ভারতের সংবিধান ও শাসনব্যবস্থার কুইজ টেস্ট | Quiz Test of The Constitution and Governance System of India | Part - 2

1. হাইকোর্টের বিচারপতিদের স্থানান্তর করন কে করেন ?

প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
ভারতের প্রধান বিচারপতি
আইনমন্ত্রী

2. বর্তমানে ভারতের কয়টি হাইকোর্ট রয়েছে ?

25 টি
28 টি
29 টি
24 টি

3. ভারতের প্রথম লোক আদালত কোথায় গঠিত হয় ?

কলকাতা
দিল্লি
মুম্বাই
কর্ণাটক

4. ভারতের সম্পত্তির অধিকার হলো -

বিধিবদ্ধ অধিকার
মৌলিক অধিকার
রাজনৈতিক অধিকার
নৈতিক অধিকার

5. রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কিত নিয়মাবলী কোন ধারা লেখা আছে

52-53 ধারা
54-55 ধারায়
58-59 ধারায়
কোনটিই নয় ।

6. পাবলিক একাউন্ট কমিটিতে সর্বমোট কত সদস্য থাকে ?

25 জন
22 জন
20 জন
21 জন

7. ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যটির বিশেষ মর্যাদা বিষয়ে কোন ধারায় লেখা হয়েছে ?

270 ধারায়
370 ধারায়
351 ধারায়
390 ধারায়

8. কেন্দ্র - রাজ্য সম্পর্কের বিষয়টি কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত ?

ব্রিটেন
কানাডা
জাপান
জার্মানি

9. কে অর্থ কমিশন গঠন করেন ?

প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
উপরাষ্ট্রপতি
লোকসভার অধ্যক্ষ

10. মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন ____

রাজ্যপাল
সুপ্রিমকোর্টের প্রধান বিচার পতি
হাইকোর্টের প্রধান বিচার পতি
রাষ্ট্রপতি

11. জিরো আওয়ার কি?

যে সময়ের সংসদে বিরোধী দল কর্তৃক আনীত প্রস্তাবের ওপর আলোচনা করা হয়।
বিরতির সময় কাল।
যে সময়ে সংসদের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
এদের মধ্যে কোনটির নয়।

12. রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি কার উদ্দেশ্যে পদত্যাগ পত্র প্রেরণ করবেন ?

প্রধানমন্ত্রী
লোকসভার অধ্যক্ষ
উপরাষ্ট্রপতি
প্রধান বিচারপতি

13. ভারতে 26 শে জানুয়ারি কি পালিত হয় ?

স্বাধীনতা দিবস
সংসদ দিবস
বিপ্লব দিবস
প্রজাতন্ত্র দিবস

14. জম্মু ও কাশ্মীরে বিধানসভার কার্যকাল হলো____

5 বছর
6 বছর
4 বছর
কোনোটিই নয়