Neighboring countries of India and important information | ভারতের প্রতিবেশী দেশসমূহ ও গুরুত্বপূর্ণ তথ্য [PDF]

Neighboring countries of India and important information | ভারতের প্রতিবেশী দেশসমূহ ও গুরুত্বপূর্ণ তথ্য [PDF]

Neighboring countries of India and important information  | ভারতের প্রতিবেশী দেশসমূহ ও গুরুত্বপূর্ণ তথ্য [PDF]
Neighboring countries of India and important information | ভারতের প্রতিবেশী দেশসমূহ ও গুরুত্বপূর্ণ তথ্য [PDF]

Neighboring countries of India and important information  | ভারতের প্রতিবেশী দেশসমূহ ও গুরুত্বপূর্ণ তথ্য

একনজরে ভারতের প্রতিবেশী দেশ :-

ভারতের মোট ৯টি প্রতিবেশী দেশ রয়েছে। যথা- ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, চীন, আফগানিস্তান, নেপাল,। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ চীন এবং ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ। 
ভুটান
❐ অবস্থান : ভারতের উত্তরদিকে অবস্থিত।
❐ আয়তন : ৩৮৩৯৪ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : থিম্পু। 
❐ মুদ্রা : গুলট্রাম। 
❐ প্রধান ভাষা : জংখা। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : কুলাকাংড়ি (৭৫৫৪ মিটার)। 
❐ প্রধান নদনদী : মানস। 
❐ প্রধান কৃষিজ ফসল : ভুট্টা, ধান, যব, বার্লি, কমলালেবু, আপেল প্রভৃতি। 
❐ প্রধান শিল্প : সিমেন্ট, কাষ্ঠ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রভৃতি। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ৬৯৯ কিলোমিটার। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম ও পশ্চিমবঙ্গ। 
❐ পৃথিবীর প্রথম কার্বনমুক্ত দেশ হলো ভুটান। 
মালদ্বীপ
❐ অবস্থান : ভারতের দক্ষিণ দিকে অবস্থিত।
❐ আয়তন : ৩০০ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : মালে। 
❐ মুদ্রা : রুফিয়া। 
❐ প্রধান ভাষা : ধিভেহী। 
❐ প্রধান শিল্প : পর্যটন।
বাংলাদেশ 
❐ অবস্থান : ভারতের পূর্বদিকে অবস্থিত। 
❐ আয়তন : ১৪৮৪৬০ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : ঢাকা। 
❐ মুদ্রা : টাকা। 
❐ প্রধান ভাষা : বাংলা। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : কেওক্রাডং (১২৩০ মিটার)। 
❐ প্রধান নদনদী : পদ্মা, মেঘনা ও যমুনা। 
❐ প্রধান কৃষিজ ফসল : ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস, চা, আখ, তামাক, তৈলবীজ, আলু প্রভৃতি। 
❐ প্রধান শিল্প : পাট, বস্ত্র, চা, চিনি, কাগজ, সার, চামড়া প্রভৃতি। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ৪০৯৬.৭ কিলোমিটার (বৃহত্তম)। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। 
❐ ভারত ও বাংলাদেশের সীমারেখার নাম : তিন বিঘা করিডোর। 
পাকিস্তান
❐ অবস্থান : ভারতের পশ্চিমদিকে অবস্থিত।
❐ আয়তন : ৮৮১৯১৩ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : ইসলামাবাদ। 
❐ মুদ্রা : পাকিস্তানি রূপি। 
❐ প্রধান ভাষা : উর্দু। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : তিরিচমির (৭৭০৮ মিটার)। 
❐ প্রধান নদনদী : সিন্ধু। 
❐ প্রধান শিল্প : কৃষিজাত, খেলার সরঞ্জাম, সিমেন্ট, চিনি, সার প্রভৃতি শিল্প। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ৩৩২৩ কিলোমিটার। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও লাদাখ। 
❐ ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম : র‍্যাডক্লিফ লাইন, লাইন অব কন্ট্রোল। 
মায়ানমার
❐ অবস্থান : ভারতের পূর্বদিকে অবস্থিত।
❐ আয়তন : ৬৭৬৫৭৫ বর্গ কিলোমিটার।
❐ রাজধানী : নেপিডো। 
❐ মুদ্রা : কিয়াত। 
❐ প্রধান ভাষা : বর্মী। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : কাকাবোরাজি (৫৫৮১ মিটার)। 
❐ প্রধান নদনদী : ইরাবতী। 
❐ প্রধান শিল্প : বনজ, খনিজ, মাছ ধরা, কার্পাস, তেল শোধনাগার। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ১৬৪৩ কিলোমিটার। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। 
শ্রীলঙ্কা
❐ অবস্থান : ভারতের দক্ষিণদিকে অবস্থিত।
❐ আয়তন : ৬৫৬১০ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : শ্রী জয়বর্ধনপুর কোট্টে। 
❐ মুদ্রা : শ্রিলংকান রূপি। 
❐ প্রধান ভাষা : সিংহলী। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : পেড্রোতালাগালা। 
❐ প্রধান নদনদী : মহাবলী গঙ্গা। 
❐ প্রধান কৃষিজ ফসল : ধান, চা।
❐ পকপ্রণালী শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে। 
❐ শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়।
❐ ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে মান্নার উপসাগর অবস্থিত। 
চীন
❐ অবস্থান : ভারতের উত্তরদিকে অবস্থিত।
❐ আয়তন : ৯৬ লক্ষ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : বেজিং। 
❐ মুদ্রা : রেনমিনবি। 
❐ প্রধান ভাষা : ম্যান্ডারিন। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেস্ট। 
❐ প্রধান নদনদী : ইয়াং সি কিয়াং, হোয়াং হো 
❐ প্রধান কৃষিজ ফসল : ধান, গম, ভুট্টা, যব প্রভৃতি। 
❐ প্রধান শিল্প : খনিজ, লোহা, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য খনিজ, মোটর গাড়ি, রাসায়নিক উপাদান ও পণ্য, টয়লেট্রিজ, খেলনা, প্লাস্টিকজাত দ্রব্য, কার্পাস, যন্ত্রপাতি, উৎপাদন উপকরণ, ইলেক্ট্রনিক্স সামগ্রি প্রভৃতি। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ৩৯১৭ কিলোমিটার। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, লাদাখ। 
❐ ভারত ও চীনের সীমারেখার নাম : ম্যাকমোহন লাইন।
❐ জনসংখ্যার নিরিখে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশ চীন। 
আফগানিস্তান
❐ অবস্থান : ভারতের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।
❐ আয়তন : ৬৫২৮৬০ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : কাবুল। 
❐ মুদ্রা : আফগানি। 
❐ প্রধান ভাষা : পশতু, দারী। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : নোশাক।
❐ প্রধান নদনদী : হেলমন্দ। 
❐ প্রধান শিল্প : কৃষিজাত, চর্মজাত, কার্পেট, সিমেন্ট, সাইকেল প্রভৃতি শিল্প। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ১০৬ কিলোমিটার (ক্ষুদ্রতম)। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : লাদাখ। 
❐ ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম : ডুরাল্ড লাইন। 
নেপাল
❐ অবস্থান : ভারতের উত্তরদিকে অবস্থিত।
❐ আয়তন : ১৪৭৫১৬ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : কাঠমান্ডু। 
❐ মুদ্রা : নেপালি রূপি। 
❐ প্রধান ভাষা : নেপালি। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মিটার)। 
❐ প্রধান নদনদী : কালিগণ্ডক। 
❐ প্রধান কৃষিজ ফসল : ধান, পাট, জোয়ার, আখ, তৈলবীজ, কমলালেবু, আনারস, চা প্রভৃতি। 
❐ প্রধান শিল্প : পর্যটন শিল্প, কুটির শিল্প, কাগজ, পাট, চিনি প্রভৃতি। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ১৭৫১ কিলোমিটার। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড।  
❐ নেপালের দীর্ঘতম নদীর নাম কর্ণালী নদী। 
ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Neighbouring Countries of India
Subject : Geography
Size : 0.6 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

