাগরে
Ⓓ ভারত মহাসাগরে
4. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে ?
Ⓐ মন্থকূপ
Ⓑ বদ্বীপ
Ⓒ মগ্নচড়া
Ⓓ গিরিখাত
❑ আরও দেখুন : ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট – ২
5. কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয় ?
Ⓐ ব্যাবিলনে
Ⓑ এথেন্সে
Ⓒ ভারতে
Ⓓ পারস্যতে
6. ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর আখ্যা কে
দিয়েছেন ?
Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓑ কালিদাস
Ⓒ দয়ায়ুস
Ⓓ ভিন্ট সেন্ট স্মিথ
7. বেসবল কোন দেশের জাতীয় খেলা ?
Ⓐ তুরস্ক
Ⓑ আমেরিকা
Ⓒ জাপান
Ⓓ ভ্যাটিকান সিটি
8. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি ?
Ⓐ লোহা
Ⓑ তামা
Ⓒ সোনা
Ⓓ রুপা
❑ আরও দেখুন : ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট – ৪
9. সবুজ বিপ্লবের জনক ড. নরম্যান বোরলগ কোন ফসলের
আবিষ্কার করেন ?
Ⓐ ভুট্টা
Ⓑ পাট
Ⓒ উচ্চ ফলনশীল গম
Ⓓ ধান
10. পৃথিবীর সবচেয়ে বড়ো ফুল কোনটি ?
Ⓐ লিলি
Ⓑ ডালিয়া
Ⓒ রেড চ্যাম্পিয়ন
Ⓓ র্যাফলেশিয়া
11. পৃথিবীর কফির পাত্র বলা হয়-
Ⓐ পেরুকে
Ⓑ কলম্বিয়াকে
Ⓒ ভেনেজুয়েলাকে
Ⓓ ব্রাজিল কে
12. অশোক সিংহাসনে বসেন কত খ্রিস্ট পূর্বাব্দে?
Ⓐ 273
Ⓑ 295
Ⓒ 373
Ⓓ 1000
❑ আরও দেখুন : অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions) প্রাকটিস সেট - 2
13. সারা বছর ফোঁটে এমন ফুলের চাষকে কি বলে ?
Ⓐ ওলেরিকালচার
Ⓑ ফ্লোরিকালচার
Ⓒ পোমামকালচার
Ⓓ কোনটিই নয়
14. যে মহাকাশযান ভেঙে কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল, সেই
মহাকাশযান টির নাম কি ?
Ⓐ স্কাইল্যাব
Ⓑ কলম্বিয়া
Ⓒ সয়ুজ 8
Ⓓ সয়ুজ 11
15. কোন বিদ্রোহের অপর নাম উলগুলান ?
Ⓐ মুন্ডা বিদ্রোহ
Ⓑ পাইক বিদ্রোহ
Ⓒ সাঁওতাল বিদ্রোহ
Ⓓ ফকির বিদ্রোহ
16. কাশ্মীরি ভাষাগত মানুষজন ভারতের কোন রাজ্যে বসবাস
করেন?
Ⓐ কাশ্মীর উপত্যকা
Ⓑ পাঞ্জাব
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ পশ্চিমবঙ্গ
17. পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি ?
Ⓐ সুয়েজ খাল
Ⓑ গ্ৰ্যান্ড ক্যানেল
Ⓒ পানামা খাল
Ⓓ কোনটাই নয়
18. শুষ্ক বরফ বলতে কোন যৌগকে বোঝায় ?
Ⓐ কঠিন N2
Ⓑ কঠিন O3
Ⓒ কঠিনCO2
Ⓓ কঠিন O2
❑ আরও দেখুন : অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions) প্রাকটিস সেট - ১
19. "ইন্ডিকা" গ্রন্থটির রচয়িতা কে ?
Ⓐ মেগাস্থিনিস
Ⓑ কলহন
Ⓒ নিয়াকাস
Ⓓ সেলুকাস
20. মধ্যপন্থার উদ্ভাবক কে?
Ⓐ গৌতম বুদ্ধ
Ⓑ মহাবীর
Ⓒ পার্শ্বনাথ
Ⓓ এদের কেউই নয়
❑ Note :: পিডিএফ ফাইলে উত্তর পত্র দেওয়া রয়েছে।