NTPC Online Mock Test In Bengali Part - 9

নমস্কার সকলকে, আজকের কুইজ টি NTPC উপর Online Mock Test In Bengali এর 9 নম্বর পর্বে। এই কুইজ টেস্ট পর্বে ১৫ টি প্রশ্ন আছে, কোনো সময় ধার্য নেই। এই quiz test এ Grade সিস্টেম আছে, যথা A Grade, B Grade, ও C গ্রেড, যদি তোমরা A পেয়ে থাকো এই Test টিতে তাহলে তোমাদের প্রস্তুতি ঠিক চলছে, যদি তোমরা B পেয়ে থাকো তবে তোমাদের প্রস্তুতি আরো বাড়াতে হবে এবং যদি তোমরা C পেয়ে থাকো তবে তোমরা কোনো চাকরী পরীক্ষার জন্য প্রস্তুতি নও। আশা করছি তোমরা সবাই A এই পাবে, এবং সম্পূর্ণরূপে সফল হবেই। তাহলে চলো দেরি না করে এই কুইজ প্রতিযোগিতাই অংশ গ্রহণ করে কে কত পেয়েছো সেটা আমাদের "Telegram" চ্যানেল "AskMore.In :: Online Job Exam Preparation" - এ জানাও।

1. গ্ৰিন হাউস-এর প্রভাব বিস্তার কারী সর্বাধিক ক্ষতিকারক গ্যাস হল-

NO2
CFC
CO2
CH4

2. রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়-

১৮৮২
১৮৮৭
১৮৯৯
১৮৯৭

3. মিথেন গ্যাসের উৎস হল-

সমুদ্র
দাবানল
মৃত্তিকা
ধানক্ষেত

4. সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা ছিল-

বাণিজ্য
শিকার
পশুপালন
কৃষিকাজ

5. ভারতে সিভিল সার্ভিসের জনক হল-

লর্ড ডালহৌসি
সুরেন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়
জেনারেল ডায়ার
কর্নওয়ালিস

6. ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়-

কেশব চন্দ্র সেন
ডি এল রায়
স্বদেশরঞ্জন মিত্র
রামমোহন রায়

7. ওজোন স্তরে ওজোন গ্যাসের সংকেত হল-

O3
O2
O4
O+O

8. ডিরোজিও যে ছদ্মনাম ব‍্যবহার করেছেন তা হল-

জুভেনিস
কনিষ্ক
চাঁদকীট
কালকুট

9. বিশ্বের বৃহত্তম ঘনবসতি শহর হল-

চেন্নাই
হংকং
লন্ডন
প্যারিস

10. আগ্নেয়গিরি থেকে নির্গত একটি বায়ুদূষণকারী গ্যাস হল-

H2S
H2O
N2
O2

11. সুপ্রিমকোর্টের বিচারপতি অবসর গ্ৰহণ করেন-

৫৮বছরে
৬০ বছরে
৬৫ বছরে
৭০ বছরে

12. জলের থেকেও ঘনত্ব কম এমন গ্ৰহ হল-

বুধ
শনি
ইউরেনাস
বৃহস্পতি

13. মাধ‍্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি দেখা যায়-

বুধ
শুক্র
পৃথিবী
বৃহস্পতি

14. দ্রাঘিমারেখার সংখ্যা হল-

১৮০টি
১৭৮টি
৩৬০টি
কোনটিই নয়

15. বায়ুমণ্ডলের .....স্তরকে ক্ষুদ্রমন্ডল বলে ?

ট্রপোস্ফিয়ার
স্ট‍্যাটোস্ফিয়ার
মেসোস্ফিয়ার
এক্সোস্ফিয়ার