WBP Constable GK Mock Test In Bengali Ep – 5

প্রিয় পরীক্ষার্থী, এই টেস্ট টি WBP Constable GK Mock Test In Bengali Ep – 5 উপর নির্ভর করে দেওয়া হলো ।আগামী সমস্ত রকম পশ্চিমবঙ্গ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে । এই টেস্ট টি দিয়ে নিজেদের প্রস্তুতিতে যাচাই করে নিতে পারবে।

1. নিচের কোন দেশ বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সফলভাবে পরীক্ষা করেছে ?

রাশিয়া
ভারত
ফ্রান্স
কোনটাই নয়

2. শিক্ষার অধিকার আইন 2009 কোন বয়সের শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেয়?

3-11
6-14
6-11
কোনটাই নয়

3. মানবদেহের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি?

ত্বক
হৃদপিণ্ড
ফুসফুস
কোনোটাই নয়

4. মহানদী নদীর প্রধান অংশ কোন রাজ্যে অবস্থিত?

উড়িষ্যা
ছত্রিশগড়
ঝাড়খন্ড
কোনটাই নয়

5. ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়?

1954
1958
1965
কোনটাই নয়

6. বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত?

মনিপুর
মেঘালয়
আসাম
কোনটাই নয়

7. নিন্ম লিখিত বিকল্প গুলির মধ্যে কে 2015 সালে ভারতরত্নে ভূষিত হয়েছেন ?

বেজ ওয়াইড উইলসন
লালকৃষ্ণ আদভানি
অটল বিহারী বাজপাই
কোনটাই নয়

8. আকবরনামা এবং আইন-ই-আকবরী কে লিখেছেন ?

আকবর
আবুল ফজল
আব্দুল কাদির
কোনটাই নয়

9. এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস লিক হওয়ার সর্ততা হিসাবে তীব্র গন্ধ নির্গত করে?

মিথেন
ওডোনিল
ইথাইল মারকাপ্টান
এর সবগুলোই

10. কোঙ্কন নৌ মহড়া কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয় ?

ভারত ও চিন
ভারত ও বাংলাদেশ
ভারত ও ইউনাইটেড কিংডম
কোনোটাই নয়

11. নিচের কোন আন্দোলনের নেতৃত্বে মহতমা গান্ধী ছিলেন না ?

স্বদেশী আন্দোলন
আইন অমান্য আন্দোলন
ভারত ছাড়ো আন্দোলন
কোনটাই নয়

12. কোন রাজ্য ইথানল উৎপাদন প্রচার নীতি 2021 কার্যকারী করতে প্রথম রাজ্যে পরিণত হয়েছে?

পশ্চিমবঙ্গ
হরিয়ানা
বিহার
কোনোটাই নয়

13. গোদাবরী নদীর উৎপত্তি কোন রাজ্যে ?

ছত্রিশগড়
মহারাষ্ট্র
মধ্যপ্রদেশ
কোনটাই নয়

14. বৈদতিক হিটারে উত্তাপক উপাদান কোন ধাতু দিয়ে তৈরি?

সিলভার
সিসা
নাইক্রোম
কোনটাই নয়

15. পুরুষদের একক অস্ট্রেলিয়ান ওপেন 2019 কে জয়লাভ করেছে ?

রজার ফেডেরার
নোভাক জোকোভিচ
রাফায়েল নাদাল
কোনটাই নয়

16. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?

প্যারিস
সিডনি
লন্ডন
নিউইয়র্ক

17. বৈদ্যুতিক বাল্বে সাধারণত ভরা গ্যাসটি হল ?

হাইড্রোজেন
অক্সিজেন
আর্গন
কার্বন ডাই অক্সাইড

18. 2021 সালের জুলাই মাসে শ্রীধরণ পিল্লাই কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন?

গোয়া
কেরালা
কর্ণাটক
কোনটাই নয়

19. দ্বিনিষেক কোন উদ্ভিদের নিয়ম ?

টেরিডোফাইটা
অ্যানজিওস্পার্ম
ব্রায়োফাইটার
কোনটাই নয়

20. কোন রক্ত কণিকা অ্যান্টিবডি নামে প্রোটিন তৈরি করে ?

জলীয় বাষ্প
মিথেন
নাইট্রোজেন
কোনটাই নয়