Online GK Quiz Episode - 45 In Bengali For WBP Main

Online GK Quiz Episode - 45 In Bengali For WBP Main

1. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

নন্দা দেবী
টেরাম কাংরি
দোদাবেতা
কাঞ্চনজঙ্ঘা

2. ধাংড়ি কোন রাজ্যের একটি লোকনৃত্য?

মহারাষ্ট্র
হিমাচল প্রদেশ
মধ্যপ্রদেশ
উত্তরাখন্ড

3. বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কোন দেশে দেখতে পাওয়া যায়?

বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কোন দেশে দেখতে পাওয়া যায়?
নিউজিল্যান্ড
ভারত
অস্ট্রেলিয়া
মালদ্বীপ

4. মানুষের দশম করোটিয় স্নায়ু কোনটি?

অডিটর স্নায়ু
অ্যাডজাস্টর স্নায়ু
সেনসরি স্নায়ু
ভেগাস স্নায়ু

5. কানের মুখ্য শ্রবণ অঙ্গ কোনটি?

দ্বিনেত্র
কর্নিয়া
ককলিয়া
হিউমার

6. APPLE যদি কোডে PAPEL লেখা হয়, তাহলে ORGAN শব্দটি কে কি লেখা হবে?

ROHNA
RNAGO
ROGNA
NAGOR

7. একজন ব্যক্তিকে দেখিয়ে দুলাল বলল তার একমাত্র ভাই হল আমার মেয়ের বাবার বাবা। ব্যক্তিটি দুলালের কে হয়?

বাবা
জ্যাঠা
দাদু
ভাই

8. কোন নরপতির উপাধি ছিল বাতাপিকোন্ড?

প্রথম নরসিংহবর্মন
দ্বিতীয় পুলকেশি
প্রথম মহেন্দ্রবর্মন
কৃষ্ণদেব রায়

9. চলন্ত গাড়িতে পিছনে দেখার জন্য যে দর্পণ ব্যবহৃত হয় তা হল-

সমতল
অবতল
উত্তল
গোলাকার

10. দুটি সংখ্যার গসাগু 44 ও লসাগু 264 হলে এবং একটি সংখ্যা 88 হলে, অপর সংখ্যার দ্বিগুণ কত হবে?

132
264
528
244

11. 'ভারতের মুক্তার শহর' কাকে বলে?

মাদুরাই
হায়দ্রাবাদ
তুতিকরিন
কোয়েম্বাটুর

12. পর্যটনের প্রচারের উদ্দেশ্যে কোন রাজ্য সরকার প্রজেক্ট 'STREET' চালু করলো?

বিহার
ছত্তিশগড়
কেরল
ওডিশা

13. কত সালে বেথুন কলেজ স্থাপিত হয়েছিল?

1849
1847
1948
1848

14. কোন ব্যাক্টেরিয়ার কারণে মানবদেহে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে থাকে?

স্ট্রেপটোকক্কাস
সালমোনেল্লা
রুবেলা
মাইক্রোব্যাকটেরিয়াম

15. বাণেশ্বর মেলা কোন রাজ্যে উদযাপিত হয়?

তামিলনাড়ু
গুজরাট
রাজস্থান
পশ্চিমবঙ্গ

16. মুঘল শাসক আকবরের সমাধি কোথায় অবস্থিত?

মুঘল শাসক আকবরের সমাধি কোথায় অবস্থিত?
আগ্রা
ফতেপুরসিক্রি
সিকান্দ্রা
লাহোড়

17. SCD, TEF, UGH, ?, WKL '?' স্থানে কি হবে?

IJT
VIJ
CMN
UJI

18. দুটি ছাত্রের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের অনুপাত 3:7। যদি পরীক্ষায় প্রথম ছাত্র 150 পেয়ে থাকে তাহলে দ্বিতীয় ছাত্রের প্রাপ্ত নম্বর নির্ণয় কর।

200
350
150
250

19. ADMINISTRATION শব্দটি থেকে নীচের কোন শব্দটি তৈরী করা যাবেনা?

SITUATION
RATION
TRADITION
STRAIN

20. দুটি পরপর ছাড় 20% এবং 10% এর সমতুল্য ছাড় কত?

28%
32%
30%
25%