জিকে কুইজ পর্ব - ৩ | G.K Quiz Test Part - 3

1. স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন ?

সুচেতা কৃপালিনী
বিজয় লক্ষী পন্ডিত
স্বর্ণ দেবী
সরোজনী নাইডু

2. সাহিত্য একাডেমী কোথায় অবস্থিত ?

চেন্নাই
মুম্বাই
নিউ দিল্লি
কলকাতা

3. প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার এর সম্মানিত হন জ্ঞানপীঠ পুরস্কার ?

আশাপূর্ণা দেবী
ঝুম্পা লাহিরি
মহাদেবী বর্মা
এদের মধ্যে কেউ না

4. "Philology" - হল__

হাড়-সংক্রান্ত বিদ্যা
পেশি - সংক্রান্ত বিদ্যা
স্থাপত্য সংক্রান্ত বিদ্যা
ভাষা-সংক্রান্ত বিদ্যা

5. দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রার নাম কি ?

উও ন
কিয়াত
র‍্যান্ড
লিরা

6. কানাডার রাজধানীর নাম হল -

টরন্টো
মন্ট্রিয়োল
ভানকুভার
ওটাওয়া

7. রক্তকরবী একটি -

নাটক
উপন্যাস
কবিতা
ছোটগল্প

8. সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বয়স অবধি কাজ করতে পারেন?

62 বছর
75 বছর
70 বছর
65 বছর

9. সত্যজিৎ রায়ের শেষ সিনেমা নাম কি ?

পথের পাঁচালী
গুপী গাইন বাঘা বাইন
শাখা প্রশাখা
আগন্তুক

10. পাকিস্তান এবং ভারত বিভাজন কারী রেখা টি হল -

ডুরান্ড লাইন
র‌্যাডক্লিফ রেখা
ম্যাকমোহন লাইন
ম্যাগিনট রেখা