World at a Glance । পৃথিবী সম্পর্কিত তথ্য

World at a Glance । পৃথিবী সম্পর্কিত তথ্য এক নজরে বিশ্ব , World at a Glance , পৃথিবী সম্পর্কিত তথ্য – কিছু তথ্য দেওয়া রইলো । পৃথিবীর বয়স আনুমানিক 4.543 বিলিয়ন বছর পৃথিবীর মোট আয়তন 510, 940,000 বর্গ কিমি স্থলভাগ 148, 940, 000 বর্গ কিমি জলভাগ 361, 132, 000 বর্গ কিমি … এক নজরে বিশ্ব । World at a Glance । পৃথিবী সম্পর্কিত তথ্য Read More »

World at a Glance । পৃথিবী সম্পর্কিত তথ্য
World at a Glance । পৃথিবী সম্পর্কিত তথ্য

এক নজরে বিশ্ব । World at a Glance । পৃথিবী সম্পর্কিত তথ্য

এক নজরে বিশ্ব , World at a Glance , পৃথিবী সম্পর্কিত তথ্য – কিছু তথ্য দেওয়া রইলো ।

পৃথিবীর বয়স আনুমানিক 4.543 বিলিয়ন বছর
পৃথিবীর মোট আয়তন 510, 940,000 বর্গ কিমি
স্থলভাগ 148, 940, 000 বর্গ কিমি
জলভাগ 361, 132, 000 বর্গ কিমি
ভর 5.972 ×1024
ঘনফল 1.08321 ×1012Km3
সূর্য থেকে দূরত্ব 149.6 মিলিয়ন Km
চন্দ্র থেকে দূরত্ব 384, 400 Km
পৃথিবীর সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট (নেপাল)
পৃথিবীতে গভীরতম অংশ প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ
আহ্নিক গতির ঘূর্ণনের সময় 23 ঘণ্টা 56 মিনিট 40.91 সেকেন্ড
বার্ষিক গতির ঘূর্ণনের সময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট
উপগ্রহ চাঁদ
মোট মহাদেশ 7 টি
এশিয়া,
আফ্রিকা,
ইউরোপ,
উত্তর আমেরিকা,
দক্ষিন আমেরিকা,
অস্ট্রেলিয়া,
আন্টার্টিকা
মোট মহাসাগর 5 টি
প্রশান্ত
আটলান্টিক
ভারতীয়
আর্কটিক , এবং
দক্ষিণ।
বৃহত্তম মহাদেশ এশিয়া (আয়তনে )
ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া (আয়তনে)
বৃহত্তম দেশ রাশিয়া (আয়তনে)
চীন (জনসংখা )
ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি ( আয়তন ও জনসংখ্যা)
বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর
ক্ষুদ্রতম মহাসাগর আর্কটিক মহাসাগর
দীর্ঘতম নদী নীল নদ
বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর
পৃথিবীর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

পৃথিবীর সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য

  • একমাত্র গ্রহ যেখানে প্রাণের সন্ধান মিলেছে।
  • পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয়, সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ
  • পৃথিবীকে বলা হয় Blue Planet বা Blue Marble
  • সূর্যের আলোকরশ্মি পৃথিবীতে পৌঁছুতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেণ্ড।
  • পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট।
  • মহাশূন্যে পৃথিবীর গতিবেগ ঘণ্টায় ৬৬,৭০০ মাইল।
  • পৃথিবীর মোট জলের মাত্র ৩% সুপেয়।
  • পৃথিবীর মোট স্থলভাগের শতকরা ৩০ ভাগ দখল করে আছে এশিয়া মহাদেশ। মোট জনসংখ্যার শতকরা ৬০ ভাগ বাস করে এশিয়া মহাদেশেই।
  • ভেনিজুয়েলার Angel Falls পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত
  • রাশিয়ার বৈকাল হ্রদ (Baikal Lake) পৃথিবীর সবচেয়ে গভিরতম হ্রদ এর গভীরতা ৫৩১৫ ফুট।