WBCS (Prelims) Full 2022 Test EP – 2

নমস্কার সকলকে, WBCS (Prelims) Full 2022 Test EP – 2 এই মক টেস্ট টি শুধু মাত্র wbcs এর জন্য বাছাই করা প্রশ্ন দেওয়া হয়েছে । তোমরা যারা wbcs এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই মক টেস্ট। সুতরাং দেরি না করে তোমরা এই মক টেস্ট টি দিয়ে কমেন্টে জানিও কত স্কোর করলে ১৫ টা প্রশ্ন মধ্যে।

1. ডাউন্স তৃণভূমি নিম্নের কোথায় অবস্থিত ?

হাঙ্গেরি
দক্ষিণ আফ্রিকা
নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়া

2. দিল্লীর প্রাচীন নাম কি?

ইন্দ্রপ্রস্থ
হস্তিনাপুর
অযোধ্যা
উজ্জয়িনী

3. শেরশাহ কত বৎসর রাজত্ব করেছিলেন?

দুই
পাঁচ
আট
বারো

4. হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো ?

I
U
V
O

5. তুঙ্গভদ্রা অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?

অন্ধ্রপ্রদেশ
তামিলনাড়ু
কর্ণাটক
গুজরাট

6. শেরশাহ কত বৎসর রাজত্ব করেছিলেন?

দুই
পাঁচ
আট
বারো

7. হরপ্পার কোন ক্ষেত্রে অশ্বের দেহাংশ পাওয়া গেছে ?

লোথাল
কালিবঙ্গান
সুরকোটাডা
এগুলির কোনোটিই নয়

8. বিজলি বাতির ফিলামেন্ট তৈরি করতে কোনটি ব্যবহৃত হয় ?

টাংস্টেন
তামা
সিলভার
লোহা

9. শামুকের রেচন অঙ্গটির নাম কী ?

কেবারের অঙ্গ
অ্যামিবোসাইট কোশ
বোজেনাসের অঙ্গ
কক্সাল গ্রন্থি

10. 'You are the one for me ' গানটিতে আশা ভোঁসলের সঙ্গে কোন ক্রিকেটার জড়িত ?

ম্যাথু হেডেন
ব্রেট লি
শ্রীকান্ত
অনিল কুম্বলে

11. লু - বায়ুপ্রবাহ ভারতবর্ষের কোথায় দেখা যায়?

উত্তর-পশ্চিম ভারতে
উত্তর-পূর্ব ভারতে
উত্তর- দক্ষিণ ভারতে
কোনটিও নয়

12. দিন-ই-ইলাহির প্রবর্তক কে?

শাহজাহান
শেরশাহ
আকবর
ঔরঙ্গজেব

13. কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর কত সালে হয়?

1911
1922
1921
1915

14. ইরাকের রাজধানীর নাম কি?

হ্যাঁনয়
বাগদাদ
জাকার্তা
তেহরান

15. ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেনের নাম কি?

শতাবদি এক্সপ্রেস
করমন্ডল এক্সপ্রেস
বন্দে ভারত
কোনটিও নয়