Swami Vivekananda QnA in Bengali || স্বামী বিবেকানন্দ কুইজ
Swami Vivekananda Quiz in Bengali || স্বামী বিবেকানন্দ কুইজ Read More »
Swami Vivekananda Quiz in Bengali || স্বামী বিবেকানন্দ কুইজ
Q. বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন ?
A. স্বামী বিবেকানন্দ ১৮৬১ সালে ১৮ ফেব্রুয়ারী তে জন্মগ্রহণ করেন।
Q. স্বামী বিবেকানন্দ কোন তিথিতে জন্মগ্রহণ করেন ?
A. মকর সংক্রান্তি তিথিতে ।
Q. স্বামীজী কোথায় জন্মে ছিলেন ?
A. কলকাতার - শিমলা অঞ্চলে ৩ নং গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিট।
Q. স্বামী বিবেকানন্দের পিতার নাম কি ছিল ?
A. বিশ্বনাথ দত্ত
Q. বিবেকানন্দের মাতার নাম কি ছিল ?
A. ভুবনেশ্বরী দেবী।
Q. বিবেকানন্দের দিদির নাম কি ছিল ?
A. স্বর্ণময়ী দেবী।
Q. বিবেকানন্দের ঠাকুরদা কে ছিলেন যিনি সন্ন্যাসগ্রহন করেছিলেন ?
A. দুর্গাপ্রসাদ দত্ত। তিনিও সন্ন্যাসী হয়ে মাত্র ২৫ বছর বয়সে গৃহত্যাগ করেন।
Q. পেশায় বিবেকানন্দের পিতা ছিলেন –
A. একজন আইনজীবী।
Q. স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি ছিল ?
A. নরেন্দ্রনাথ দত্ত । ডাক নাম - বিলে
Q. বিবেকানন্দের সংগীতগুরু কে ছিলেন ?
A. বেণী ওস্তাদ ।
Q. কার কাছ থেকে তিনি তবলা ও পাখোয়াজ বাজানোর শিক্ষা পেয়েছিলেন ?
A. কাশীনাথ ঘোষাল ।
Q. বিবেকানন্দকে স্বামীজি উপাধি দেন -
A. ক্ষেত্রীর রাজা অজিত সিংহ।
Q. শ্রী রামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ কোথায় ও কবে হয়?
A. কলকাতায় সুরেন মিত্রের বাড়িতে ১৮৮১ খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের সাথে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ হয়।
Q. পরিব্রাজক স্বামী বিবেকানন্দ কোথা থেকে তাঁর যাত্রা শুরু করেন?
A. ১৮৮৮ সালে বারাণসী থেকে পরিব্রাজক বিবেকানন্দ তাঁর যাত্রা শুরু করেন।
Q. স্বামীজীর প্রথম সন্ন্যাসী শিষ্য কে ছিলেন?
A. স্বামী সদানন্দ।
Q. স্বামী বিবেকানন্দ কত সালের, কত তারিখে আমেরিকার শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন?
A. ১৮৯৩ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন। শিকাগোর আর্ট ইনস্টিটিউটে ১১ থেকে ২৭ শে সেপ্টেম্বর বসেছিল ‘দ্য পার্লামেন্ট অব ওয়ার্ল্ড রিলিজিয়নস’।
Q. ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি ?
A. মার্গারেট এলিজাবেথ নোবেল।
Q. স্বামী বিবেকানন্দের জন্মদিনটি ভারতে কি দিবস হিসাবে পালিত হয়?
A. জাতীয় যুব দিবস।
Q. স্বামী বিবেকানন্দ কত সালের কত তারিখে পরলোক গমন করেন?
A. স্বামী বিবেকানন্দ ১৯০২ সালের ৪ঠা জুলাই বেলুড় মঠে পরলোক গমন করেন।।