Railway Group D Mock Test Bengali Part - 2

নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের কুইজ specially রেলওয়ে গ্রুপ - ডি এর কুইজ টেস্ট। এই টেস্টটি তে বাছাই করা প্রশ্ন দেওয়া হয়েছে যে গুলো রেলওয়ে পরীক্ষা গুলোতে দিয়ে থাকে। তোমাদের কথা মাথায় রেখেই আজকের পোষ্টটি দেওয়া হলো তোমরা সবাই মক টেস্ট টি বিনামূল্যে দাও ও বন্ধুদের জানাও Railway Group D Mock Test | Railway Exam | Part - 2 In Bengali

1. নিচের কোনটির প্রাচীন নাম ছিল কুরুক্ষেত্র?

দিল্লি
পানিপথ
আগ্রা
ফরিদাবাদ

2. ইবন বতুতা _____ এর একজন আরব ভ্রমনকারী এবং অভিযাত্রী ছিলেন ? (Rail Gr. D 2018)

স্পেন
চীন
মরক্কো
গ্রীস

3. প্রান্তগুলির চারপাশের কলা এবং কাণ্ডের বৃদ্ধিকে ____ বলা হয় ? (Rail Gr. D 2018)

উল্লম্ব মেরিস্টেম্যাটিক কলা
ল্যাটেরাল মেরিস্টেমেটিক কলা
আপিক মেরিস্টেম্যাটিক কলা
ক্যাম্বিয়াম

4. সুলতানি যুগের প্রধান ভাষা কি ছিল?

পারসিক
হিন্দি
ফার্সি
আরবি

5. ভরবেগ = ______ ? (Rail Gr. D 2018)

ভর / আয়তন
ভর × ত্বরণ
ভর × বেগ
ভর × ঘনত্ব

6. বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র যা বৈদ্যুতিক শক্তি রূপান্তর করে ? (Rail Gr. D 2018)

স্থিতিশক্তিতে
রাসায়নিক শক্তিতে
উজ্জ্বল শক্তিতে
যান্ত্রিক শক্তিতে

7. দিল্লির মোতি মসজিদ কোন মোগল সম্রাটের স্থাপত্যকীর্তি?

হুমায়ুন
জাহাঙ্গীর
শাহজাহান
ঔরঙ্গজেব

8. শৈবাল হল সবথেকে প্রাচীন উদ্ভিদ এবং এদেরকে পাওয়া যায় কেবলমাত্র ? (Rail Gr. D 2018)

জল
বালিতে
বাতাসে
কাদায়

9. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? (Rail Gr. D 2018)

মার্কিন যুক্তরাষ্ট্র
চীন
সিঙ্গাপুর
কানাডা

10. একটি অনুভূমিক তলের পরিবর্তে একটি একই ধরণের নততলের ওপর কোনো বস্তুকে রাখলে ঘর্ষন বলের মান কম হয় কারণ ?

ঘর্ষন গুনাঙ্ক হ্রাস পায়
লম্ব প্রতিক্রিয়া হ্রাস পায়
কার্যকর ভর হ্রাস পায়
কোনটি নয়

11. কী ধরনের বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হবে?

প্রতিসম বস্তুর
দীর্ঘ বস্তুর
খর্ব বস্তুর
অপ্রতিসম বস্তুর

12. নিচের কোনটি সর্বাধিক নমনীয় ? (Rail Gr. D 2018)

গোল্ড
লিথিয়াম
টাইটানিয়াম
পারদ

13. নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে?

জল
বরফ
সালফিউরিক অ্যাসিড
অ্যাসিটিক অ্যাসিড

14. কনিষ্কের রাজধানীর নাম কি?

পুরুষপুর
তক্ষশীলা
কর্ণসুবর্ণ
উজ্জয়িনী

15. ডাল্টনের পারমাণবিক তত্ত্ব এর জন্য একটি ব্যাখ্যা প্রদান করেছে ? (Rail Gr. D 2018)

রাসায়নিক সংমিশ্রণ এবং নিৰ্দিষ্ট অনুপাতের নীতি
নিৰ্দিষ্ট অনুপাত এবং রাসায়নিক সংমিশ্রন নীতি
ভর সংরক্ষণ এবং নিৰ্দিষ্ট অনুপাতের নীতি
ভর সংরক্ষণ এবং রাসায়নিক সংমিশ্রন নীতি