WBP Special Online GK Mock Test in Bengali Part - 36

WBP Special Online GK Mock Test in Bengali Part - 36

1. গামা রশ্মি কি কাজে ব্যবহার করা হয়?

খাদ্যের জীবাণুমুক্তকরণ
কীটপতঙ্গ নিয়ন্ত্রণে
ক্যানসারের চিকিৎসায়
উপরের সবকটিই

2. রেয়ান উৎপাদনের কাঁচামাল কোনটি?

গ্যাসোলিন
সেলুলোজ
পেট্রোলিয়াম
প্লাস্টিক

3. রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে?

হকি
ক্রিকেট
পোলো
টেনিস

4. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?

65°C
98.4°C
40°C
98.4°F

5. হাইড্রোক্লোরিক অ্যাসিড কে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এর সাথে উত্তপ্ত করলে কি বর্ণ হয়?

লাল
নীল
সবুজ
হলুদ

6. প্রবাহমাত্রা SI একক কি?

মিটার
ওহম মিটার
অ্যাম্পিয়ার
কুলম্ব

7. কফিতে কোন রাসায়নিক পদার্থটি পাওয়া যায় ?

ক্যাফিন
ক্লোরোফিন
নিকোটিন
অ্যাসপিরিন

8. বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয়?

৯ আগস্ট
২৩ জুলাই
২১ সেপ্টেম্বর
৫ ডিসেম্বর

9. অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি?

হাতি
ঘোড়া
ঈগল
ক্যাঙ্গারু

10. কিং শব্দটি কোন খেলার সঙ্গে?

হকি
ফুটবল
বেসবল
দাবা

11. উরুগুয়ের মুদ্রার নাম কি?

ডলার
ল্যামপিয়া
পেসো
পাউন্ড

12. তড়িৎচালক বলের ব্যবহারিক একক কি?

ওহম
অ্যাম্পেয়ার
ভোল্ট
কুলম্ব

13. ময়ূর সিংহাসন কে নির্মান করেছিলেন?

হুমায়ুন
অর্জুন সিং
সম্রাট আকবর
শাহজাহান

14. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?

হরিষেন
কলহন
বানভট্ট
এদের কেউই নন

15. সাধারণ কাচকে বলে--

লাইন গ্লাস
সোডালাইম গ্লাস
সোডা গ্লাস
কোনোটিই নয়