Railway Group - D Mock Test in Bengali Part - 27

নমস্কার সকলকে, এই পোস্টটি শুধু মাত্র রেলের গ্রুপ ডি | Railway Group -D Mock Test in Bengali পরীক্ষার উপর সব প্রশ্ন গুলো তৈরি করা হয়েছে। এই Online Mock Test টি তে মোট ২০ টি প্রশ্ন দেওয়া রইলো, তোমরা এই প্রশ্ন গুলি অ্যাটেন্ড করে কে কত স্কোর করলে সেটা নীচে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভবিষ্যতে এই সমস্ত আগত পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে সেটা এই মক টেস্ট গুলো দিলেই জানতে পারবে।

1. জলের মধ্যে একটি বুদবুদ নিম্নলিখিত কোন্ বস্তুর মতাে কার্য করে?

উত্তল লেন্স
উত্তল প্রতিফলক
অবতল লেন্স
অবতল প্রতিফলক

2. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

জে.এল. নেহেরু
এম.এন.যোশী
মুজাফফর আহমেদ
লালা লাজপৎ রায়

3. লুধিয়ানা কোন্ নদীর তীরে অবস্থিত?

সিন্ধু
শতদ্রু
চন্দ্রভাগা
যমুনা

4. ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি ছিলেন?

জাকির হোসেন
ভি.ভি. গিরি
বি.ডি.জাত্তি
রাধাকৃষ্ণ

5. কোন অবস্থায় পদার্থ নিচু থেকে উঁচুর দিকে প্রবাহিত হয়?

তরল
অতি তরল
প্লাজমা
কঠিন

6. ম্যাসাঞ্জোর বাঁধ কোন নদী পরিকল্পনার সাথে যুক্ত ? পরিকল্পনা

ময়ুরাক্ষী নদী পরিকল্পনা
দামােদর নদী পরিকল্পনা
হীরাকুঁদ বাঁধ পরিকল্পনা
ভাকরা নাঙ্গাল পরিকল্পনা

7. ভাইরাসঘটিত অসুখ কোনটি?

ডিপথেরিয়া
টিটেনাস
ইনফ্লুয়েঞ্জা
সিফিলিস

8. আইসোটোপ নেই এরূপ একটি মৌল হল:

সোডিয়াম
ইউরেনিয়াম
ক্লোরিন
কার্বন

9. অপালা, লোপামুদ্রা, গার্গী - এই তিন বিদূষী মহিলা কোন যুগে ছিলেন?

বৈদিক যুগে
মৌর্য যুগে
কুষাণ যুগে
গুপ্ত যুগে

10. বৃক্কের গঠনগত ও কার্যগত একক হল:

নেফ্রিডিয়া
নেফ্রন
নিউরোন
ম্যালপিজিয়ান নালিকা

11. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল:

মাউন্ট এভারেস্ট
কাঞ্চনজঙ্ঘা
K2
নাঙ্গা পর্বত

12. যে বাংলা ব্যান্ড তাদের সংগীত কে বলে শহুরে লোকগীতি:

চন্দ্রবিন্দু
ভূমি
লক্ষীছাড়া
ফসিলস

13. শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত __________ নদীতে?

কাবেরী
গোদাবরী
কৃষ্ণা
মহানদী

14. সাতপুরা হল:

অবশিষ্ট পর্বত
স্তুপ পর্বত
ভঙ্গিল পর্বত
আগ্নেয় পর্বত

15. কোষ চক্রের কোন দশায় DNA-র দ্বিত্বকরণ ঘটে?

G1
G2
S দশায়
M দশায়