WBPSC Food SI Practice Set - 2 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF
WBPSC Food SI Practice Set - 2 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF
Food SI Practice Set - 2
1. প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন?
[A] কপিল দেব
[B] অনিল কুম্বলে
[C] রবি শাস্ত্রী
[D] হরভজন সিং
2. নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন?
[A] পুদুচেরি
[B] দমন ও দিউ
[C] লাক্ষাদ্বীপ
[D] আন্দামান ও নিকোবর
3. প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমী পুরস্কার পান?
[A] মহাশ্বেতা দেবী
[B] মহাদেবী বর্মা
[C] অমৃতা প্রীতম
[D] ইন্দিরা গোস্বামী
4. হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত?
[A] তবলা
[B] শরোদ
[C] বাঁশি
[D] সানাই
আরোও দেখুন : ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট - ৩
5. পঞ্চতন্ত্র কোন বিষয়ে নিয়ে আলোচনা করে?
[A] অর্থনীতি
[B] গণিত
[C] শারীরবিদ্যা
[D] নৈতিকতা এবং আচরণ
6. প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায়?
[A] ইন্দিরা গান্ধী
[B] সরোজিনী নাইড
[C] মীরাবাঈ
[D] রানী লক্ষ্মীবাঈ
আরোও দেখুন : ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট - ৪
7. পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?
[A] ভ্যাটিকান সিটি
[B] লাইখটেনস্টাইন
[C] মোনাকো
[D] জিব্রালটর
8. অমরনাথ কোথায় অবস্থিত?
[A] জম্মু-কাশ্মীর
[B] হিমাচল প্রদেশ
[C] উত্তর প্রদেশ
[D] কোনোটিই নয়
9. জিম্বাবুয়ের প্রাক্তন নাম কি?
[A] রোডেসিয়া
[B] মালে
[C] নামিবিয়া
[D] জিঞ্জিবার
10. মুঘল যুগের তাম্র মুদ্রার নাম কি ছিল?
[A] মনা
[B] নিষ্ক
[C] টাকা
[D] দাম
আরোও দেখুন : ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট - ৩
❑ Tags:: WBPSC Food SI Book PDF Download, Wbpsc food si practice set pdf download,Food SI Practice Set Book, Exam bangla food si practice set, Food si practice set 2023 pdf, Food SI Practice Set 2,
❑ People also search for :: Food si math practice set pdf, Food si practice set pdf free download, Food SI Practice Set Book, WBPSC Food SI Book PDF Download, Food si practice set pdf 2023, Wbpsc food si practice set pdf download, Exam bangla food si practice set, Food si practice set 2023, Food si practice set 27, Food SI Practice Set 22, Food si practice set 1, Food si practice set 30
❑ Note :: পিডিএফ ফাইলে উত্তর পত্র দেওয়া রয়েছে।