ভারতের সংবিধান, আইন ও শাসব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য | Part - 5
ভারতের সংবিধান, আইন ও শাসব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য | Part - 5
ভারতীয় রাজনীতির প্রশ্ন উত্তর
- ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকুল্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষাপ্রদান করা যাবে না – ২৮ নং ধারা ।
-
রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন – ভারতের উপ-রাষ্ট্রপতি।
- ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে – ২৬ নং ধারা ।
- ২৯/১১/১৯৪৯ তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন কোনটি অন্তর্ভুক্ত ছিল না – মৌলিক কর্তব্য ।
-
একজন রাজ্য সভার সদস্যের পদে থাকার মেয়াদ – ছয় বছর ।
- ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে – ২ নং অংশে ।
- কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে – ৮৬ তম।
- সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন – ডঃ আম্বেদকর ।
- কত বছরের নীচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ – ১৪ বছর।
-
পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কর আদায়ের ক্ষমতা রাখে – ভূমিরাজস্ব ।
- ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন – লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা ।
- ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি – বৈধ বা আইনি অধিকার ।
- সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স ২১থেকে কমিয়ে ১৮ বছর করেছে – ৬১ তম সংশোধনী ।
- ভারতীয় সংবিধানে আর্টিকেল ২৮০ -তে কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে – অর্থ কমিশন ।
- ভারতীয় সংবিধানের ২৪ তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় – ১৪ বছরের কম ।
-
ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয় – যৌথ তালিকা ।
- লোকসভার স্পিকার – দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন ।
- ভারতীয় সংবিধান গৃহিত হয় – নভেম্বর ২৬, ১৯৪৯ সালে ।
-
পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয় – ১৯৫৫ সালে ।
- Welfare State’ -এর চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায় – রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে ।
-
কোন রাজ্যে District Judge যুক্ত হন – গভর্নর দ্বারা ।
-
কোন সংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে – রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালের ।
-
ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার – তিনস্তর ।
- ১২৩ তম সংবিধান সংশোধনে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে – ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেস -এর ক্ষমতায়ন ।
- সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীর ক্ষমতা দেয়া হয়েছে – ১৫৪ নং ধারায় ।
-
অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি – ডেপুটি প্রাইম মিনিস্টার ।
-
অম্বুদস্মান প্রতিষ্ঠান -এর সূত্রপাত হয় – সুইডেন -এ ।
- সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে – ৭৩ নং সংশোধনে ।