৭৫ টি সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর – প্রাকটিস সেট ৭

৭৫ টি বাংলা সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো ৭৫টি বাংলা সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর । দেখে নাও – 50 – General Awareness MCQ in Bengali – set 12 1. আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন – ম্যাসিডনের – সিংহ পুর – আগ্রা – কর্ণসুবর্ণ 2.”হিন্দুদের খলিফা “কাকে বলা হয়? – কনিষ্ক – প্রথম … ৭৫ টি বাংলা সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর – সেট ১৩ Read More »

৭৫ টি সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর –  প্রাকটিস সেট ৭
৭৫ টি সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর – প্রাকটিস সেট ৭

৭৫ টি বাংলা সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর

দেওয়া রইলো ৭৫টি বাংলা সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর ।

1. আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন
– ম্যাসিডনের
– সিংহ পুর
– আগ্রা
– কর্ণসুবর্ণ

2.”হিন্দুদের খলিফা “কাকে বলা হয়?
– কনিষ্ক
– প্রথম রাজেন্দ্র চোল
– ধর্মপাল
– লক্ষণ সেন

3. বিম্বিসারের আমলে কেমন মুদ্রার প্রচলন ছিল
– উপরের সবগুলো
– রুপা ও সোনা
– তামা সোনা
– তামা ও রুপা

4. জলদুর্গ কাকে বলা হত?
– শূরসেন
– গান্ধার
– মগধ
– পাটলিপুত্র

5. সেনদের আদি নিবাস কোথায় ছিল
– কামরূপ
– কর্নাটক
– সৌরাষ্ট্র
– কাশ্মীর

6. কুনিক উপাধি গ্রহন করেছিলেন
– চন্দ্র গুপ্ত মৌর্য
– অজাত শত্রু
– অশোক
– কালাশোক

7. মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগর এর প্রশাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কি
– ইন্ডিকা
– অর্থশাস্ত্র
– মুদ্রারাক্ষস
– অশোকের শিলালিপি

8. কৈবর্ত বিদ্রোহ দমন করতে গিয়ে প্রাণ হারান
– বিগ্রহপাল
– দ্বিতীয় মহীপাল
– রাজ্যপাল
– রামপাল

9. নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দ দের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে
– মৃচ্ছকটিক
– মুদ্রারাক্ষস
– দেবী চন্দ্রগুপ্ত
– মত্ত বিলাস

10. লক্ষণ সেন কার উপাসক ছিলেন –
– হনুমান জি
– শিব ঠাকুর
– মা কালি
– বিষ্ণু

11. বিজয় সেন সম্পর্কে নানা তথ্য কোন গ্রন্থ থেকে জানা যায় –
– জুনাগড় প্রশস্তি
– হাতিগুম্ফা লেখ
– দেওপাড়া লেখ
– আইহোল শিলালিপি

12. ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি?
– অস্মক
– মগধ
– চেদী
– কাশি

13. কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক –
– চরক
– অশ্বঘোষ
– খপনক
– নাগার্জুন

14. হিউয়েন সাং কাকে পঞ্চ ভারতের অধিপতি বলেছিলেন
– হর্ষবর্ধন কে
– রুদ্রদামন কে
– চন্দ্রগুপ্ত মৌর্য কে
– সমুদ্র গুপ্ত কে

15. পৌরাণিক সময়ে কোন শহরটি প্রাগজ্যোতিষপুর নামে পরিচিত ছিল
– দিল্লি
– পাটনা
– গুয়াহাটি
– এলাহাবাদ

16. কনিষ্কের মুণ্ডহীন মূর্তি ভারতের কোন শহরে রয়েছে?
– মথুরা
– কেদারনাথ
– মায়াপুর
– কাশী

17. কনিষ্ক এর দ্বিতীয় রাজধানী কোথায় ছিল
– রাজগৃহ
– কনৌজ
– মথুরা
– পাটলিপুএ

18. দ্বিতীয় পরশুরাম কাকে বলা হত –
– মহাপদ্ম নন্দ
– বিম্বিসার
– শিশুনাগ
– ধনানন্দ

19. চর্যাপদ কোন যুগে রচিত হয়েছিল –
– সেন যুগে
– মৌর্য যুগে
– পাল যুগে
– কোনোটাই নয়

20. হর্ষবর্ধন এর রাজত্ব কালে বানিজ্য শুল্কের নাম
– বলি
– মনা
– ভাগ
– হিরন্য

21. দে্ওপাড়া প্রশস্তির রচয়িতা কে ?
– ধোয়ী
– উমাপতিধর
– জয়দেব
– শ্রীহর্ষ

22. পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান
– চন্দ্র গুপ্ত মৌর্য
– কনিষ্ক
– দ্বিতীয় চন্দ্র গুপ্ত
– হর্ষবর্ধন

23. বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ এর সময় বাংলার রাজা কে ছিলেন –
– বিজয় সেন
– প্রথম কদফিসেস
– লক্ষণ সেন
– প্রথম রাজাধিরাজ

