SSC GD Online Test in Bengali (2021) Part - 5

আসন্ন এসএসসি পরীক্ষায় প্রস্তুতি কেমন হয়েছে তারজন্য মক টেস্ট দেওয়া হয়েছে, এই মক টেস্ট গুলি খুব যত্ন সহকারে করা হয়েছে। তোমরা দেখো এই মক টেস্ট গুলি দিয়ে কত স্কোর করতে পারছো।

1. মস্তিষ্ক কয়টি প্রধান অংশ নিয়ে গঠিত?

একটি
দুইটি
তিনটি
চারটি

2. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?

রবীন্দ্রনাথ ঠাকুর
পিঙ্গালি ভেঙ্কাইয়া
সুভাষচন্দ্র বসু
কেউই নন

3. হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি?

লোহা
ক্যালসিয়াম
ক্লোরিন
কোনটিই নয়

4. নিচের কোনটি হিমাচল প্রদেশের লোক নৃত্য ?

ধমন
ধকুনি
ছাচনি
মহাথু

5. যুধিষ্ঠির এর ছদ্মনাম কি ছিল ?

বল্লভ
চিত্রসেন
কঙ্কন
তান্তি পাল

6. ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

নাগপুরে
দেরাদূনে
কোলকাতায়
চেন্নাইয়ে

7. ল্যান্থানাইডগুলির পারমানবিক সংখ্যা নিম্নলিখিত পরিধির মধ্যে অন্তর্ভুক্ত ?

80-103
87-90
87-182
58-71

8. রুশ বিজ্ঞানী আইভ্যান প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়া কে কয় ভাগে ভাগ করেছেন?

২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে

9. কোন সমাজ সংস্কারক "পেরিয়ার" নামে জনপ্রিয় ছিলেন ?

ই ভি রামাস্বামী নাইকার
সি ভি রমন পিল্লাই
বি আর আম্বেদকর
জ্যোতিবা ফুলে

10. রাইবোজ শর্করা কিসে থাকে?

নিউক্লিয়াসে
RNA
DNA
কোনোটিই নয়

11. কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরষ্কার দেওয়া হয় ?

গনিত শাস্ত্রে
বিজ্ঞানে
চিকিৎসা
বিজ্ঞানে
সাহিত্যে

12. অক্সিনের রাসায়নিক উপাদান কি?

কার্বন
হাইড্রোজেন
অক্সিজেন এবং নাইট্রোজেন
সবগুলোই

13. ভারতের প্রাচীন তম সাহিত্য কোনটি ?

গীতা
রামায়ন
চর্যাপদ
ঋগবেদ

14. "ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগ" প্রতিষ্ঠা করেন ?

তিলক
সুভাষ বোস
সি. আর. দাশ
রাসবিহারী বােস

15. রেনাল স্টোন রোগ কোন ভিটামিনের অভাবে হয়?

ভিটামিন C
ভিটামিন D
ভিটামিন A
ভিটামিন K