WBPSC Food SI Practice Set - 4 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট বাংলা PDF

food si practice set, wbpsc food si practice set, psc food si practice set, wbpsc food si practice set book, wbpsc food si, practice set pdf free download, exam bangla food si practice set, psc food si practice set pdf, wbpsc food si practice set book pdf download, food si practice set 2023, food si practice set book pdf, food si practice set math, food si practice set book, food si practice set book pdf download, food si practice set bengali, food si practice set book 2023, food si practice set

WBPSC Food SI Practice Set - 4 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট বাংলা PDF
WBPSC Food SI Practice Set - 4 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট বাংলা PDF

WBPSC Food SI Practice Set - 4 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট বাংলা PDF


১) পল্লবদের রাজধানী কোথায় ছিল?

ক) থাঞ্জাভুর

খ) কাঞ্চীপুরম

গ) মাদুরাই

ঘ) ভেঙ্গী


২) কে জাবতি প্রথার প্রবর্তন করেন?

ক) বাবর

খ) আকবর

গ) হুমায়ুন

ঘ) শাহজাহান


৩) রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল-

ক) কাছোয়া

খ) সোলাঙ্কি

গ) পারামার

ঘ) শিশোদিয়া


৪) 1962 সালে ভারত-চীন যুদ্ধের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?

ক) মোরারজি দেশাই

খ) ভিকে কৃষ্ণা মেনন

গ) ওয়াই. বি. চৌহান

ঘ) জে. রাম


৫) কোচবিহার জেলাটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল?

ক) কামরূপ

খ) কলিঙ্গ

গ) মগধ

ঘ) অঙ্গ

আরোও দেখুন : WBPSC Food SI Practice Set - 3 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট বাংলা PDF


৬) পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা চাষ হয়?

ক) আলিপুরদুয়ার

খ) খেজুরি

গ) শিলিগুড়ি

ঘ) মংপু


৭) একজন সদস্যের রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়াদ কত বছর?

ক) 4 বছর

খ) 6 বছর

গ) 5 বছর

ঘ) 8 বছর


৮) রাতের আকাশে তারা মিটমিট করার কারণ হলো আলোর-

ক) প্রতিসরণ

খ) প্রতিফলন

গ) বিচ্ছুরণ

ঘ) কোনটাই নয়


৯) তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?

ক) মাদাম কুরি

খ) হেনরি বেকরেল

গ) রাদারফোর্ড

ঘ) আইনস্টাইন


১০) দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?

ক) গুরুমস্তিষ্ক

খ) লঘু মস্তিষ্ক

গ) সুষুম্নাশীর্ষক

ঘ) থ্যালামাস


১১) পদার্থের চতুর্থ অবস্থা কোনটি?

ক) প্লাজমা

খ) গ্যাসীয়

গ) এলপিজি

ঘ) পারদ


১২) ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) মুম্বাই

খ) নিউ দিল্লী

গ) পুনে

ঘ) বেঙ্গালুরু


১৩) 2032 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশ আয়োজন করবে?

ক) ব্রিসবেন,অস্ট্রেলিয়া

খ) সাংহাই,চীন

গ) জাকার্তা ইন্দোনেশিয়া

ঘ) লন্ডন ইউকে


১৪) কুনো ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?

ক) মধ্যপ্রদেশ

খ) গুজরাট

গ) তামিলনাড়ু

ঘ) গোয়া


১৫) অ্যাসিড ______ লিটমাসকে ______ -এ পরিণত করে?

ক) লাল, নীল

খ) সবুজ,হলুদ

গ) হলুদ,সবুজ

ঘ) নীল,লাল


১৬) কার্বনের কঠিনতম রূপ কি?

ক) কোক

খ) গ্রাফাইট

গ) ডায়মন্ড

ঘ) কোনটাই নয়


১৭) পোলিও রোগের কারণ কি?

ক) ছত্রাক

খ) ব্যাকটেরিয়া

গ) ভাইরাস

ঘ) কৃমি


১৮) বৃক্ষের বয়স নির্ধারণ কিভাবে করা হয়?

ক) জন্ম

খ) উচ্চতা

গ) সাধারণ বৈশিষ্ট্য

ঘ) বর্ষবলয়


১৯) নীচের কোনটি ভেক্টর রাশি নয়?

ক) কার্য

খ) বল

গ) টর্ক

ঘ) বেগ


২০) রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি কোথায় প্রতিষ্ঠিত হবে?

ক) আলিগড়

খ) জয়পুর

গ) বারানসী

ঘ) মিরাট



 Note :: পিডিএফ ফাইলে উত্তর পত্র দেওয়া রয়েছে।

" পিডিএফ ফাইল টি নিচে দেওয়া হল "

File Details:
❑ PDF Name : WBPSC Food SI Practice Set - 4 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF
❑ Subject : WB Exam Practice Set
❑ Size : 80kb
❑ No. of Pages : 4
❑ Download Link : Click Here To Download