Online GK Mock Test in Bengali Part - 40

1. পঞ্চাশের মন্বন্তর কবে হয়েছিল?

১৯৪১ সালে
১৯৪৩ সালে
১৯৪৫ সালে
১৯৫৬ সালে

2. পিরপাঞ্জাল রেল সুরঙ্গ ভারতের কোথায় অবস্থিত?

কেরালা
ভুবনেশ্বর
তামিলনাডু
জম্মু-কাশ্মীর

3. মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত?

বিহার
তামিলনাড়ু
কর্ণাটক
আসাম

4. মগধের প্রথম রাজধানী কোথায় ছিল?

পাটলিপুত্র
রাজগৃহ
বৈশালী
কাশি

5. টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন?

হায়দ্রাবাদ
মহীশুর
বিজাপুর
গোলকুন্ডা

6. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?

স্কন্দগুপ্ত
চন্দ্রগুপ্ত
সমুদ্রগুপ্ত
অশোক

7. মধুবনি চিত্রকলার জন্য কোন রাজ্য বিখ্যাত –

পশ্চিমবঙ্গ
অসম
বিহার
ওড়িশা

8. মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?

গঙ্গা
কাবেরী
নর্মদা
তাপ্তি

9. চুনাপাথর কিসে রূপান্তরিত হয়?

ইট
বালি
মার্বেল
গ্রাফাইট

10. সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলে-?

হরপ্পা
মহেঞ্জোদারো
লোথাল
কোনটি নয়

11. কার্নো চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

১৯১২ সালে
১৯১৬ সালে
১৯২১ সালে
১৯২৫ সালে

12. গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা হয়?

হিলিয়াম
অক্সিজেন
নাইট্রোজেন
কার্বন ডাই অক্সাইড

13. সবচেয়ে হালকা মৌলিক পদার্থ হল-?

নাইট্রোজেন
কার্বন ডাই অক্সাইড
উদজান
লিথিয়াম

14. বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

আসাম
মিজোরাম
কর্ণাটক
দিল্লি

15. কাতারের মুদ্রার নাম কি?

ইউরো
রিয়াল
দিনার
ওন