WBP Constable GK Mock Test in Bengali Part - 25 || বাংলা জিকে কুইজ টেস্ট পর্ব – ২৫

WBP Constable GK Mock Test in Bengali Part - 25 | বাংলা জিকে কুইজ টেস্ট পর্ব – ২৫

1. নিম্নের কোনটি জাইলেমের উপাদান ?

ট্র্যাকিয়া
জাইলেম প্যারেনকাইমা
ট্রাকিড
উপরের সবগুলি

2. কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় ?

১৯২১
১৯২৪
১৯২৫
১৯৩২

3. Kusal Perera কোন দেশের ODI ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত ছিলেন ?

বাংলাদেশ
ভারত
পাকিস্তান
শ্রীলঙ্কা

4. ভারতের প্রথম এভারেস্ট শৃঙ্গ আরোহণ করে কে ?

তেনজিন নোরগে
সাইফুদ্দীন কিচলু
বিনোবা ভাবে
জে কে বাজাজ

5. পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল ?

রাসবিহারী বসু
সুরেন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়
ললিত মজুমদার
বিপিন চন্দ্র পাল

6. মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ‍্য সর্বোচ্চ স্তরে আছে ?

গুজরাট
পশ্চিমবঙ্গ
কেরালা
উত্তরপ্রদেশ

7. থিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি ?

আটলান্টিক মহাসাগর
প্রশান্ত মহাসাগর
ভারত মহাসাগর
দক্ষিণ মহাসাগর

8. নিম্নের কোনটির রেচন অঙ্গ নেফ্রিডিয়া ?

কেঁচো
ফিতা কৃমি
পতঙ্গ
প্লানেরিয়া

9. বেঙ্গলি পত্রিকায় প্রথম কবে জাতীয় কংগ্রেস শব্দ টি ব্যবহার করা হয় ?

1882
1883
1885
1889

10. ফুটবল জগতে কাকে কালো হীরা বলা হয় ?

মারাদোনা
রবার্তো কার্লরস
পেলে
এমবাপে

11. শিমুল গাছটি কিসের মাধ্যমে রেচন ত্যাগ করে ?

পত্র মোচন
বাকল মোচন
ফল মোচন
উপরের কোনটি নয়

12. BCG টিকা কোন রোগ নিরাময়ে ব‍্যবহার করা হয় ?

হাম
জন্ডিস
যক্ষ্মা
পোলিও

13. কোন উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয় ?

পোঙ্গল
নববর্ষ
রঙ্গলীবহু
ওনাম

14. মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত ?

ব্রহ্মপুত্র নদীতে
গঙ্গা নদীতে
কৃষ্ণা নদীতে
কাবেরী নদীতে

15. ক্রান্তীয় আদ্র চিরহরিৎ বনভূমিতে কত পরিমান বৃষ্টির প্রয়োজন হয় ?

200 সেমি
500 সেমি
100 সেমি
400 সেমি

16. কার্বনের কয়টি আইসোটোপ আছে ?

২টি
৩টি
৫টি
৬টি

17. মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয় ?

ইলিয়াম
রেকটাম
ডিওডেনাম
কোনটিই সঠিক নয়

18. লেবুতে কোন ভিটামিন বেশি থাকে ?

ভিটামিন K
ভিটামিন C
ভিটামিন D
ভিটামিন A

19. ভারতীয় সুপ্রিমকোর্ট কবে স্থাপিত হয় ?

১৯৪৭
১৯৪৮
১৯৪৯
১৯৫০

20. ব্রোঞ্জে কি কি থাকে ?

তামা ও দস্তা
টিন ও দস্তা
সীসা ও দস্তা
তামা ও টিন