SSC GD Online Test in Bengali (2021) Part - 6

আসন্ন এসএসসি পরীক্ষায় প্রস্তুতি কেমন হয়েছে তারজন্য মক টেস্ট দেওয়া হয়েছে, এই মক টেস্ট গুলি খুব যত্ন সহকারে করা হয়েছে। তোমরা দেখো এই মক টেস্ট গুলি দিয়ে কত স্কোর করতে পারছো।

1. ভারতের আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয় ?

এক বছর
দুই বছর
তিন বছর
চার বছর

2. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি ?

ডলফিন
তিমি
হাঙ্গর
ইলিশ

3. বিন্ধ‍্য পর্বত নিন্মোক্ত কোন নদী থেকে উৎপত্তি লাভ করেছে ?

মুসি
মাহি
নর্মদা
তুঙ্গভদ্রা

4. সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি কে শোষণ করে ?

O3
CO
SO2
CH2

5. ভারতের ব্রিটিশ শাসনকে কে অ-ব্রিটিশ শাসন বলেছেন ?

অরবিন্দ ঘোষ
দাদাভাই নওরোজি
ভূপেন্দ্র নাথ দত্ত
রমেশ চন্দ্র দত্ত

6. আশ্বিনের ঝড় ওঠে কোন রাজ‍্যে ?

হিমাচল প্রদেশ
রাজস্থান
ছত্রিশগড়ে
পশ্চিমবঙ্গে

7. ২০১৯ এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণবাত হয়েছে তার নাম হল -

ফণী
ফিঙ্গে
বুলবুল
সুমি

8. ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল -

৮ই নভেম্বর ২০১৬
১লা জানুয়ারি ২০১৭
৩১শে মার্চ ২০১৭
১৫ই আগস্ট ২০১৬

9. কংগ্রেসের কোন অধিবেশনে "পূর্ণ স্বরাজের" দাবি ঘোষিত হয় ?

লাহোর কংগ্রেস
সুরাট কংগ্রেস
কলকাতা কংগ্রেস
নাগপুর কংগ্রেস

10. কোন গ‍্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী ?

মিথেন
সালফার ডাই অক্সাইড
অক্সিজেন
কার্বন মনোঅক্সাইড

11. ভারতের কোথায় সবথেকে বেশী সংখ্যক তফশিলি উপজাতির লোক বসবাস করে ?

মধ্যপ্রদেশ
অন্ধ্রপ্রদেশ
হরিয়ানা
অরুণাচল প্রদেশ

12. সবাত শ্বসনের প্রথম পর্যায়টির নাম কি ?

ক্রেবস চক্র
গ্লাইকোলাইসিস
প্রান্তীয় শ্বসন
কোনটিই নয়

13. "My Experience with Truth" গ্রন্থের লেখক কে ?

জন রাস্কিন
বি. আর. আম্বেদকর
মহাত্মা গান্ধী
জওহরলাল নেহরু

14. আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন ?

লাল্লুজী লাল
পদ্মাকর ভট্ট
প্রেমচাঁদ
হরিশচন্দ্র

15. মাম্পস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয় ?

মাথা
কান
গলা ও গাল
লিভার