অনলাইন জিকে কুইজ পর্ব – ৪২ | Online GK Quiz Episode - 42

1. ভারতীয় গন্ডার দের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কোনটি?

গরুমরা
জলদাপাড়া
সুন্দরবন
গীর

2. সবচেয়ে হালকা ধাতুর নাম কি?

হাইড্রোজেন
সোডিয়াম
লিথিয়াম
পারদ

3. তাপবিদ্যুৎ প্রভাব সর্ব প্রথম পর্যবেক্ষণ করেন কে?

মাদাম কুরি
আলফ্রেড নোবেল
থমাস সীবেক
কোনটাই নয়

4. পশ্চিমবঙ্গের কোন জেলায় রবার চাষ হয়?

মালদা
পশ্চিম মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর
জলপাইগুড়ি

5. নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?

6. তেলের ওপর জলের ফোটা পড়লে কেমন দেখতে লাগবে ?

তেলের ওপরে ছড়িয়ে যাবে
গোলাকৃতি হবে
তেলের সাথে মিশ যাবে
কোনটাই নয়

7. নীল(Indigo) কি জাতীয় রঞ্জক পদার্থ ?

ভ্যাট রঞ্জক
ক্ষারীয় রঞ্জক
আম্লিক রঞ্জক
ইনগ্রেন রঞ্জক

8. রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে?

হকি
ক্রিকেট
পোলো
টেনিস

9. Kuno Wildlife Sanctuary ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর প্রদেশ
মধ্যপ্রদেশ
সিকিম
কোনটিই নয়

10. কোষের মস্তিষ্ক কাকে বলা হয়?

থাইরক্সিন
নিউক্লিয়াস
আর্কিমিডিস
কোনটি নয়

11. সিখ খালসা নির্মাণ কে করেন ?

গুরু গোবিন্দ সিং
বুদ্ধদেব
গুরু চরণ সিং
কোনটাই নয়

12. রকেট কিসের সংরক্ষণের নীতির উপর কাজ করে?

ভরবেগ
গতিবেগ
শক্তি
কোনটাই নয়

13. মোলারিটি হলো ?

মোল/লিটার
লিটার/মোল
গ্রাম/লিটার
কোনটাই নয়

14. যেসব মৌলের পরমানু ক্রমাঙ্ক 9,17,35,53,তারা হলো ?

ক্ষার ধাতু
হ্যালোজেন
নিস্ক্রিয় মৌল
কোনটাই নয়

15. নিচের কোনটি আর্কিমিডিসের নীতি মেনে চলে ?

ল্যাকটোমিটার
ফ্যাদোমিটার
ব্যারোমিটার
কোনটাই নয়