ভারতের সংবিধান, আইন ও শাসব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য | Part - 6

ভারতের সংবিধান, আইন ও শাসব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য | Part - 6
ভারতের সংবিধান, আইন ও শাসব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য | Part - 6

ভারতীয় রাজনীতির প্রশ্ন উত্তর

  • আইন-শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত  – রাজ্য তালিকা
  • কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না – লর্ড ওয়াভেল
  • ভারতীয় সংবিধানের কোন ধারায় সাহায্যে অনুদানের ব্যবস্থা আছে – ২৭৫ ও ২৮২ ধারা
  • “ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়— কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়” —কথাটি কে বলেছিলেন – ডি বস
  • লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা – ১ জন
  • রাজ্য আইন সভার একটি বিল আইনে রুপান্তরিত হয় যখন – রাজ্যের রাজ্য পাল তাতে সই করেন
  • পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয়  – ১৭৮৪ সালে
  • রাজ্যের আইন সভার উপরের কক্ষটির নাম হল – বিধান পরিষদ
  • ভারত রাষ্ট্র ব্যবস্থা হল – গণতান্ত্রিক
  • ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে – ১৫ আগস্ট ১৯৪৭ সালে ।
  • ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হল – যুক্ত রাষ্ট্রীয় ।
  • ভারতের জাতীয় যোজনা কমিশন হল – কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর ।
  • ভারতীয় সেনাবাহিনীর সুপ্রীম কমান্ডার হলেন – ভারতের রাষ্ট্রপতি ।
  • ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা – ৬ টি
  • দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে  –  ব্রিটিশ সংবিধান ।
  • ভারতে সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখ হল – ২৬ জানুয়ারী  ১৯৫০ সালে ।
  • রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় – জাতীয় স্বার্থে ।
  • কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়ম মাফিক হয়েছে কিনা তা দেখে – পাবলিক অ্যাকাউন্টস কমিটি ।
  • সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য সেটি হল – কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক ।
  • তথ্য অবগত হওয়ার অধিকার সংক্রান্ত আইনটি কোন রাজ্যটি ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য – জম্মু ও কাশ্মির ।
  • ভারতীয় সংবিধানের ১০৯ তম সংশোধনটি কিসের এর সঙ্গে সম্পর্কিত – তপসিলী জাতি ও জনজাতিদের সংরক্ষণ ।
  • ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে তা হল – কতগুলি রাজ্যের তপশীলভুক্ত এলাকাগুলির প্রসাশন ও নিয়ন্ত্রণ ।
  • সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল -এ নিশ্চিত করা হয়েছে – আর্টিকেল নং ১৯ ।
  • ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় – পার্লামেন্টের উভয় কক্ষের যেকোনটিতে ।
  • ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভায় SC এবং ST -র জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভায় এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত – ৭৯ তম সংশোধন ।
  • ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে – ৪৯৭ নং ধারায়  ।