❐ Important Questions ::

প্রশ্নঃ ভারতের কোন প্রতিবেশী দেশের দৈর্ঘ্য সীমানা সবথেকে বেশি ?
উত্তরঃ বাংলাদেশ।
প্রশ্নঃ বাংলাদেশ ভারতের কোনদিকে অবস্থিত ?
উত্তরঃ পূর্বদিকে।
প্রশ্নঃ নেপালের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ কর্ণালী নদী। 
প্রশ্নঃ ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি ?
উত্তরঃ চীন।
প্রশ্নঃ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?
উত্তরঃ মালদ্বীপ।
প্রশ্নঃ মায়ানমারের রাজধানীর নাম কি ?
উত্তরঃ নেপিডো (Naypyidaw)। 
প্রশ্নঃ শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ মহাবলী গঙ্গা।
প্রশ্নঃ দারুচিনির দ্বীপ কাকে বলা হয় ?
উত্তরঃ শ্রীলঙ্কাকে।
প্রশ্নঃ নেপালের রাজধানীর নাম কি ?
উত্তরঃ কাঠমান্ডু। 
প্রশ্নঃ নেপালের প্রধান কৃষিজ ফসলের নাম কি ?
উত্তরঃ ধান।
প্রশ্নঃ নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট। 
প্রশ্নঃ ভুটানের রাজধানীর নাম কি ?
উত্তরঃ থিম্পু। 
প্রশ্নঃ ভুটানের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ মানস।
প্রশ্নঃ বাংলাদেশের প্রধান শিল্প কোনটি ?
উত্তরঃ পাট শিল্প। 
প্রশ্নঃ মায়ানমারের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ ইরাবতী।
প্রশ্নঃ মায়ানমারের প্রধান কৃষিজ ফসল কোনটি ?
উত্তরঃ ধান।
প্রশ্নঃ পাকিস্তানের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ সিন্ধু।
প্রশ্নঃ পাকিস্তানের রাজধানীর নাম কি ?
উত্তরঃ ইসলামাবাদ।
প্রশ্নঃ আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ হেলমন্দ।