Railway Group D Mock Test Part - 1 Bengali

নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের কুইজ specially রেলওয়ে গ্রুপ - ডি এর কুইজ টেস্ট। এই টেস্টটি তে বাছাই করা প্রশ্ন দেওয়া হয়েছে যে গুলো রেলওয়ে পরীক্ষা গুলোতে দিয়ে থাকে। তোমাদের কথা মাথায় রেখেই আজকের পোষ্টটি দেওয়া হলো তোমরা সবাই মক টেস্ট টি বিনামূল্যে দাও ও বন্ধুদের জানাও ।

1. নিম্নলিখিত কোন উদ্ভিদ বীজ উৎপন্ন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে ? (Rail Gr. D 2018)

আম
সর্ষে
তরমুজ
জুঁই

2. যক্ষ্মারোগে প্রাথমিক ভাবে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়?

ফুসফুস
যকৃত
গলা
লসিকাগ্রন্থি

3. বয়:সন্ধির সময় ঘামের গ্রন্থি এবং সেবাসিয়াস গ্রন্থিগুলির নি:সরণ বৃদ্ধি পায় । এই সময়ে গ্রন্থিগুলি থেকে কোন উপাদান নি:সৃত হয় ? (Rail Gr. D 2018)

জল ও খনিজ
ঘাম এবং তেল
ঘাম এবং লবণ
তেল এবং জল

4. রাজিয়া সুলতান ছিল _____ এর কন্যা ? (Rail Gr. D 2018)

ইলতুতমিস
মহম্মদ বিন তুঘলক
মহম্মদ ঘোরী
কুতুববউদ্দিন আইবক

5. ব্যাকটেরিয়া কোষ-

কোষপর্দা যুক্ত
কোষপ্রাচীর যুক্ত
কোষপ্রাচীর বিহীন
সবকটি

6. ফারেনহাইট স্কেলের নিম্নস্থিরাঙ্ক কত ?

212° F
0° F
32° F
373° F

7. _____ কোনো ফটোকেমিক্যাল বিক্রিয়া নয় ? (Rail Gr. D 2018)

ফটোগ্রাফি
মিথেনের ফ্রি রাডিক্যাল ক্লোরিনেশন
সালোকসংশ্লেষ
নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে এমোনিয়ার সংশ্লেষ

8. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ?

ক্যালশিয়াম সালফেট
ক্যালশিয়াম অক্সিক্লোরাইড
সোডিয়াম বাইকার্বনেট
সোডিয়াম ক্লোরাইড

9. ভারতের প্রথম নগদহীন দ্বীপটি কোনটি ? (Rail Gr. D 2018)

লিটল আন্দামান দ্বীপ
করাঙ্গ দ্বীপ
ল্যান্ডফল দ্বীপ
হ্যাভলক দ্বীপ

10. কঠিন পরিবাহিতা তড়িৎ পরিবহন করে কে ?

প্রোটন
নিউট্রন
মুক্ত ইলেকট্রন
উপরের কোনটি নয়

11. চতুর্থ শক্তিস্তরে থাকতে পারা সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হলো ? (Rail Gr. D 2018)

18
32
42
8

12. নিচের কোনটি দীর্ঘতম নদী?

নীলনদ
কঙ্গো
গঙ্গা
ভলগাঁ

13. কোন পদ্ধতিতে কোন বায়ুশূন্য বালবের ফিলামেন্ট থেকে কাচ অবধি তাপ পৌঁছায়-

পরিবহন
পরিচলন
বিকিরণ
তাপশূন্য মাধ্যম দিয়ে যায় না

14. সালোকসংশ্লেষের প্রধান স্থান কোনটি?

মেসোফিল কলা
বৃতি
পাতা
ভলভক্স

15. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত-

নায়েগ্রা
অ্যাঞ্জেল
ভিক্টোরিয়া
গেরসোপ্পা