General knowledge MCQ Question - Answer for Competitive Exam | Part - 2
General knowledge MCQ Question - Answer for Competitive Exam | Part - 2 For All Competitive Job Exam. সমস্ত রকমের Competitive চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের সেরা প্লাটফ্রম AskMore.In . আমরা চেষ্টা করি যারা আমাদের এই সাইটে ভিজিট করেন তাদের জন্য সেরা প্রশ্ন ও উত্তর দেওয়ার। সুতরাং, আমাদের ওয়েবসাইটে প্রকাশিত MCQ প্রশ্ন গুলো দৈনিক অ্যাটেন্ড করুন। Note** - যদি আপনার মনে হয় কোনো প্রশ্ন কিংবা উত্তর ভুল আছে সেটি Comment করে জানিয়ে দেবেন। আমরা যথা সাধ্য মত সেটিকে সঠিক করবো।
1. ১১৪২ সালে কোন বাঙালী সারা উড়িষ্যা জয় করে গঙ্গা বংশ স্থাপন করেন ?
উঃ মেদিনীপুরের অনন্তবর্মা
2. রাঢ়ের অতি প্রাচীন রাজধানী সিংহপুরের বর্তমান নাম কি ?
উঃ সিঙ্গুর
3. একাদশ খ্রিস্টাব্দ ও তার আগে নেগাপত্তম নামে যে বন্দর ছিলো তার বর্তমান নাম কি ?
উঃ চেন্নাই
4. নেগাপত্তমে কে বৌদ্ধস্তূপ তৈরি করেন ?
উঃ রাজা চূড়ামন বর্মা
5. গ্রিকেরা প্রাচীন কালে গুজরাতের দক্ষিনাংশকে কি নামে অভিহত করতেন ?
উঃ লাট বা লারিকা
6. নিঃশঙ্ক মল্ল কোথাকার রাজা ছিলেন ?
উঃ তাম্বপম্বী (সিংহল) ।
7. সিংহলের রাজা বিজয়সিংহ কত সালে মারা যান ?
উঃ ৪৪৬ খ্রিস্ট পুঃ
8. অঙ্গ প্রদেশের রাজধানীর নাম কি ছিল ?
উঃ চম্পা
9. বিজয় সিংহের পর সিংহলের রাজা কে হন ?
উঃ পাণ্ডুবাসুদেব
10. শাক্য রাজ্য কোন সাম্রাজ্যের অন্তর্গত ছিল ?
উঃ কোশল সাম্রাজ্যের
11. প্রাচীনকালে উত্তরবঙ্গের নাম কি ছিল ?
উঃ পৌণ্ড্র দেশ
12. ইশা খাঁ'র বংশধর কে ছিলেন ?
উঃ দেওয়ান ফিরোজ খাঁ
13. গুপ্ত যুগে চেদি রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
উঃ কালাঞ্জোর-এ
14. চেদি রাজ্য এখন কোথায় রয়েছে ?
উঃ ভারতের বুন্দেলখন্ডে
15. কোন যুগে মহিলাদের শিক্ষা না দিয়ে ঘরে বন্দী করে রাখা শুরু হয় ?
উঃ নব-ব্রাহ্মন্য ধর্মের যুগে ।
16. বুদ্ধদেবের জন্মস্থান লুম্বিনী বনে কে স্মারক স্থাপন করেন ?
উঃ সম্রাট অশোক
17. বুদ্ধদেব কোন বংশের সন্তান ?
উঃ ইক্ষাকু
18. গ্রীক বীর মিনান্ডা কার কাছে পরাজিত হন ?
উঃ ব্রাহ্মন সন্তান ও ব্রিহদ্রথের সেনাপতি পুষ্যমিত্রের কাছে
19. আন্ধ্রা বংশের শেষ রাজা কে ছিলেন ?
উঃ পুলোমারি
20. কনিস্কের ছেলের নাম কি ?
উঃ হবিস্ক (পরিবর্তিত নাম বাসুদেব)
21. আন্ধ্রা বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উঃ গৌতমপুত্র জ্ঞানশ্রী
22. প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম কি ?
উঃ লিচ্ছবিকন্যা রানীকুমার দেবী
23. কোন সম্রাট বিক্রমাদিত্য উপাধি ধারন করেন ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
24. প্রথম কুমার গুপ্তের ছেলেদের নাম কি ?
উঃ স্কন্দগুপ্ত ও পুরোগুপ্ত
25. কান্ব বংশ কত বছর মগধে রাজত্ত্ব করে ?
উঃ ৪৫ বছর
26. তেভাগা আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।
27. মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ কোন ভাষায় লেখা?
উঃ গ্রীক ভাষায়।
28. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন?
উঃ উইলিয়াম হকিন্স।
29. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন?
উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।
30. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়?
উঃ সমুদ্রগুপ্তকে।
31. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?
উঃ বাণভট্ট।
32. তাজমহল কে প্রতিষ্ঠা করেন?
উঃ শাহজাহান।
33. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ মুর্শিদকুলি খাঁ।
34. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?
উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।
35. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন?
উঃ কালিকট বন্দরে।
36. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
37. কে পাট্টা ও কবুলিয়ৎ প্রচলন করেন?
উঃ শেরশাহ।
38. বাংলায় পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন?
উঃ দূর্জন সিং।
39. খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?
উঃ ১৫২৭ খ্রীষ্টাব্দে।
40. মাদুরাই কাদের রাজধানী ছিল?
উঃ পাণ্ড্যদের।