24. “মথুরা শিল্পকলা “কোন যুগে জনপ্রিয়তা অর্জন করেছিল –
– কুষাণ যুগের
– পাল যুগে
– কোনোটাই নয়
– সেন

25. বিক্রমশীল নামে অভিহিত হয়েছিলেন
– রামপাল
– দেবপাল
– ধর্মপাল
– প্রথম মহীপাল

26. গীতগোবিন্দ কোন ভাষায় রচনা করা হয়?
– সবকটি
– প্রাকৃত
– বাংলা
– সংস্কৃত

27. মত্তবিলাস রচনা করেন
– প্রথম মহেন্দ্রবর্মন
– হর্ষবর্ধন
– প্রথম নরসিংহবর্মন
– মিহিরভোজ

28. কুষাণ রা সিল্করুট দিয়ে কোথায় বাণিজ্য করতো
– ইরাক ও ইরান
– ইরান ও রোম
– ইতালি ও বার্লিন
– সবকটিই

29. পাল বংশের সম্রাটের নামের শেষে “পাল “অনুসর্গটি যুক্ত ছিল. প্রাচীন প্রাকৃত ভাষায় এই “পাল “শব্দটির অর্থ কি?
– তরোয়াল
– ঘোড়া
– সৈনিক
– রক্ষাকর্তা

30. কবি কালিদাস কোন রাজার সভায় ছিলেন
– সমুদ্র গুপ্ত
– চন্দ্রগুপ্ত মৌর্য
– হর্ষবর্ধন
– চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য

31. মৌর্য সিংহাসনে বসার আগে অশোক কোথাকার শাসক ছিলেন
– বৈশালী
– উজ্জয়িনী
– তক্ষশীলা
– পাটলিপুত্র

32. কোন রাজবংশের পরাজয় মৌর্য রাজবংশের প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল
– হর্ষঙ্ক বংশ
– চান্দেলা বংশ
– হইশালা বংশ
– নন্দ বংশ

33. “দায়ভাগ “গ্রন্থটি রচয়িতা কে?
– ধোয়ী
– হলায়ুধ
– নাগার্জুন
– জীমূতবাহন

34. অরিরাজ মদন শংকর কোন সেন রাজার উপাধি
– লক্ষণ সেন
– সামন্ত সেন
– বিজয় সেন
– বল্লাল সেন

35. কোন গ্রন্থে ষোড়শ মহাজনপদের তালিকা পাওয়া যায়
– মুদ্রারাক্ষস
– জাতক
– ইন্ডিকা
– অঙ্গুত্তরনিকায়

36. বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন –
– লক্ষণ সেন
– কনিষ্ক
– বিজয় পাল
– ধর্মপাল

37. কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন
– কালাশোক
– বিন্দুসার
– অশোক
– বিম্বিসার

38. দ্বিতীয় অশোক কাকে বলা হয় –
– কনিষ্ক
– অশোক
– বিজয় সেন
– গোপাল

39. ত্রিপক্ষীয় সংগ্রাম কোন রাজ্য দখল করা নিয়ে শুরু হয়েছিল
– বৈশালী
– মগধ
– পাটলিপুত্র
– কনৌজ

40. দক্ষিণাপথনাথ নামে পরিচিত ছিলেন
– বিজয়ালয়
– দন্তিদূর্গ
– দ্বিতীয় পুলকেশী
– প্রথম মহেন্দ্রপাল

41. কুষানরা কোন জাতির শাখা ছিল?
– ঈউ চি
– ইঊ চি
– ইউ চা
– ইউ চি

42. খলিমপুর তাম্র লিপিতে কোন রাজার কৃতিত্ব বর্ণনা আছে ?
– রামপাল
– ধর্মপাল
– দেবপাল
– প্রথম মহিপাল

43. কোন বংশ মৌর্য সাম্রাজ্যের পতনের পরে মগদের শাসনক্ষমতা অধিকার করেছিলেন?
– সাতবাহন
– চোল
– নন্দ
– শুঙ্গ

44. কত সালে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন – 
– 1216 খ্রিস্টাব্দে
– 1200 খ্রিস্টাব্দে
– 1204 খ্রিস্টাব্দে 
– 1210 খ্রিস্টাব্দে

45. আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কত খ্রীষ্টপূর্বাব্দে ?
– 327 খ্রীষ্টপূর্বাব্দে
– 323 খ্রীষ্টপূর্বাব্দে
– 270 খ্রীষ্টপূর্বাব্দে
– 276 খ্রীষ্টপূর্বাব্দে

46. কে বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন ?
– গোপাল
– ধর্মপাল
– লক্ষনসেন
– বল্লালসেন

47. রত্নমালিকা গ্রন্থটি রচনা করেন
– প্রথম অমোঘবর্ষ
– দ্বিতীয় কৃষ্ণ
– প্রথম মহেন্দ্রবর্মন
– তৃতীয় গোবিন্দ

48. কুষাণ সম্রাট কনিষ্কের প্রথম ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন
– কেউই নয়
– মনু
– চরক
– সুশ্রুত

