ভারতের সংবিধান, আইন ও শাসব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য | Part - 3
- অর্থ কমিশন : অর্থ কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধানের 280 এবং 281 ধারায় রচিত হয়েছে। একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। রাষ্ট্রপতি পদে নিযুক্ত করেন। অর্থ কমিশন রাষ্ট্রপতির কাছে তার সুপারিশ পেশ করে।
- পরিকল্পনা কমিশন : পরিকল্পনা কমিশন হল একটি সংবিধান বহির্ভূত সংস্থা। পরিকল্পনা কমিশন এখন মোট 8 জন সদস্য নিয়ে গঠিত হয়। মন্ত্রী পদ্ধতি কার বলেন পরিকল্পনা কমিশনের সভাপতি হন। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছাড়াও এই কমিশন রাজ্যের পরিকল্পনা ব্যয় বরাদ্দ অনুমোদন করেন। 1950 এর 15 ই মার্চ পরিকল্পনা কমিশন গঠিত হয়েছে। 2014 পরিকল্পনা কমিশনের পরিবর্তে NITI AYOG তৈরি করা হয়েছে।
- জাতীয় উন্নয়ন পরিষদ : পরিকল্পনা কমিশনের একটি পরামর্শ দাতা সংস্থা হল জাতীয় উন্নয়ন পরিষদ। 1952 সালের 6 আগস্ট জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়। এই পরিষদের কোন সাংবিধানিক স্বীকৃতি নেই। বর্তমানে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় প্রধানমন্ত্রী, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী গন ও পরিকল্পনা কমিশনের সদস্যদের নিয়ে।
- সংবিধান সংশোধন : সংবিধানের বিংশতি অধ্যায়ের 368 ধারায় সংবিধান সংশোধনের পদ্ধতি সম্পর্কে উল্লেখ আছে। কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী আইন হলো -
- প্রথম সংবিধান সংশোধন (1951) : 85 ধারা সংশোধন করে বলা হয় পার্লামেন্ট এবং অঙ্গ রাজ্যের আইনসভার দুটি অধিবেশনের মধ্যে ছয় মাসের বেশি ব্যবধান থাকবে না।
- 11 তম সংবিধান সংশোধন (1961) : এর মাধ্যমে ঠিক হয় যে, নির্বাচক সংস্থার কোন সদস্য পদ শূন্য থাকলেও রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন অবৈধ হবে না ।
- 24 তম সংশোধন (1971) : সংবিধানের 13 ও 368 নং ধারায় পরিবর্তন করা হয়। বলা হয় পার্লামেন্ট মৌলিক অধিকার সহ যে কোন অংশ পরিবর্তন করতে পারে। রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে স্বাক্ষর করতে বাধ্য।
- 31 তম সংশোধন (1973) : এর মাধ্যমে লোকসভার আসন সংখ্যা 525 থেকে বাড়িয়ে 552 করা হয়েছে।
- 36 তম সংশোধন (1975) : ভারতের সহযোগী রাজ্য সিকিম কোন অঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়।
- সংবিধানে 9th তপশিলি যুক্ত করা হয়। জমিদারি প্রথা উচ্ছেদ করা হয়।
- 42 তম সংশোধন (1976) : সর্ব মোট 59 টি ধারা আছে। প্রস্তাবনায়ই সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জাতীয় ঐক্য সংহতি কথাগুলি যোগ হয়।
- নাগরিকদের 10 টি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে।
- মন্ত্রিসভার পরামর্শ মতো কাজ করতে রাষ্ট্রপতি বাধ্য থাকবেন 74(A) ধারা।
- লোকসভার কার্যকাল হবে ছয় বছর।
- চরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে 42 তম সংশোধন হয়।