List of Respiratory Organs of Animals in Bengali | বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা - Free PDF
নমস্কার সকলকে, আজকের পোস্টটি List of Respiratory Organs of Animals বা বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ । প্রশ্ন প্রায় সমস্ত রকমের চাকুরীর পরীক্ষায় MCQ তে এসেই থাকে । তাই একবারে লিস্ট করে দেওয়া হলো যাতে পড়তে কোনো অসুবিধা না হয় । এটি লিস্ট টি পিডিএফ ফাইলে দেওয়া হয়েছে, তোমরা নীচে Download Link দেওয়া আছে, শীঘ্রই গিয়ে ডাউনলোড করে নাউ।
-: বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা :-
নং |
প্রাণী |
শ্বাস অঙ্গ |
১. |
আরশোলা |
ট্রাকিয়া |
২. |
চিংড়ি |
বুক গিল |
৩. |
পায়রা |
ফুসফুস |
৪. |
মাকড়শা |
বুক লাং |
৫. |
কাক |
ফুসফুস |
৬. |
প্যারামিসিয়াম |
সংকোচিত গহ্বর |
৭. |
মাছ |
ফুলকা |
৮. |
হাইড্রা |
দেহতল |
৯. |
শামুক |
ফুলকা ও ম্যান্টল পর্দা |
১০. |
জোঁক |
দেহত্বক |
১১. |
ব্যাঙ |
ফুসফুস, ভিজে ত্বক, মুখবিবর ও গলবিলীয় মিউকাস পর্দা |
১২. |
জিওল মাছ |
ফুলকা ও অতিরিক্ত শ্বাসযন্ত্র |
১৩. |
বাদুড় |
ফুসফুস |
১৪. |
সমুদ্র শসা |
রেসপিরেটরিট্রিপ শ্বাসবৃক্ষ |
১৪. |
স্পঞ্জ |
দেহতল |
১৬. |
কাঁকড়া বিছে |
বুক লাং |
১৭. |
অ্যামিবা |
সংকোচিত গহ্বর |
১৮. |
টিকটিকি |
ফুসফুস |
১৯. |
ফড়িং |
ট্রাকিয়া |
২০. |
ঝিনুক |
ফুলকা ও ম্যান্টল পর্দা |
২১. |
মানুষ |
ফুসফুস |
২২. |
ব্যাঙাচি |
বহিঃফুলকা ও অন্তঃফুলকা |
২৩. |
কেঁচো |
দেহত্বক |
২৪. |
লিমিউলাস |
বুক গিল |
২৫. |
সাপ |
ফুসফুস |
২৬. |
তিমি |
ফুসফুস |
২৭. |
গিরগিটি |
ফুসফুস |