Online GK Mock Test In Bengali Specially WBP Constable Part - 21

Online GK Mock Test In Bengali Specially WBP Constable Part - 21

1. বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন?

মহাদেব দেশাই
গান্ধীজী
সর্দার বল্লভভাই প্যাটেল
বিপিনচন্দ্র পাল

2. ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেন ?

লর্ড ডালহৌসি
ওয়ারেন হেস্টিংস
লর্ড কর্নওয়ালিস
লর্ড হার্ডিঞ্জ

3. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

সি আর দাশ
অরবিন্দ ঘোষ
চিত্তরঞ্জন দাশ
প্রমথনাথ মিত্র

4. ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?

মধ্যপ্রদেশ
তামিলনাড়ু
মহারাষ্ট্র
কর্ণাটক

5. শিবকুমার শর্মা কি জন্য বিখ্যাত ?

সন্তুর বাদন
সেতার বাদন
সরোদ বাদন
বাঁশি বাদন

6. কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাচের পাত্রে রাখা যায় না, সেটি হল -

HNO₃
HCL
HF
কোনোটিই নয়

7. পাঞ্জাবের স্বর্ণমন্দির সেনা অভিযানের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

ইন্দিরা গান্ধী
রাজীব গান্ধী
ভি পি সিং
এদের কেউই নন

8. উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

কৃষ্ণা
গঙ্গা
শিপ্রা
সরস্বতী

9. বি সি রায় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ?

সঙ্গীত
সাংবাদিকতা
চিকিৎসা
পরিবেশ

10. কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার ?

কাঁচি
ঢেঁকি
জাতি
তুলা যন্ত্র

11. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উইলিয়াম বেন্টিঙ্ক
লর্ড ক্যানিং
লর্ড ওয়েলেসলি
ওয়ারেন হেস্টিংস

12. প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি ?

পেশী কোষ
স্নায়ু কোষ
রক্তকোষ
যকৃত কোষ

13. কাদের মধ্যে পুনা চুক্তি হয়েছিল?

গান্ধীজি এবং জিন্না
গান্ধীজি এবং আম্বেদকর
গান্ধীজি এবং লর্ড ডারউইন
গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসু

14. ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে -

পার্লামেন্ট দ্বারা
একটি সংবিধান সভার দ্বারা
সুপ্রিম কোর্ট দ্বারা
রাষ্ট্রপতি দ্বারা

15. আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নিচের কে জড়িত ছিলেন ?

অরবিন্দ ঘোষ
যতীন দাস
বিপিনচন্দ্র পাল
বাদল গুপ্ত