Top 15 GK Questions And Answer Album For WBP Part – 30 || জিকে প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ পুলিশ – এর পর্ব – ৩০
Top 15 GK Questions And Answer Album For WBP Part – 30 || জিকে প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গ পুলিশ – এর পর্ব – ৩০
1. জলের তাপমাত্রা 0° থেকে 4°এ উন্নীত হলে জলের ঘনত্ব কী হবে ?
উঃ বাড়বে
2. কোন বস্তুর ত্বরণ বলতে কী বোঝায় ?
উঃ সময়ের সাথে বেগ বৃদ্ধির হার
3. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত ?
উঃ শূন্য
4. তড়িচ্চালক বলের একক কী ?
উঃ ভোল্ট
5. লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে ?
উঃ গ্যালভানাইজেশন
6. পারসেক একক দিয়ে কী মাপা হয় ?
উঃ মহাকাশীয় দূরত্ব
7. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উঃ কঠিন
8. কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে কেমন দেখায় ?
উঃ কালো দেখায়
9. 'থিউরি অব রিলেটিভিটি' এর উদ্ভাবক কে ?
উঃ আলবার্ট আইনস্টাইন
10. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ?
উঃ কালো
11. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কী রশ্মি নির্গত হয় ?
উঃ গামা রশ্মি
12. তড়িৎপ্রবাহমাত্রার ব্যবহারিক একক কী ?
উঃ অ্যাম্পিয়ার
13. বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে ?
উঃ টমাস এডিসন
14. কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায় ?
উঃ জল
15. মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয় ?
উঃ অবতল