WBP Online Mock Test In Bengali Part - 12

নমস্কার সকলকে, আজকের কুইজ টি WBP উপর Online Mock Test In Bengali এর 12 নম্বর পর্বে। এই কুইজ টেস্ট পর্বে ১৫ টি প্রশ্ন আছে, কোনো সময় ধার্য নেই। এই Quiz Test এ Grade সিস্টেম আছে, যথা A Grade, B Grade, ও C গ্রেড, যদি তোমরা A পেয়ে থাকো এই Test টিতে তাহলে তোমাদের প্রস্তুতি ঠিক চলছে, যদি তোমরা B পেয়ে থাকো তবে তোমাদের প্রস্তুতি আরো বাড়াতে হবে এবং যদি তোমরা C পেয়ে থাকো তবে তোমরা কোনো চাকরী পরীক্ষার জন্য প্রস্তুতি নও। আশা করছি তোমরা সবাই A এই পাবে, এবং সম্পূর্ণরূপে সফল হবেই। তাহলে চলো দেরি না করে এই কুইজ প্রতিযোগিতাই অংশ গ্রহণ করে কে কত পেয়েছো সেটা আমাদের "Telegram" চ্যানেল "AskMore.In :: Online Job Exam Preparation" - এ জানাও।

1. শ্রী চৈতন্য দেব প্রবর্তিত ধর্মের নাম হল-

হিন্দু
জৈন
বৌদ্ধ
বৈষ্ণব

2. পুরানের সংখ্যা হল-

১৪টি
১৬টি
১৮টি
২০টি

3. নেপোলিয়ন বোনাপাটকে নির্বাসন করা হয়-

জাভা দ্বীপে
কাঙ্গরী দ্বীপে
সুয়ানা দ্বীপে
সেন্ট হেলেনা দ্বীপে

4. নীরক্ষীয় চিরহরিৎ অরণ‍্যের প্রধান মাটি কি?

ল‍্যাটেরাইট
পডসল
চারনোজেম
সিরোজেম

5. দর্শন শাস্ত্রের জনক বলা হয়-

বিবেকানন্দ কে
এরিস্টটল কে
ইবনে সিনা কে
সক্রেটিস কে

6. পুনাচুক্তি সংঘটিত হয়-

১৯৩০ সালে
১৯৩২ সালে
১৯৩৯ সালে
১৯৩৫ সালে

7. বাংলা গদ্যের জনক বলা হয়-

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রামমোহন রায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিহারীলাল চক্রবর্তী

8. দুর্গেশনন্দিনী উপন্যাসটি রচনা করেছেন-

রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

9. ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত-

হরিশ বর্মণ
আব্দুল কালাম
অটলবিহারী বাজপেয়ী
রঘুরাম মালিক

10. ফাউন্টেন পেন আবিষ্কার করেন-

ওয়াটার ম্যান
ল্যারিপেজ
আর্থার রিম্বন
ম‍্যাডাম কুরী

11. গান্ধিজী প্রথম সত্যাগ্ৰহ শুরু করেন-

কঙ্গোতে
ভিয়েতনামে
জার্মানিতে
দক্ষিন আফ্রিকায়

12. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা পাওয়া যায়-

দুর্গাপুর
রানীগঞ্জ
বর্ধমান
বাঁকুড়া

13. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন-

উইলিয়াম জোন্স
উইলিয়াম কেরি
বিপিন দাস
কে এম পানিক্কর

14. উৎপত্তিগত দিক থেকে শিলাকে কয় ভাগে ভাগ করা যায়?

২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৬ ভাগে

15. ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় ছিলেন-

মাউন্ট ব্যাটেন
লর্ড ক্যানিং
ওয়ারেন হেস্টিংস
উইলিয়াম বেন্টিংস

16. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

কর্ণাটক
তামিলনাড়ু
আমেদাবাদ
ত্রিপুরা

17. পৃথিবীর নিম্নতম অঞ্চলের নাম কি?

পামির মালভূমি
ছোটনাগপুর মালভূমি
গোবি মালভূমি
মারিয়ানা খাত

18. Midday Meal Scheme কত সালে আরম্ভ হয়?

১৯৯০
১৯৯২
১৯৯৪
১৯৯৫

19. ইলোরা মন্দির কোন রাজবংশ তৈরি করেছিল?

সেন
রাষ্ট্রকূট
পাল
পল্লব

20. সবচেয়ে হালকা ধাতু কোনটি?

অসমিয়াম
লিথিয়াম
গ্রাফাইট
কোনটি নয়