49. দানসাগর গ্রন্থের রচয়িতা হলেন
– চক্রপানিদত্ত
– লক্ষনসেন
– বল্লালসেন
– শ্রীহর্ষ

50. বিক্রম পাল কোন পাল রাজার উপাধি
– গোপাল
– লক্ষণ পাল
– দেবপাল
– ধর্মপাল

51. আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন ?
– 19 মাস
– 16 মাস
– 20 মাস
– 24 মাস

52. সন্ধাকর নন্দী কার সভাকবি ছিলেন ?
– রামপাল
– লক্ষনসেন
– দেবপাল
– ধর্মপাল

53. ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায় ?
– সম্রাট অশোক
– সমুদ্র গুপ্ত
– বিম্বিসার
– চন্দ্রগুপ্ত

54.দেবপাল কাকে নালন্দার আচার্য হিসেবে নিযুক্ত করেছিলেন
– লৌহ সেন
– অনিরুদ্ধ
– গর্গ
– ইন্দ্রদেব

55. একরাট কার উপাধি ছিল ?
– আলেকজান্ডার
– হর্ষবর্ধন
– মহাপদ্ম নন্দ
– কোনোটাই নয়

56. চোল বংশের শ্রেষ্ট শাসক ছিলেন – 
– বিজয়ালয়
– প্রথম রাজরাজ
– প্রথম রাজেন্দ্র চোল
– বীররাজেন্দ্র

57. গ্রিক রোমান ও ভারতীয় শিল্পরীতি সমন্বয়ে গঠিত
– অজন্তা ইলোরা শিল্প
– মধুবনী শিল্প
– গান্ধার শিল্প
– চোল শিল্প

58. কোন রাজবংশের শাসক দলের নৌবাহিনী সুমাত্রা ও মালয় উপদ্বীপ জয় করেছিলেন?
– গুপ্ত
– গঙ্গা
– চোল
– কোনোটাই নয়

59. পাল রাজার বৌদ্ধ ধর্মের কোন শাখার অন্তর্ভুক্ত ছিল ?
– হীনযান
– বজ্রযান
– স্থবিরবাদী
– মহাযান

60. লক্ষণ সেনের রাজধানী কোথায় –
– মেদিনীপুর
– নদীয়া
– বর্ধমান
– কলকাতা

61.শশাঙ্ক কোন বংশের রাজা ছিলেন ?
– গৌড়
– কামরূপ
– সেন
– পাল

62. গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?
– প্রতিহার
– পাল
– চালুক্য
– পল্লব

63. হর্ষবর্ধন কাকে ওড়িশায় 80 টি গ্রাম দান করেছিলেন ?
– হরি সেন কে
– বল্লাল সেন কে
– জয় সেন কে
– সামন্ত সেনকে

64. আর্য ভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন ?
– পাল যুগ
– গুপ্ত যুগ
– সুলতানি যুগ
– মৌর্য যুগ

65. “ব্রাম্ভন সর্বস্ব “গ্রন্থটি কার লেখা?
– চরক
– জয়দেব
– ধোয়ী
– হলায়ুধ

66. বর্তমান শাক্য মুনি নামে পরিচিত – 
– সমুদ্র গুপ্ত
– ফা-হিয়েন
– অশোক
– হিউ এন সাং

67. ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন কারা ?
– পাল রা
– সেন রা
– চোলরা
– কুষাণ রা

68. দে্ওপাড়া প্রশস্তিতে কোন রাজার সমরকীর্তি বর্নিত আছে ?
– বল্লালসেন
– বিজয়সেন
– লক্ষনসেন
– ধর্মপাল

69. ইন্দো-গ্রিক রাজা মিলিন্দকে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন ?
– নাগসেন
– আলারা কালামা
– উপগুপ্ত
– গৌতম বুদ্ধ

70. বাংলা প্রথম নির্বাচিত নরপতির নাম কি?
– গোপাল
– ধর্মপাল
– লক্ষণ সেন
– বিজয় সেন

71. অজাতশত্রু কার পুত্র ছিলেন ? 
– কৌশলা
– কোনোটাই নয়
– প্রভাবতী
– চেললনা

72. ষোড়শ মহাজনপদগুলির মধ্যে প্রজাতান্ত্রিক ছিল – 
– বৃজি ও মল্ল
– কোশল ও কাশী
– কুরু ও কাশী
– মলল ও মগধ

73. বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান ভেঙ্গে যায় কার শাসনকালে?
– বিজয় সেন
– প্রথম রাজেন্দ্র চোল
– দ্বিতীয় পুলকেশী
– কনিষ্ক

74. কার রাজত্ব কালে মেগাস্থিনিস ভারতে আসেন ?
– দ্বিতীয় চন্দ্র গুপ্ত
– কনিষ্ক
– চন্দ্র গুপ্ত মৌর্য
– অশোক

75. কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন ?
– সেকেন্ড রাজেন্দ্র চোল
– প্রথম রাজেন্দ্র চোল
– রাজ রাজ
– রাজাধিরাজ